সৌদি আরব মদ বিক্রির নিয়ম আরও শিথিল করেছে। এখন নির্দিষ্ট শর্তে দেশটিতে বসবাসকারী অমুসলিম বিদেশিদের কাছে মদ বিক্রি করা যাবে। শর্ত অনুযায়ী, যেসব বিদেশির মাসিক আয় কমপক্ষে ৫০ হাজার রিয়াল (১৩,৩০০ ডলার), শুধুমাত্র তারাই মদ কেনার অধিকার পাবেন। অনলাইন এনডিটিভি সূত্রে জানা গেছে, দোকানে প্রবেশের জন্য ক্রেতাদের বেতন সনদ দেখিয়ে আয়সীমার প্রমাণ দিতে হবে।
রিয়াদের বিশেষ এই মদের দোকানটি প্রথমে শুধু বিদেশি কূটনীতিকদের জন্য খোলা হয়েছিল। পরে ধীরে ধীরে অমুসলিম ‘প্রিমিয়াম রেসিডেন্সি’ধারী বিদেশিদের প্রবেশাধিকার দেওয়া হয়। তবে এ পরিবর্তন নিয়ে সৌদি সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। মন্তব্যের অনুরোধ জানানো হলেও সোমবার পর্যন্ত সরকারের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জানা গেছে, রিয়াদের দোকানটিতে পয়েন্টভিত্তিক মাসিক সীমার মধ্যে গ্রাহকদের মদ কেনার অনুমতি দেওয়া হয়। ব্লুমবার্গের আগের এক প্রতিবেদনে বলা হয়েছিল, সৌদির আরও দুটি শহরে নতুন মদের দোকান প্রস্তুত করা হচ্ছে।
মদ কেনার নিয়মে এই শিথিলতা সৌদি আরবের বৃহত্তর সামাজিক সংস্কার কর্মসূচির অংশ। অর্থনীতিকে রূপান্তরিত করতে বিদেশি দক্ষ কর্মী ও বিনিয়োগ আকর্ষণকে অত্যন্ত জরুরি মনে করছে রিয়াদ। পাশাপাশি রাজধানীকে প্রতিযোগিতামূলক ব্যবসায়িক কেন্দ্র হিসেবে গড়ে তুলতেও নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ। গত কয়েক বছরে দেশটি নারীদের গাড়ি চালানোর অনুমতি, জনসম্মুখে বিনোদন, সংগীত, নারী-পুরুষ মেলামেশা ও পর্যটনে উন্মুক্ত পরিবেশসহ একাধিক বিধিনিষেধ শিথিল করেছে। এসব পরিবর্তন দেখায়, ইসলাম ধর্মের জন্মভূমিতে আধুনিকায়নের প্রক্রিয়া কতটা সূক্ষ্ম এবং জটিল।
































