‘সব OMR প্রকাশ করতে হবে’, শিক্ষক নিয়োগে SSC-কে বললো হাইকোর্ট
- আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার
- / 34
পুবের কলম, ওয়েবডেস্ক: ফের কি সমস্যায় পড়বে নিয়োগ প্রক্রিয়া?২০২৫ সালের শিক্ষক নিয়োগ পরীক্ষার সব ওএমআর শিট প্রকাশের নির্দেশ দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে এসব ওএমআর শিট এসএসসির ওয়েবসাইটে আপলোড করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিচারপতি তলব করেছেন ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার প্যানেল বাতিল হওয়ার পর যাঁরা নবম-দশম ও একাদশ-দ্বাদশের নিয়োগপত্র পেয়েছিলেন, তাঁদের নামের তালিকাও।
বৃহস্পতিবার মামলার শুনানিতে বিচারপতি সিনহা এসএসসির আইনজীবীকে প্রশ্ন করেন, “ওএমআর আপলোড করা হয়নি কেন? সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ হচ্ছে। শুরু থেকেই স্বচ্ছতার সঙ্গে কাজ করা উচিত। নাহলে পরে আবার অনিয়মের অভিযোগ উঠবে।” বিচারপতির নির্দেশ অনুযায়ী ১০ ডিসেম্বরের মধ্যেই অতিরিক্ত নিয়োগপত্রপ্রাপ্ত শিক্ষকদের তালিকা জমা দিতে হবে। তাঁদের মধ্যে যাঁরা বর্তমান নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছেন, মামলার ভবিষ্যৎ রায় তাঁদের ওপরও প্রভাব ফেলবে বলে মন্তব্য করেন বিচারপতি।

















































