প্রথম দিনেই ৬৩২ শিবিরে কাজ শুরু, ট্যুইট করে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রথম দিনেই ৬৩২ শিবিরে কাজ শুরু, ট্যুইট করে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

- আপডেট : ২ অগাস্ট ২০২৫, শনিবার
- / 20
আবদুল ওদুদ : সপ্তাহ খানেকের আগে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছোটখাটো কাজ সম্পন্ন করার জন্য ‘আমাদের পাড়া , আমাদের সমাধান’ কর্মসূচির ঘোষণা করেছিলেন। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী শনিবার থেকে শুরু হল ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ এই কর্মসূচিতে যুক্ত সকল আধিকারিকসহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ঘোষণা মতো শনিবার সকাল থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে আমাদের পাড়া, আমাদের সমাধান। প্রথম দিনেই ৬৩২ শিবিরে কাজটি শুরু হওয়ায় খুশি মুখ্যমন্ত্রী।
শনিবার নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘বাংলার মানুষকে তৃণমূল স্তরে পরিষেবা প্রদানের জন্য আমাদের যে ধারাবাহিক উদ্যোগ তাতে আজ একটি নতুন পালক যুক্ত হল। আজ আমরা ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ নামে আর একটি নতুন প্রকল্প চালু করলাম। এটা একটা অনন্য স্কিম। সারাদেশে এই রকম উদ্যোগ এই প্রথম। এই প্রকল্পে মানুষ নিজেদের বুথ এলাকার সমস্যাগুলো নিজেরাই চিহ্নিত করবেন, অগ্রাধিকার দিয়ে তালিকা তৈরি করবেন আর আমাদের সরকার সেই তালিকা মেনে কাজের রূপায়ণ করবে।
রাজ্যজুড়ে যে ৮০ হাজারের বেশি বুথ আছে, সব কটাতেই এটা হবে। ৩টে বুথ মিলে একটা ক্যাম্প হবে যেখানে সরকারি কর্মীরা এলাকার মানুষের সমস্যার কথা শুনবেন। এভাবে মোট ২৭ হাজারেরও বেশি ক্যাম্প করা হবে। আজ প্রথম দিনে রাজ্যজুড়ে ৬৩২টি ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি ক্যাম্পেই ‘দুয়ারে সরকার’-এর পরিষেবাও পাওয়া যাচ্ছে।
‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের জন্য আমাদের সরকার বুথপিছু ১০ লক্ষ টাকা করে মোট ৮ হাজার কোটি টাকারও বেশি দেবে। আমি বাংলার সকল মানুষকে অনুরোধ করব, আপনারা সবাই আপনাদের কাছের ক্যাম্পে যান এবং নিজেদের মতামত দিন। সরকারি আধিকারিকরা আপনাদের সাহায্য করার জন্য প্রস্তুত।
শনিবার সকালে মুখ্যমন্ত্রী ট্যুইটারে আরও বলেন,এই কাজের সঙ্গে যুক্ত সকল আধিকারিক সহ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমি নিশ্চিত, সকলের সহযোগিতায় এই প্রকল্পও আমাদের অন্যান্য প্রকল্পের মতো চূড়ান্তভাবে সফল হবে।’
পাড়ায় পাড়ায় সমাধানের মতো আমাদের পাড়া, আমাদের সমাধান শুরুর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। ২ আগস্ট থেকে ৩ নভেম্বর পর্যন্ত চলবে আমাদের পাড়া, আমাদের সমাধান। ১৫ নভেম্বরের মধ্যে জমা পরা সমস্ত সমস্যার সমাধানের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। ১৫ জানুয়ারির মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। ‘দুয়ারে সরকার’ ও ‘পাড়ায় সমাধান’ কর্মসূচির মাধ্যমে পরিষেবা পৌঁছে দিয়েছিল রাজ্য। এবার তৃণমূল স্তরের সমস্যা সমাধানের জন্যই ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি করার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার।
এই প্রকল্পে রাজ্যজুড়ে ৮০ হাজারের বেশি বুথ তৈরি হবে। এই কর্মসূচীর সময়সীমা ৬০ দিন, প্রশাসনিক মূল্যায়ন ৩০ দিন। রাজ বাস্তবায়ন ৯০ দিনে। তিনটি বুথ নিয়ে একটি ক্যাম্প তৈরি হবে। কলকাতা পুরসভা এলাকায় দুটি বুথ নিয়ে একটি ক্যাম্প হবে। বাংলাজুড়ে ২৭ হাজারের বেশি ক্যাম্প হবে।
‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পে মানুষ ব্যাপক উৎসাহ দেখিয়েছে জেলায় জেলায় এই কর্মসূচিতে বহু মানুষ সামিল হচ্ছেন। নিজেদের পাড়ার সমস্যা নিজেরাই সমাধান করতে পারবেন এর থেকে বড় উদ্যোগ কি হতে পারে বলে মনে করছেন ক্যাম্পে স্বাগত মানুষরা। পাশাপাশি মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে তাঁরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছেন।
বাংলার মানুষকে তৃণমূল স্তরে পরিষেবা প্রদানের জন্য আমাদের যে ধারাবাহিক উদ্যোগ তাতে আজ একটি নতুন পালক যুক্ত হল। আজ আমরা “আমাদের পাড়া আমাদের সমাধান” (APAS) নামে আর একটি নতুন প্রকল্প চালু করলাম। এটা একটা অনন্য স্কিম। সারাদেশে এই রকম উদ্যোগ এই প্রথম।
এই প্রকল্পে মানুষ নিজেদের বুথ… pic.twitter.com/JE1OAnxUfr
— Mamata Banerjee (@MamataOfficial) August 2, 2025