০৬ অগাস্ট ২০২৫, বুধবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অল্ট নিউজের সাংবাদিক জুবায়ের গ্রেফতার

ইমামা খাতুন
  • আপডেট : ২৭ জুন ২০২২, সোমবার
  • / 15

পূবের কলম ওয়েবডেস্কঃ ফ্যাক্ট চেক ওয়েবসাইট অল্ট নিউজের সহ প্রতিষ্ঠাতা জুবায়ের আহমেদকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। ধর্মীয় ভাবাবেগে আঘাত এবং শত্রুতা প্রচারের অভিযোগ করা হয়েছে এই সাংবাদিকের বিরুদ্ধে।

অল্টনিউজের অন্য সহ-প্রতিষ্ঠাতা প্রতীক সিনহা এই গ্রেফতারির বিরুদ্ধে সরব হন । তিনি বলেন, মুহাম্মদ জুবায়েরকে ভিন্ন একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে ডাকা হয়েছিল। কিন্তু হঠাৎ পৃথক একটি মামলায় তাঁকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। গ্রেফতারির আগে আগাম কোনও নোটিশ দেওয়া হয়নি। জানিয়েছেন প্রতীক। বারবার অনুরোধ করা সত্ত্বেও আমাদের এফআইআরের কোনো কপি দেওয়া হচ্ছে না বলেও টু্ইট করেন তিনি।

আরও পড়ুন: চাঁদাবাজির অভিযোগ, মণিপুর থেকে গ্রেফতার ৫ নিষিদ্ধ-সংগঠনের সদস্য

পুলিশ অবশ্য বলেছে, জুবায়েরকে জিজ্ঞাসাবাদের জন্যেই ডাকা হয়েছিল। তাদের দাবি যে মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে সেই মামলাতেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। এটি পৃথক মামলা নয়। তাঁর বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ তাদের কাছে আছে বলে দাবি দিল্লি পুলিশের।

আরও পড়ুন: প্রতিরক্ষার গোপন তথ্য পাচার, গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার বিশাল যাদব

 

আরও পড়ুন: ‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রশ্ন, গ্রেফতার কংগ্রেস নেতা

আজ ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে জুবায়েরকে। সেখানে পুলিশ তাঁকে হেফাজতে নিতে চাইবে বলে জানা গিয়েছে। কংগ্রেস নেতা শশী থারুর টুইটে জুবায়েরের গ্রেফতারকে ‘সত্যের উপর আক্রমণ’ বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি তাঁর মুক্তি দাবি করেছেন। উল্লেখ্য নবী সা. সম্পর্কে একটি বেসরকারি চ্যানেলে নূপুর শর্মা যে অবমাননাকর মন্তব্য করেন, সেই সম্প্রচারিত ভিডিও পরে টু্ইটারে পোস্ট করেছিলেন জুবায়ের।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অল্ট নিউজের সাংবাদিক জুবায়ের গ্রেফতার

আপডেট : ২৭ জুন ২০২২, সোমবার

পূবের কলম ওয়েবডেস্কঃ ফ্যাক্ট চেক ওয়েবসাইট অল্ট নিউজের সহ প্রতিষ্ঠাতা জুবায়ের আহমেদকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। ধর্মীয় ভাবাবেগে আঘাত এবং শত্রুতা প্রচারের অভিযোগ করা হয়েছে এই সাংবাদিকের বিরুদ্ধে।

অল্টনিউজের অন্য সহ-প্রতিষ্ঠাতা প্রতীক সিনহা এই গ্রেফতারির বিরুদ্ধে সরব হন । তিনি বলেন, মুহাম্মদ জুবায়েরকে ভিন্ন একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে ডাকা হয়েছিল। কিন্তু হঠাৎ পৃথক একটি মামলায় তাঁকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। গ্রেফতারির আগে আগাম কোনও নোটিশ দেওয়া হয়নি। জানিয়েছেন প্রতীক। বারবার অনুরোধ করা সত্ত্বেও আমাদের এফআইআরের কোনো কপি দেওয়া হচ্ছে না বলেও টু্ইট করেন তিনি।

আরও পড়ুন: চাঁদাবাজির অভিযোগ, মণিপুর থেকে গ্রেফতার ৫ নিষিদ্ধ-সংগঠনের সদস্য

পুলিশ অবশ্য বলেছে, জুবায়েরকে জিজ্ঞাসাবাদের জন্যেই ডাকা হয়েছিল। তাদের দাবি যে মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে সেই মামলাতেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। এটি পৃথক মামলা নয়। তাঁর বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ তাদের কাছে আছে বলে দাবি দিল্লি পুলিশের।

আরও পড়ুন: প্রতিরক্ষার গোপন তথ্য পাচার, গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার বিশাল যাদব

 

আরও পড়ুন: ‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রশ্ন, গ্রেফতার কংগ্রেস নেতা

আজ ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে জুবায়েরকে। সেখানে পুলিশ তাঁকে হেফাজতে নিতে চাইবে বলে জানা গিয়েছে। কংগ্রেস নেতা শশী থারুর টুইটে জুবায়েরের গ্রেফতারকে ‘সত্যের উপর আক্রমণ’ বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি তাঁর মুক্তি দাবি করেছেন। উল্লেখ্য নবী সা. সম্পর্কে একটি বেসরকারি চ্যানেলে নূপুর শর্মা যে অবমাননাকর মন্তব্য করেন, সেই সম্প্রচারিত ভিডিও পরে টু্ইটারে পোস্ট করেছিলেন জুবায়ের।