০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

তৃতীয় বারের মতো সমাজবাদী পার্টির জাতীয় সভাপতি হিসেবে নির্বাচিত হলেন অখিলেশ যাদব

ইমামা খাতুন
  • আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার
  • / 91

পুবের কলম ওয়েব ডেস্ক: তৃতীয়বারের জন্য সমাজবাদী পার্টির জাতীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অখিলেশ যাদব। বৃহস্পতিবার লখনউতে আয়োজিত সমাজবাদী পার্টির জাতীয় সম্মেলনে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের জাতীয় সভাপতি নির্বাচিত হয়েছেন অখিলেশ যাদব।

বৃহস্পতিবার দলের নেতা রাম গোপাল যাদব জানিয়েছেন, অখিলেশ যাদব টানা তৃতীয়বারের জন্য সমাজবাদী পার্টির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন: প্রায় দুই বছর পর জেল থেকে মুক্তি পেলেন সমাজবাদী পার্টির নেতা আজম খান

এদিন দলের পক্ষ থেকে এই খবর নিশ্চিত করে জানানো হয়েছে যে, মুলায়ম সিং যাদব পুত্র অখিলেশ যাদব সর্বসম্মতিক্রমে এবারেও সমাজবাদী পার্টির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। লখনউয়ের রমাবাই আম্বেদকর স্টেডিয়ামে এদিনের সভাপতি নির্বাচনের অনুস্থান অনুষ্ঠিত হয়েছে বলেই সংবাদ মাধ্যম সূত্রে খবর।

আরও পড়ুন: দেশের ১৪তম উপরাষ্ট্রপতি নির্বাচন : নির্বাচনে সর্বপ্রথম ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

তৃতীয়বারের মত সভাপতি নির্বাচিত হয়ে এদিন যাদব সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, আমাকে পুনরায় সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে। আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজ আপনারা আমাকে শুধু একটা পদে নির্বাচিত করেননি। আপনারা আমাকে একটা বড় দায়িত্ব দিয়েছেন। আমি নিজের সর্বশক্তি দিয়ে দলের হয়ে কাজ করবো এবং অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করে চলবো।

আরও পড়ুন: রাষ্ট্রপতি কি প্রধানমন্ত্রীকে সরাতে পারেন? প্রশ্ন Asaduddin Owaisi-র

এদিন অখিলেশ আরও বলেছেন, “আমার মনে আছে, নেতাজি সবসময় চেয়েছিলেন সমাজবাদী পার্টি একটি জাতীয় দল হোক। নেতাজি এবং আমরা সবাই অনেক চেষ্টা করেছি। আমাদের সকলের প্রতিজ্ঞা করা উচিত, পরের বার যখন আমরা মিলিত হব, তখন সমাজবাদী পার্টি যেন একটি জাতীয় দল হিসেবে উঠে আসে।”
এদিন বিজেপিকে কটাক্ষ করতেও ছাড়েন নি। তিনি বলেন বিজেপি জোর করে সরকার করেছে। মানুষ ওই সরকারকে বিশ্বাস করেন না।

প্রসঙ্গত, উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে আপ্রাণ চেষ্টা সত্বেও বিজেপির কাছে পরাজিত হয়েছে সমাজবাদী পার্টি। তবে লড়াইয়ের ময়দান থেকে সরে আসতে একদমই নারাজ বিজেপির প্রধান বিরোধী দল। তবে সামনে লোকসভা নির্বাচন। সেই লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেই এগিয়ে চলছে সপা।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তৃতীয় বারের মতো সমাজবাদী পার্টির জাতীয় সভাপতি হিসেবে নির্বাচিত হলেন অখিলেশ যাদব

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: তৃতীয়বারের জন্য সমাজবাদী পার্টির জাতীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অখিলেশ যাদব। বৃহস্পতিবার লখনউতে আয়োজিত সমাজবাদী পার্টির জাতীয় সম্মেলনে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের জাতীয় সভাপতি নির্বাচিত হয়েছেন অখিলেশ যাদব।

বৃহস্পতিবার দলের নেতা রাম গোপাল যাদব জানিয়েছেন, অখিলেশ যাদব টানা তৃতীয়বারের জন্য সমাজবাদী পার্টির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন: প্রায় দুই বছর পর জেল থেকে মুক্তি পেলেন সমাজবাদী পার্টির নেতা আজম খান

এদিন দলের পক্ষ থেকে এই খবর নিশ্চিত করে জানানো হয়েছে যে, মুলায়ম সিং যাদব পুত্র অখিলেশ যাদব সর্বসম্মতিক্রমে এবারেও সমাজবাদী পার্টির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। লখনউয়ের রমাবাই আম্বেদকর স্টেডিয়ামে এদিনের সভাপতি নির্বাচনের অনুস্থান অনুষ্ঠিত হয়েছে বলেই সংবাদ মাধ্যম সূত্রে খবর।

আরও পড়ুন: দেশের ১৪তম উপরাষ্ট্রপতি নির্বাচন : নির্বাচনে সর্বপ্রথম ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

তৃতীয়বারের মত সভাপতি নির্বাচিত হয়ে এদিন যাদব সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, আমাকে পুনরায় সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে। আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজ আপনারা আমাকে শুধু একটা পদে নির্বাচিত করেননি। আপনারা আমাকে একটা বড় দায়িত্ব দিয়েছেন। আমি নিজের সর্বশক্তি দিয়ে দলের হয়ে কাজ করবো এবং অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করে চলবো।

আরও পড়ুন: রাষ্ট্রপতি কি প্রধানমন্ত্রীকে সরাতে পারেন? প্রশ্ন Asaduddin Owaisi-র

এদিন অখিলেশ আরও বলেছেন, “আমার মনে আছে, নেতাজি সবসময় চেয়েছিলেন সমাজবাদী পার্টি একটি জাতীয় দল হোক। নেতাজি এবং আমরা সবাই অনেক চেষ্টা করেছি। আমাদের সকলের প্রতিজ্ঞা করা উচিত, পরের বার যখন আমরা মিলিত হব, তখন সমাজবাদী পার্টি যেন একটি জাতীয় দল হিসেবে উঠে আসে।”
এদিন বিজেপিকে কটাক্ষ করতেও ছাড়েন নি। তিনি বলেন বিজেপি জোর করে সরকার করেছে। মানুষ ওই সরকারকে বিশ্বাস করেন না।

প্রসঙ্গত, উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে আপ্রাণ চেষ্টা সত্বেও বিজেপির কাছে পরাজিত হয়েছে সমাজবাদী পার্টি। তবে লড়াইয়ের ময়দান থেকে সরে আসতে একদমই নারাজ বিজেপির প্রধান বিরোধী দল। তবে সামনে লোকসভা নির্বাচন। সেই লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেই এগিয়ে চলছে সপা।