পুবের কলম,ওয়েবডেস্ক: আলিপুর চিড়িয়াখানায় (Alipore-Zoo) গত ২৪ ঘণ্টায় পরপর দুই বাঘিনীর মৃত্যু। নাম রুপা ও পায়েল। রূপা সাদা বাঘিনী, পায়েল ছিল ডোরাকাটা। মৃত্যুকালে রূপার বয়স হয়েছিল প্রায় ২১ বছর। অন্যদিকে পায়েলের বয়স হয়েছিল ১৭। সাধারণত ১৩-থেকে ১৪ বছর বাঁচে বাঘেরা। সেন্ট্রাল জু অথরিটির নির্দেশে ইতিমধ্যেই তিনজন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
White tiger Rupa (আলিপুর জু
ভিডিয়ো থেকে সংগৃহীত)
মৃতদেহ দু’টি পাঠানো হয়েছে ময়নাতদন্তে। এদের পশু হাসপাতালে ময়না তদন্ত হবে। আর গোটা প্রক্রিয়াটির ভিডিয়োগ্রাফি হবে বলে জানা যাচ্ছে। পরপর দুই বাঘিনীর মৃত্যুতে স্বাভাবিকভাবেই মন খারাপ চিড়িয়াখানার (Alipore-Zoo) কর্মীদের। বলা বাহুল্য, বন্য পরিবেশে একটি বাঘের গড় আয়ুষ্কাল ৮ থেকে ১৫ বছর পর্যন্ত হয়, তবে বন্দী অবস্থায় বাঘের জীবনকাল এর চেয়ে বেশি হতে পারে।
আলিপুর চিড়িয়াখানা সূত্রে খবর, এরা স্বাভাবিকের তুলনায় বেশি দিনই বেঁচেছে। আর মূলত চিড়িয়াখানার কর্মীদের যত্নেই তা সম্ভব হয়েছে। বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিল রূপা। এক পর্যায়ে তার একটি পা পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়। শেষমেশ পায়েলের মৃত্যুর পর দিন মৃত্যু হয় তারও।

প্রসঙ্গত, ২০০৫ সালে ওড়িশা থেকে পায়েলকে নিয়ে আসা হয়েছিল। আর রুপা এখানেই জন্মেছিল। আলিপুরেই জন্ম নেওয়া সাদা বাঘিনী রূপার মা ‘কৃষ্ণা’ ছিল ডোরাকাটা বাঘিনী, বাবা ছিল সাদা বাঘ ‘অনির্বাণ’।






















