কলকাতা থেকে যাত্রা শুরু করল আকাসা এয়ার, পোষ্য নিয়ে যেতে পারবেন যাত্রীরা

- আপডেট : ১৯ মে ২০২৩, শুক্রবার
- / 9
পুবের কলম, ওয়েবডেস্ক: কলকাতা থেকে যাত্রা শুরু করল রাকেশ ঝুনঝুনওয়ালা আকাসা এয়ারলাইন্স, বিমানে পোষ্য নিয়ে যেতে পারবেন যাত্রীরা। আকাসা এয়ার কলকাতা-গুয়াহাটি, কলকাতা-বেঙ্গালুরুর মধ্যে যাতায়াত করবে।
কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে, বৃহস্পতিবার আকাসা এয়ার নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমান বন্দর থেকে যাত্রা শুরু করেছে। প্রতিদিন উড়ান চলাচল করবে। নতুন এয়ার লাইনটি কলকাতাকে ১৭ তম গন্তব্য হিসেবে নিজেদের নেটওয়ার্কে যুক্ত করেছে। দেশের সব কটি মেট্রো শহরে পরিষেবা চালু করল আকাসা এয়ার।
#KolkataAirport is happy to announce @AkasaAir inaugural flight from the City of Joy made its maiden journey to Guwahati on 18th May,2023 with 174 passengers on board. #AkasaAir will operate daily flights between #KolkataAirport, @GuwahatiAirport & @BLRAirport. pic.twitter.com/Q7aCbhvr4K
— Kolkata Airport (@aaikolairport) May 18, 2023
বাগডোগরার পরে পশ্চিমবঙ্গে দ্বিতীয়। বিমান সংস্থাটি কলকাতা এবং গুয়াহাটি এবং বেঙ্গালুরুর মধ্যে বিরতিহীন ফ্লাইট শুরু করেছে। উদ্বোধনী বিমানে ১৭৪ জন যাত্রী নিয়ে কলকাতা থেকে অসমের বৃহত্তম শহর উড়ে যায় বিমানটি এবং ১৬৭ যাত্রী জন কর্নাটকের রাজধানী থেকে কলকাতায় পৌঁছেছিলেন। এয়ারলাইন সংস্থাটি জানিয়েছে, বেঙ্গালুরু থেকে যাত্রীরা কলকাতা হয়ে সরাসরি গুয়াহাটি পৌঁছতে পারেন। এর জন্য বিমান পরিবর্তনের কোনও প্রয়োজন পড়বে না।
কলকাতা থেকে বেঙ্গালুরু থেকে ৫.১৫ টায় পৌঁছাবে এবং ৫.৫৫ টায় গুয়াহাটির উদ্দেশ্যে ছেড়ে যাবে। গুয়াহাটি থেকে ফিরতি ফ্লাইট রাত ৯.১০ টায় কলকাতায় পৌঁছাবে এবং ৯.৫০ টায় বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা হবে, একটি বিবৃতিতে জানিয়েছে এএআই।এয়ারলাইনের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান বিপণন, অভিজ্ঞতা কর্মকর্তা বেলসন কৌতিনহো জানিয়েছেন, আকাসা একটি ক্যাফে ও বিমানে পোষ্যদের নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে। এয়ারলাইনটির সহ-প্রতিষ্ঠাতা, চিফ কমার্শিয়াল আধিকারিক প্রবীণ আইয়ার বলেছেন, কলকাতা থেকে এই উড়ান শুরু করতে পেরে আমরা আনন্দিত।