০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীলঙ্কার মাহিন্দা মন্ত্রীসভার সকল মন্ত্রীর পদত্যাগ

ইমামা খাতুন
  • আপডেট : ৪ এপ্রিল ২০২২, সোমবার
  • / 100

পুবের কলম প্রতিবেদক : অর্থনৈতিক মন্দার কারণে শ্রীলঙ্কার জনগনের মধ্যে বাড়ছে জনরোষ । এই রোষের মুখে শ্রীলঙ্কার সমস্ত মন্ত্রী একযোগে পদত্যাগ করেছেন। দ্বীপ দেশটির অর্থনৈতিক সঙ্কট তীব্র হওয়ার প্রেক্ষাপটে রবিবার রাতে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ও তার বড় ভাই মাহিন্দা রাজাপাকসে ছাড়া সব মন্ত্রী পদত্যাগ করেছেন। শিক্ষামন্ত্রী দিনেশ গুনাবর্ধনে সাংবাদিকদের বলেন, রবিবার গভীর রাতে বৈঠকের সময় ২৬ মন্ত্রীর সবাই পদত্যাগ করেছেন।

 

আরও পড়ুন: রাষ্ট্রপতি কি প্রধানমন্ত্রীকে সরাতে পারেন? প্রশ্ন Asaduddin Owaisi-র

তিনি বলেন, প্রেসিডেন্ট যাতে নতুন মন্ত্রিসভা গঠন করতে পারেন, সেজন্য সকল মন্ত্রী তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। দেশের ক্রমঅবনতিশীল অর্থনৈতিক সঙ্কটের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত হয় বলে তিনি জানান। পদত্যাগকারী মন্ত্রীদের মধ্যে প্রভাবশালী রাজাপাকসে পরিবারের তিনজন সদস্যও রয়েছেন। এরা হলেন রাজপাকসের সর্বকনিষ্ঠ ভাই- অর্থমন্ত্রী বাসিল, কৃষিমন্ত্রী জ্যেষ্ঠতম চমল এবং তাদের ভাইপো ক্রীড়ামন্ত্রী নমল।

আরও পড়ুন: এশিয়া কাপ শ্রীলঙ্কা ও পাকিস্তানে

 

আরও পড়ুন: ঘুরে দাঁড়াচ্ছে শ্রীলঙ্কা, কমছে ওষুধের দাম

শ্রীলঙ্কায় ভয়াবহ অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে দেশটিতে অস্থিরতা সৃষ্টি হয়েছে। কারফিউ ও জরুরি অবস্থা জারি করেও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে, প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপাকসে সহ রাজাপাকসে পরিবারের সকল সদস্যের পদত্যাগ দাবি করছে।

 

অর্থনৈতিক সঙ্কটের মধ্যেই শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অজিথ নিভার্ড ক্যাবরাল পদত্যাগ করেছেন। সোমবার তিনি পদত্যাগ করেন । শ্রীলঙ্কার অর্থনৈতিক সঙ্কটের মধ্যেও আইএমএফের (আন্তর্জাতিক মুদ্রা তহবিল) অর্থ সাহায়তা নেওয়ার বিরোধী ছিলেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অজিথ নিভার্ড ক্যাবরাল। এখন চরম অর্থনৈতিক সঙ্কটের মধ্যেই তিনি পদত্যাগ করেছেন। এ বিষয়ে অজিথ নিভার্ড ক্যাবরাল বলেন, রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকসে ও প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে বাদে শ্রীলঙ্কার মন্ত্রিসভার প্রত্যেক সদস্য পদত্যাগ করেছেন। এ কারণে তিনিও পদত্যাগ করছেন।

 

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শ্রীলঙ্কার মাহিন্দা মন্ত্রীসভার সকল মন্ত্রীর পদত্যাগ

আপডেট : ৪ এপ্রিল ২০২২, সোমবার

পুবের কলম প্রতিবেদক : অর্থনৈতিক মন্দার কারণে শ্রীলঙ্কার জনগনের মধ্যে বাড়ছে জনরোষ । এই রোষের মুখে শ্রীলঙ্কার সমস্ত মন্ত্রী একযোগে পদত্যাগ করেছেন। দ্বীপ দেশটির অর্থনৈতিক সঙ্কট তীব্র হওয়ার প্রেক্ষাপটে রবিবার রাতে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ও তার বড় ভাই মাহিন্দা রাজাপাকসে ছাড়া সব মন্ত্রী পদত্যাগ করেছেন। শিক্ষামন্ত্রী দিনেশ গুনাবর্ধনে সাংবাদিকদের বলেন, রবিবার গভীর রাতে বৈঠকের সময় ২৬ মন্ত্রীর সবাই পদত্যাগ করেছেন।

 

আরও পড়ুন: রাষ্ট্রপতি কি প্রধানমন্ত্রীকে সরাতে পারেন? প্রশ্ন Asaduddin Owaisi-র

তিনি বলেন, প্রেসিডেন্ট যাতে নতুন মন্ত্রিসভা গঠন করতে পারেন, সেজন্য সকল মন্ত্রী তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। দেশের ক্রমঅবনতিশীল অর্থনৈতিক সঙ্কটের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত হয় বলে তিনি জানান। পদত্যাগকারী মন্ত্রীদের মধ্যে প্রভাবশালী রাজাপাকসে পরিবারের তিনজন সদস্যও রয়েছেন। এরা হলেন রাজপাকসের সর্বকনিষ্ঠ ভাই- অর্থমন্ত্রী বাসিল, কৃষিমন্ত্রী জ্যেষ্ঠতম চমল এবং তাদের ভাইপো ক্রীড়ামন্ত্রী নমল।

আরও পড়ুন: এশিয়া কাপ শ্রীলঙ্কা ও পাকিস্তানে

 

আরও পড়ুন: ঘুরে দাঁড়াচ্ছে শ্রীলঙ্কা, কমছে ওষুধের দাম

শ্রীলঙ্কায় ভয়াবহ অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে দেশটিতে অস্থিরতা সৃষ্টি হয়েছে। কারফিউ ও জরুরি অবস্থা জারি করেও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে, প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপাকসে সহ রাজাপাকসে পরিবারের সকল সদস্যের পদত্যাগ দাবি করছে।

 

অর্থনৈতিক সঙ্কটের মধ্যেই শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অজিথ নিভার্ড ক্যাবরাল পদত্যাগ করেছেন। সোমবার তিনি পদত্যাগ করেন । শ্রীলঙ্কার অর্থনৈতিক সঙ্কটের মধ্যেও আইএমএফের (আন্তর্জাতিক মুদ্রা তহবিল) অর্থ সাহায়তা নেওয়ার বিরোধী ছিলেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অজিথ নিভার্ড ক্যাবরাল। এখন চরম অর্থনৈতিক সঙ্কটের মধ্যেই তিনি পদত্যাগ করেছেন। এ বিষয়ে অজিথ নিভার্ড ক্যাবরাল বলেন, রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকসে ও প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে বাদে শ্রীলঙ্কার মন্ত্রিসভার প্রত্যেক সদস্য পদত্যাগ করেছেন। এ কারণে তিনিও পদত্যাগ করছেন।