১৯ অক্টোবর ২০২৫, রবিবার, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রাজ্য হেরিটেজ কমিশনের নয়া চেয়ারম্যান আলাপন

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২১ নভেম্বর ২০২২, সোমবার
  • / 101

পুবের কলম প্রতিবেদক:  রাজ্য হেরিটেজ কমিশনের নয়া চেয়ারম্যান হলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ ১১ বছর এই পদে ছিলেন শুভাপ্রসন্ন। অন্যদিকে বদল হয়েছে সেন্টার ফর আর্কিওলজি স্টাডিজ অ্যান্ড ট্রেনিং পদেও। দীর্ঘ ১১ বছর পর সরানো হল শুভাপ্রসন্নকে।

আলাপনের এর আগে সেন্টার ফর আর্কিওলজি স্টাডিজ অ্যান্ড ট্রেনিং-এর দায়িত্বে ছিলেন। এই পদে বসেছেন ইতিহাসবিদ এবং প্রাক্তন সাংসদ সুগত বসু।

আরও পড়ুন: সংখ্যালঘু কমিশনের নয়া চেয়ারম্যান আহমদ হাসান ইমরানকে শুভেচ্ছা ডাঃ আবুল কাশেম মোল্লার

উল্লেখ্য, সুগত এর আগে হেরিটেজ কমিশনের সদস্য ছিলেন। মনে করা হচ্ছে, তারুণ্যের উদ্যমেই জোর দিয়েছে নবান্ন। তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।   বর্তমানে আলাপন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা।   এর আগে তিনি ছিলেন রাজ্যের মুখ্যসচিব।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের নয়া চেয়ারম্যান আহমদ হাসান ইমরান

উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী কর্ণগড়ের রানি শিরোমণি গড় সম্পর্কে বলেছিলেন হেরিটেজ করতে হবে। তবে সেই ‘হেরিটেজ জোন’ রানি শিরোমণি গড়ে দীর্ঘ দিন হয়নি সংস্কার। হয়নি সংরক্ষণ। পশ্চিম মেদিনীপুর জেলার আধিকারিকরা কাজ করতে চাইলেও তা সম্ভব হচ্ছে না একাধিক কারণে। নতুন হেরিটেজ কমিশনের চেয়ারম্যানের কাছে আশাবাদী কর্ণগড়। গ্রামবাসীর আবেদন, কর্ণগড় নিয়েও ভাবুক সেন্টার ফর আর্কিওলজি স্টাডিজ অ্যান্ড ট্রেনিং (কাস্ট)।

আরও পড়ুন: আইসিসির নতুন চেয়ারম্যান বার্কলে

উল্লেখ্য, আলাপন দক্ষতার সঙ্গে সামলেছেন রাজ্যের মুখ্যসচিব পদ। নয়া পদেও বিশেষ দক্ষতা দেখাবেন তিনি, ইতিহাস প্রিয় মানুষদের আশা এমনটাই। রাজ্যের দাপুটে এই আমলার হাত ধরে হয়ত আরও কিছু প্রতিষ্ঠান হেরিটেজের শিরোপা পাবে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাজ্য হেরিটেজ কমিশনের নয়া চেয়ারম্যান আলাপন

আপডেট : ২১ নভেম্বর ২০২২, সোমবার

পুবের কলম প্রতিবেদক:  রাজ্য হেরিটেজ কমিশনের নয়া চেয়ারম্যান হলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ ১১ বছর এই পদে ছিলেন শুভাপ্রসন্ন। অন্যদিকে বদল হয়েছে সেন্টার ফর আর্কিওলজি স্টাডিজ অ্যান্ড ট্রেনিং পদেও। দীর্ঘ ১১ বছর পর সরানো হল শুভাপ্রসন্নকে।

আলাপনের এর আগে সেন্টার ফর আর্কিওলজি স্টাডিজ অ্যান্ড ট্রেনিং-এর দায়িত্বে ছিলেন। এই পদে বসেছেন ইতিহাসবিদ এবং প্রাক্তন সাংসদ সুগত বসু।

আরও পড়ুন: সংখ্যালঘু কমিশনের নয়া চেয়ারম্যান আহমদ হাসান ইমরানকে শুভেচ্ছা ডাঃ আবুল কাশেম মোল্লার

উল্লেখ্য, সুগত এর আগে হেরিটেজ কমিশনের সদস্য ছিলেন। মনে করা হচ্ছে, তারুণ্যের উদ্যমেই জোর দিয়েছে নবান্ন। তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।   বর্তমানে আলাপন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা।   এর আগে তিনি ছিলেন রাজ্যের মুখ্যসচিব।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের নয়া চেয়ারম্যান আহমদ হাসান ইমরান

উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী কর্ণগড়ের রানি শিরোমণি গড় সম্পর্কে বলেছিলেন হেরিটেজ করতে হবে। তবে সেই ‘হেরিটেজ জোন’ রানি শিরোমণি গড়ে দীর্ঘ দিন হয়নি সংস্কার। হয়নি সংরক্ষণ। পশ্চিম মেদিনীপুর জেলার আধিকারিকরা কাজ করতে চাইলেও তা সম্ভব হচ্ছে না একাধিক কারণে। নতুন হেরিটেজ কমিশনের চেয়ারম্যানের কাছে আশাবাদী কর্ণগড়। গ্রামবাসীর আবেদন, কর্ণগড় নিয়েও ভাবুক সেন্টার ফর আর্কিওলজি স্টাডিজ অ্যান্ড ট্রেনিং (কাস্ট)।

আরও পড়ুন: আইসিসির নতুন চেয়ারম্যান বার্কলে

উল্লেখ্য, আলাপন দক্ষতার সঙ্গে সামলেছেন রাজ্যের মুখ্যসচিব পদ। নয়া পদেও বিশেষ দক্ষতা দেখাবেন তিনি, ইতিহাস প্রিয় মানুষদের আশা এমনটাই। রাজ্যের দাপুটে এই আমলার হাত ধরে হয়ত আরও কিছু প্রতিষ্ঠান হেরিটেজের শিরোপা পাবে।