০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
আবারও বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোঁড়ার অভিযোগ
অর্পিতা লাহিড়ী
- আপডেট : ২১ জানুয়ারী ২০২৩, শনিবার
- / 45
আইভি আদক, হাওড়া: আবারও বন্দে ভারত এক্সপ্রেসে পাথর পড়লো। এবার ডালখোলা স্টেশনের কাছে ডাউন নিউ জলপাইগুড়ি -হাওড়া বন্দে ভারতের সি-৬ কামরায় পাথরের আঘাতে ভাঙলো জানালার কাঁচ। আতঙ্কিত যাত্রীরা ট্রেনেই এফআইআর লঞ্চ করেন। এদিন বিকেল প্রায় চারটে ২৫ মিনিট নাগাদ ডালখোলা স্টেশন ছাড়ার পরেই এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত যাত্রীরা। রাতে হাওড়া স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেস পৌঁছালে যাত্রীরাই জানান সেই ঘটনার কথা।