০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

শুভেন্দুর প্রচার ঘিরে ধুন্ধুমার, তৃণমূল কার্যালয়ে বিজেপি নেতার নিরাপত্তায় থাকা জওয়ানদের হামলার অভিযোগ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৮ ফেব্রুয়ারী ২০২২, শুক্রবার
  • / 12

পুবের কলম প্রতিবেদক, পূর্ব মেদিনীপুর: সিআরপিএফ দিয়ে কাঁথি পুরসভার ১৩ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর পার্টি অফিসে হামলা চালালোর অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। এমনকী এই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সুপ্রকাশ গিরির উপর হামলা চালায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বলেও অভিযোগ। ঘটনাটিকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে সারা কাঁথি শহরজুড়ে।

সূত্রের খবর, রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরির পুত্র তথা শাসকদলের কাঁথি সাংগঠনিক জেলার যুব তৃণমূল সভাপতি সুপ্রকাশ গিরি ১৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী। এই ওয়ার্ডের বিজেপি প্রার্থীর সমর্থনে শুক্রবার সন্ধ্যায় রোড শো করতে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ সেইসময় পরিকল্পিতভাবে তাঁর নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে সুপ্রকাশ গিরির পার্টি অফিসের সামনে থাকা কর্মী-সমর্থকদের ঠেলাঠেলি করতে থাকেন। ঘটনাটি দেখতে পেয়ে সুপ্রকাশ গিরি ছুটে এলেই তার উপর হামলা চালায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আরও অভিযোগ তৃণমূল প্রার্থীকে ধাক্কাধাক্কি করার পাশাপাশি তার পার্টি অফিসে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা।

অভিযোগ  শুধু ১৩ নম্বর ওয়ার্ড নয় শুভেন্দু অধিকারী যেখানেই সভা করতে বা রোড শো করতে যাচ্ছেন সেখানেই তাঁর নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করছেন। এই ঘটনাটিকে ঘিরে কাঁথি শহরজুড়ে উত্তেজনা ছড়িয়েছে।

যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ১৩ নম্বর ওয়ার্ডে প্রার্থী সুপ্রকাশ গিরি জানিয়েছেন, শুভেন্দু অধিকারী পরিকল্পিতভাবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কাজে লাগিয়ে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে। ঘটনাটিকে ঘিরে শহরজুড়ে ছড়িয়েছে উত্তেজনা।

ইতিমধ্যেই কাঁথি শহরের সাধারণ মানুষ দাবি তুলতে শুরু করেছেন, অবিলম্বে শুভেন্দুর প্রচারে ব্যান লাগাক নির্বাচন কমিশন। আর তা না হলে নিরাপত্তারক্ষীদের ঘরে রেখে বেরোতে হবে শুভেন্দু।

 

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শুভেন্দুর প্রচার ঘিরে ধুন্ধুমার, তৃণমূল কার্যালয়ে বিজেপি নেতার নিরাপত্তায় থাকা জওয়ানদের হামলার অভিযোগ

আপডেট : ১৮ ফেব্রুয়ারী ২০২২, শুক্রবার

পুবের কলম প্রতিবেদক, পূর্ব মেদিনীপুর: সিআরপিএফ দিয়ে কাঁথি পুরসভার ১৩ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর পার্টি অফিসে হামলা চালালোর অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। এমনকী এই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সুপ্রকাশ গিরির উপর হামলা চালায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বলেও অভিযোগ। ঘটনাটিকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে সারা কাঁথি শহরজুড়ে।

সূত্রের খবর, রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরির পুত্র তথা শাসকদলের কাঁথি সাংগঠনিক জেলার যুব তৃণমূল সভাপতি সুপ্রকাশ গিরি ১৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী। এই ওয়ার্ডের বিজেপি প্রার্থীর সমর্থনে শুক্রবার সন্ধ্যায় রোড শো করতে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ সেইসময় পরিকল্পিতভাবে তাঁর নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে সুপ্রকাশ গিরির পার্টি অফিসের সামনে থাকা কর্মী-সমর্থকদের ঠেলাঠেলি করতে থাকেন। ঘটনাটি দেখতে পেয়ে সুপ্রকাশ গিরি ছুটে এলেই তার উপর হামলা চালায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আরও অভিযোগ তৃণমূল প্রার্থীকে ধাক্কাধাক্কি করার পাশাপাশি তার পার্টি অফিসে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা।

অভিযোগ  শুধু ১৩ নম্বর ওয়ার্ড নয় শুভেন্দু অধিকারী যেখানেই সভা করতে বা রোড শো করতে যাচ্ছেন সেখানেই তাঁর নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করছেন। এই ঘটনাটিকে ঘিরে কাঁথি শহরজুড়ে উত্তেজনা ছড়িয়েছে।

যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ১৩ নম্বর ওয়ার্ডে প্রার্থী সুপ্রকাশ গিরি জানিয়েছেন, শুভেন্দু অধিকারী পরিকল্পিতভাবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কাজে লাগিয়ে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে। ঘটনাটিকে ঘিরে শহরজুড়ে ছড়িয়েছে উত্তেজনা।

ইতিমধ্যেই কাঁথি শহরের সাধারণ মানুষ দাবি তুলতে শুরু করেছেন, অবিলম্বে শুভেন্দুর প্রচারে ব্যান লাগাক নির্বাচন কমিশন। আর তা না হলে নিরাপত্তারক্ষীদের ঘরে রেখে বেরোতে হবে শুভেন্দু।