মার্কিন হানায় নিহত আলকায়দা শীর্ষ নেতা আয়মান আল-জওয়াহিরি ট্যুইট করে দাবি বাইডেনের
- আপডেট : ২ অগাস্ট ২০২২, মঙ্গলবার
- / 62

FILE - This frame grab from video shows al-Qaida's leader Ayman al-Zawahri in a videotape issued Saturday, Sept. 2, 2006. The leader of al-Qaida has called for attacks on Saudi Arabia after the kingdom's mass execution of 47 people in January, many of whom were tied to the terror group. Al-Zawahiri's comments came in a seven-minute audio recording released earlier this week and reported by a U.S.-based terror monitor, the SITE Intelligence Group, on Thursday, Jan. 14, 2016. (militant photo via AP video, File)
পুবের কলম ওয়েবডেস্কঃ আমেরিকার বিমান হানায় নিহত হয়েছেন আলকায়দার শীর্ষ নেতা আয়মান আল-জওয়াহিরি। ট্যুইট করে এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
ট্যুইট করে মঙ্গলবার ভোরে বাইডেন জানিয়েছেন শনিবার কাবুলে বিমান হামলা চালায় আমেরিকা। ওই হামলাতেই মৃত্যু হয়েছে আল কায়দা প্রধানের।
মার্কিন প্রেসিডেন্ট আরও লিখেছেন “যারা আমাদের ক্ষতি করতে চায়, তাদের থেকে আমেরিকার মানুষকে রক্ষা করার সংকল্প ও ক্ষমতা প্রদর্শন জারি রেখেছে আমেরিকা।’ বাইডেন এও বলেছেন, ‘‘ন্যায়বিচার দেওয়া গেল।’’
স্থানীয় সময় সোমবার (১ আগস্ট) টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে জাওয়াহিরির মৃত্যুর খবর নিশ্চিত করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, জাওয়াহিরি মার্কিন নাগরিকদের ওপর হত্যাকাণ্ড ও সহিংসতা চালিয়েছেন। এই সন্ত্রাসী নেতার মৃত্যু হয়েছে।
বাইডেন আরও বলেন যে তিনি কয়েক মাস ধরে পরিকল্পনার পর ৭১ বছর বয়সী আল-কায়দা নেতার জন্য ‘নির্ভুল অভিযান’ পরিচালনার চূড়ান্ত অনুমোদন দেন।
মার্কিন সেনাকর্তারা জানান, হামলার সময় আল–কায়েদার এই নেতা কাবুলে একটি বাড়ির ব্যালকনিতে অবস্থান করছিলেন। এ সময় ড্রোন থেকে তাকে লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে জাওয়াহিরির মৃত্যু হয়
নাম না জানানোর শর্তে এক মার্কিন সেনা বলেছেন আমেরিকার স্থানীয় সময় মোতাবেক রবিবার ভোর ৬ টা বেজে ১৮ মিনিটে কাবুলে মার্কিন হামলায় নিহত হয়েছেন জাওয়াহিরি।
I made a promise to the American people that we’d continue to conduct effective counterterrorism operations in Afghanistan and beyond.
We have done that. pic.twitter.com/441YZJARMX
— President Biden (@POTUS) August 2, 2022
On Saturday, at my direction, the United States successfully conducted an airstrike in Kabul, Afghanistan that killed the emir of al-Qa’ida: Ayman al-Zawahiri.
Justice has been delivered.
— President Biden (@POTUS) August 1, 2022