২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

‘ইন-ফ্লাইট অ্যালকোহল’ পরিষেবায় পরিবর্তন  করল  এয়ার ইন্ডিয়া

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৫ জানুয়ারী ২০২৩, বুধবার
  • / 99

 

 

আরও পড়ুন: শোক কাটেনি মর্মান্তিক বিমান দুর্ঘটনার, ডিজে পার্টিতে এয়ার ইন্ডিয়ার কর্তাদের উদ্দাম নাচ

 

আরও পড়ুন: এএআইবির ল্যাবে ব্ল্যাক বক্স, তথ্য উদ্ধারের সম্ভাবনা প্রবল

 

আরও পড়ুন: এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমানের উড়ান বন্ধ রাখার আবেদন, সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

পুবের কলম ওয়েবডেস্ক: ইন-ফ্লাইট ‘অ্যালকোহল’ পরিষেবা নিয়ে এবার কঠোর পদক্ষেপ নিল এয়ার ইন্ডিয়া। খুব সম্প্রতি এয়ার ইন্ডিয়ার এক মদ্যপ যাত্রী তাঁর বৃদ্ধা  সহযাত্রীর গায়ে প্রসাব করে দেন। তা নিয়ে জলঘোলাও হয় বিস্তর।

 

নয়া নির্দেশিকা মোতাবেক এবার বিমানের ভিতর  যাত্রীর নিজের কাছে থাকা অ্যালকোহল পান করতে পারবেন না যাত্রীরা। একমাত্র বিমান সেবিকা বা এয়ারহোস্টেসরা পরিমান মত সুরা পরিবেশন করবেন যাত্রীদের। তাই পান করতে হবে।

 

ডিজিসিএ ওই  ঘটনার এয়ার ইন্ডিয়াকে তীব্র তিরস্কার করে পাশাপাশি বড় অঙ্কের জরিমানাও করে। এরপরেই বিমানে মদ পরিবেশনের পদ্ধতিতে ব্যপক রদবদল আনার সিদ্ধান্ত নিয়েছে এয়ারইন্ডিয়া কর্তৃপক্ষ। এছাড়াও বিমান ক্রুদের যাত্রীদের সঙ্গে অত্যন্ত মার্জিত এবং নম্র ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

এর জন্য এয়ার ইন্ডিয়া ইউএস ন্যাশনাল রেস্তোরাঁ অ্যাসোসিয়েশনের ট্রাফিক লাইট সিস্টেমের সাহায্য নেবে এয়ার ইন্ডিয়া। আগেও বিমানের ভেতরে অশ্লীলতার ঘটনা ঘটেছে।

এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছেন যতক্ষণ না পর্যন্ত  বিমান সেবিকা বা বিমান ক্রুরা অ্যালকোহল পরিবেশন না করছেন ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। বিমানে নিরাপদ ও আরামদায়ক পরিষেবা দেওয়াই বিমান সংস্থার মূল উদ্দেশ্য। যাত্রীদের অ্যালকোহল পরিবেশন করতে অস্বীকারও  করতে পারেন ক্রু মেম্বার।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘ইন-ফ্লাইট অ্যালকোহল’ পরিষেবায় পরিবর্তন  করল  এয়ার ইন্ডিয়া

আপডেট : ২৫ জানুয়ারী ২০২৩, বুধবার

 

 

আরও পড়ুন: শোক কাটেনি মর্মান্তিক বিমান দুর্ঘটনার, ডিজে পার্টিতে এয়ার ইন্ডিয়ার কর্তাদের উদ্দাম নাচ

 

আরও পড়ুন: এএআইবির ল্যাবে ব্ল্যাক বক্স, তথ্য উদ্ধারের সম্ভাবনা প্রবল

 

আরও পড়ুন: এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমানের উড়ান বন্ধ রাখার আবেদন, সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

পুবের কলম ওয়েবডেস্ক: ইন-ফ্লাইট ‘অ্যালকোহল’ পরিষেবা নিয়ে এবার কঠোর পদক্ষেপ নিল এয়ার ইন্ডিয়া। খুব সম্প্রতি এয়ার ইন্ডিয়ার এক মদ্যপ যাত্রী তাঁর বৃদ্ধা  সহযাত্রীর গায়ে প্রসাব করে দেন। তা নিয়ে জলঘোলাও হয় বিস্তর।

 

নয়া নির্দেশিকা মোতাবেক এবার বিমানের ভিতর  যাত্রীর নিজের কাছে থাকা অ্যালকোহল পান করতে পারবেন না যাত্রীরা। একমাত্র বিমান সেবিকা বা এয়ারহোস্টেসরা পরিমান মত সুরা পরিবেশন করবেন যাত্রীদের। তাই পান করতে হবে।

 

ডিজিসিএ ওই  ঘটনার এয়ার ইন্ডিয়াকে তীব্র তিরস্কার করে পাশাপাশি বড় অঙ্কের জরিমানাও করে। এরপরেই বিমানে মদ পরিবেশনের পদ্ধতিতে ব্যপক রদবদল আনার সিদ্ধান্ত নিয়েছে এয়ারইন্ডিয়া কর্তৃপক্ষ। এছাড়াও বিমান ক্রুদের যাত্রীদের সঙ্গে অত্যন্ত মার্জিত এবং নম্র ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

এর জন্য এয়ার ইন্ডিয়া ইউএস ন্যাশনাল রেস্তোরাঁ অ্যাসোসিয়েশনের ট্রাফিক লাইট সিস্টেমের সাহায্য নেবে এয়ার ইন্ডিয়া। আগেও বিমানের ভেতরে অশ্লীলতার ঘটনা ঘটেছে।

এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছেন যতক্ষণ না পর্যন্ত  বিমান সেবিকা বা বিমান ক্রুরা অ্যালকোহল পরিবেশন না করছেন ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। বিমানে নিরাপদ ও আরামদায়ক পরিষেবা দেওয়াই বিমান সংস্থার মূল উদ্দেশ্য। যাত্রীদের অ্যালকোহল পরিবেশন করতে অস্বীকারও  করতে পারেন ক্রু মেম্বার।