২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

লিভারপুলের ৩ খেলোয়াড় করোনা আক্রান্ত হলেও, চেলসির বিপক্ষে খেলবেন সালাহরা

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১ জানুয়ারী ২০২২, শনিবার
  • / 54

পুবের কলম ওয়েবডেস্কঃ চেলসির বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচের আগে মুহাম্মদ সালাহর লিভারপুলের তিন জন খেলোয়াড় কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। জানা গিয়েছে, লিভারপুলের কয়েকজন স্টাফও এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যধিও এরপরও গুরুত্বপূর্ণ ম্যাচটি পিছিয়ে দেওয়ার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি বলে মনে করেন লিভারপুল কোচ জুরগেন ক্লপ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, চেলসির বিপক্ষে লিভারপুল দল নামাবে। ক্লাপ বলেন, ‘স্কোয়াডে তিন জন এবং কয়েকজন স্টাফ কোভিড আক্রান্ত। তাই দলের পরিস্থিতি এখন তেমন ভালো নয়। তবে রবিবার চেলসির বিপক্ষে পরের ম্যাচে আমরা খেলবো।’

করোনা ভাইরাসের ছোবলে এবং চোটের আঘাতে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ এ মাসে এখন পর্যন্ত ১৮টি ম্যাচ স্থগিত করতে বাধ্য হয়েছে। রবিবারের গুরুত্বপূর্ণ ম্যাচটির আগে দলের বর্তমান অবস্থার কথা জানান ক্লপ। তিনি বলেন, ‘দলের কারা করোনায় আক্রান্ত তা আমি বলছি না, কারণ আমাদের এখন পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, সবার পিসিআর টেস্ট করাতে হবে। তবে আগামীকাল আপনারা স্কোয়াডের তালিকা দেখবেন, তখনই পরিষ্কার হয়ে যাবে কারা আক্রান্ত।’

আরও পড়ুন: পারলেন না সালাহরা,  প্রথমবার নেশনস কাপ জয়ী সাদিও মানের সেনেগাল

চেলসি ম্যাচটি পিছিয়ে দেওয়ার ব্যাপারে ক্লপ বলেন, ‘এখনই তেমন পরিস্থিতি তৈরি হয়নি। তবে আমরা জানি না, ভবিষ্যতে কি অপেক্ষা করছে আমাদের জন্য। আমাদের দলে করোনা ভাইরাস সেভাবে কখনও ছড়ায়নি যেখানে অন্য দলে একসঙ্গে ১০-১৫ জন করে আক্রান্ত হচ্ছেন।’ উল্লেখ্য, ভার্জিল ফন ডাইক, থিয়াগো আলকান্তারা, ফাবিনিয়ো ও কার্টিস জোনস এর আগে কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছিলেন। আইসোলেশন থেকে এই সপ্তাহের শুরুতেই অনুশীলনে ফেরেন তারা।

আরও পড়ুন: বুস্টার ডোজ নিয়েও করোনায় আক্রান্ত হলেন মার্কিন প্রতিরক্ষা সচিব

 

আরও পড়ুন: করোনায় আক্রান্ত হলেন সালাহর কোচ ক্লপ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

লিভারপুলের ৩ খেলোয়াড় করোনা আক্রান্ত হলেও, চেলসির বিপক্ষে খেলবেন সালাহরা

আপডেট : ১ জানুয়ারী ২০২২, শনিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ চেলসির বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচের আগে মুহাম্মদ সালাহর লিভারপুলের তিন জন খেলোয়াড় কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। জানা গিয়েছে, লিভারপুলের কয়েকজন স্টাফও এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যধিও এরপরও গুরুত্বপূর্ণ ম্যাচটি পিছিয়ে দেওয়ার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি বলে মনে করেন লিভারপুল কোচ জুরগেন ক্লপ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, চেলসির বিপক্ষে লিভারপুল দল নামাবে। ক্লাপ বলেন, ‘স্কোয়াডে তিন জন এবং কয়েকজন স্টাফ কোভিড আক্রান্ত। তাই দলের পরিস্থিতি এখন তেমন ভালো নয়। তবে রবিবার চেলসির বিপক্ষে পরের ম্যাচে আমরা খেলবো।’

করোনা ভাইরাসের ছোবলে এবং চোটের আঘাতে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ এ মাসে এখন পর্যন্ত ১৮টি ম্যাচ স্থগিত করতে বাধ্য হয়েছে। রবিবারের গুরুত্বপূর্ণ ম্যাচটির আগে দলের বর্তমান অবস্থার কথা জানান ক্লপ। তিনি বলেন, ‘দলের কারা করোনায় আক্রান্ত তা আমি বলছি না, কারণ আমাদের এখন পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, সবার পিসিআর টেস্ট করাতে হবে। তবে আগামীকাল আপনারা স্কোয়াডের তালিকা দেখবেন, তখনই পরিষ্কার হয়ে যাবে কারা আক্রান্ত।’

আরও পড়ুন: পারলেন না সালাহরা,  প্রথমবার নেশনস কাপ জয়ী সাদিও মানের সেনেগাল

চেলসি ম্যাচটি পিছিয়ে দেওয়ার ব্যাপারে ক্লপ বলেন, ‘এখনই তেমন পরিস্থিতি তৈরি হয়নি। তবে আমরা জানি না, ভবিষ্যতে কি অপেক্ষা করছে আমাদের জন্য। আমাদের দলে করোনা ভাইরাস সেভাবে কখনও ছড়ায়নি যেখানে অন্য দলে একসঙ্গে ১০-১৫ জন করে আক্রান্ত হচ্ছেন।’ উল্লেখ্য, ভার্জিল ফন ডাইক, থিয়াগো আলকান্তারা, ফাবিনিয়ো ও কার্টিস জোনস এর আগে কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছিলেন। আইসোলেশন থেকে এই সপ্তাহের শুরুতেই অনুশীলনে ফেরেন তারা।

আরও পড়ুন: বুস্টার ডোজ নিয়েও করোনায় আক্রান্ত হলেন মার্কিন প্রতিরক্ষা সচিব

 

আরও পড়ুন: করোনায় আক্রান্ত হলেন সালাহর কোচ ক্লপ