‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-নয়া উদ্যোগ রাজ্য সরকারের

- আপডেট : ২৭ জুলাই ২০২৫, রবিবার
- / 12
পুবের কলম ওয়েবডেস্ক : ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ নামক রাজ্য সরকারের নতুন কর্মসুচি এই মুহুর্তে আলোচনার কেন্দ্রে রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও একটি নতুন কর্মসূচি শুরু করতে চলেছেন। একুশে জুলাইয়ে তৃণমূলের শহীদ সমাবেশের পরের দিনই নবান্ন থেকে নতুন এই কর্মসূচির কথা ঘোষণা করেছেন তিনি।
এবার এই কর্মসূচি নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করলেন নবান্ন থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে, ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি হবে বুথভিত্তিক। প্রতিটি বুথের জন্য বরাদ্দ করা হয়েছে ১০ লক্ষ টাকা। যেহেতু এটা বুথভিত্তিক কর্মসূচি তাই একেবারে বুথ স্তরে গিয়ে এলাকার মানুষের সমস্যার কথা শুনবেন সরকারি আধিকারিকেরা। আর সমস্ত সমস্যার সমাধান করা হবে।
এই রাজ্যে মোট ৮০ হাজার বুথ। প্রত্যেক বুথে পৃথক পৃথক ক্যাম্প করে প্রায় ২৭ হাজার ক্যাম্প করার পরিকল্পনা করা হয়েছে বলে খবর। আর এই কর্মসূচিতে রাজ্যের কোষাগার থেকে খরচ করা হবে ৮০ হাজার কোটি টাকা। প্রতিটি বুথে রাস্তা নির্মাণ, পানীয় জলের কল, স্কুলের পরিকাঠামো উন্নয়ন থেকে শুরু করে বিভিন্ন রকমের দাবি থাকে। আর এই দাবি পূরণই হচ্ছে এই কর্মসুচির একমাত্র লক্ষ্য।
সূত্রের খবর আগামী ২ অগস্ট থেকে শুরু হবে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি। আর চলবে ৩ নভেম্বর পর্যন্ত। সব সমস্যা শোনার পরে মুখ্যমন্ত্রী নিজে বিষয়গুলি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন ১৫ নভেম্বরের মধ্যে সেই কাজ শেষ করতে হবে।