জেলাশাসকের উপস্থিতিতে জয়নগরে শুরু হল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

- আপডেট : ২ অগাস্ট ২০২৫, শনিবার
- / 17
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : শনিবার থেকে সারা রাজ্যে শুরু হয়েছে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মূসচি। রাজ্যের প্রায় ৮০ হাজার বুথে এই কর্মূসচি শুরু হয়েছে। সরকারি ভবনগুলোতে এই শিবিরের আয়োজন করা হয়েছে।দক্ষিণ ২৪ পরগনার জয়নগর বিধানসভার বেলেদুর্গানগর হাইস্কুলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা, বারুইপুর মহকুমা শাসক চিত্রদীপ সেন, জয়নগর ২ নং বিডিও মনোজিত বসু, জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস , জয়নগর ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি প্রিয়াঙ্কা মন্ডল, ঐ স্কুলের প্রধান শিক্ষক অভিজিত সরকার সহ প্রশাসনের আধিকারিকরা।
এদিন জেলাশাসক সুমিত গুপ্তা বলেন, ‘আজকে এখানে ১৮১, ১৮২ ও ১৮৩ নম্বর বুথের শিবিরের আয়োজন করা হয়েছে। পঞ্চায়েত, বিধায়ক ও অন্যান্য জনপ্রতিনিধিদের সহযোগিতায় এই কাজ করা হচ্ছে।এই জেলার ২৯ টা ব্লকে ৫৬ টি শিবিরের মধ্যে দিয়ে এই কাজ করা হচ্ছে।’
এদিন এই অনুষ্ঠানের পরে জেলাশাসক সুমিত গুপ্তা জয়নগর ২ নং বিডিও অফিসে গিয়ে প্রশাসনিক বৈঠক করেন।এদিন জয়নগর এক নং ব্লকের দক্ষিন বারাশত পঞ্চায়েতের পদ্মেরহাট প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচির সূচনা করেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস।এছাড়া উপস্থিত ছিলেন জয়নগর এক নম্বর বিডিও পূর্ণেন্দু স্যানাল, জয়নগর এক নং পঞ্চায়েত সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস, জেলা পরিষদ সদস্য বন্দনা লস্কর সহ আরো অনেকে।