ডিজিসিএ-র কড়া পদক্ষেপ: আকাসা এয়ারের সিনিয়র পাইলটের পরীক্ষকের অনুমোদন স্থগিত

- আপডেট : ৬ অগাস্ট ২০২৫, বুধবার
- / 35
পুবের কলম ওয়েবডেস্ক: ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ (ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন) আকাসা এয়ারের এক সিনিয়র পাইলটের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে। পরীক্ষকের ভূমিকায় দায়িত্ব পালনে ‘পদ্ধতিগত ত্রুটি’ চিহ্নিত হওয়ায় ছয় মাসের জন্য তাঁর পরীক্ষক হিসেবে কাজ করার অনুমোদন স্থগিত করা হয়েছে।
ডিজিসিএ-র নির্দেশে বলা হয়েছে, ওই পাইলট একটি চেক সেশনে যে সমস্ত পদ্ধতিগত বিচ্যুতি ঘটিয়েছেন, তা বিমানের নিরাপত্তা ও প্রশিক্ষণের ক্ষেত্রে উচ্চ মান রক্ষার সঙ্গে অসঙ্গতিপূর্ণ। এরই পরিপ্রেক্ষিতে ডিজিসিএ বেশ কিছু সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণ করেছে –
আকাসা এয়ারের ওই সিনিয়র পাইলটের পরীক্ষক হিসেবে দায়িত্ব পালনের অনুমতি ছয় মাসের জন্য স্থগিত করা হয়।
তাঁর দ্বারা পরিচালিত একটি স্কিল টেস্ট বাতিল ঘোষণা করেছে ডিজিসিএ।
প্রশিক্ষণ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে এবার থেকে ওই পাইলটের পরীক্ষার পুনরাবৃত্তি একজন যোগ্য ও অনুমোদিত পরীক্ষকের মাধ্যমে করতে হবে এবং ডিজিসিএ-র ফ্লাইট অপারেশন ইনস্পেক্টরের উপস্থিতিতেই সেই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এই ঘটনা বিমান চলাচলে নিরাপত্তার গুরুত্ব এবং পরীক্ষকদের দায়িত্ব সম্পর্কে নতুন করে ভাবতে বাধ্য করেছে। ডিজিসিএ স্পষ্ট করেছে, কোনও রকম বিচ্যুতি মেনে নেওয়া হবে না এবং সমস্ত প্রশিক্ষণ ও মূল্যায়নে নিয়মাবলি কঠোরভাবে অনুসরণ করতেই হবে।
এছাড়াও, ডিজিসিএ সংশ্লিষ্ট পাইলটকে কড়া সতর্কবার্তা দিয়েছে। ভবিষ্যতে যাতে এমন কোনও গাফিলতি না ঘটে, সেই জন্য নির্দেশ দেওয়া হয়েছে সব ধরনের নিয়ন্ত্রক নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার। এই সতর্কতা ডিজিসিএ-র জিরো টলারেন্স নীতিকেই প্রতিফলিত করে।
এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত আকাসা এয়ারের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ২০২২ সালে যাত্রা শুরু করা এই নতুন এয়ারলাইন্স ইতিমধ্যেই বিভিন্ন রুটে দ্রুত সম্প্রসারণ করছে। তবে এই ঘটনা সংস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হতে পারে – যেখানে আরও কঠোরভাবে নিরাপত্তা মানদণ্ড রক্ষা ও নিয়ন্ত্রক নির্দেশিকা অনুসরণে জোর দিতে হবে।
এই ঘটনা বিমান শিল্প ও যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করে – নিয়ম মেনে চলা ছাড়া বিমান চলাচলে কোনও আপসের জায়গা নেই। এখন দেখার বিষয়, আকাসা এয়ার কীভাবে এই চ্যালেঞ্জ থেকে ঘুরে দাঁড়ায় ও ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে।