২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অমর্ত্যকে উচ্ছেদের নোটিশ বিশ্বভারতীর

ইমামা খাতুন
  • আপডেট : ১৯ মার্চ ২০২৩, রবিবার
  • / 56

পুবের কলম প্রতিবেদক: অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে এবার সরাসরি উচ্ছেদের নোটিস পাঠাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জানা গিয়েছে, রবিবারই অমর্ত্যের শান্তিনিকেতনের ‘প্রতীচী’র ঠিকানায় সেই নোটিশ পৌঁছে গিয়েছে। নোটিশে বলা হয়েছে, আগামী ২৯ মার্চ বিশ্বভারতীর সেন্ট্রাল  অ্যাডমিশন বিল্ডিংয়ের কনফারেন্স হলে হাজির হতে হবে অমর্ত্য বা তাঁর কোনও প্রতিনিধিকে। সেখানেই ওই ‘বিতর্কিত’ জমি নিয়ে শুনানি হবে। নোটিশে অভিযোগ করা হয়েছে, অমর্ত্য বিশ্বভারতীর ১৩ ডেসিমেল জমি দখল করে রেখেছেন। তাই আইন অনুযায়ী মেনে তাঁকে ওই জমি উচ্ছেদ করা হবে না, সেই প্রশ্নও তোলা হয়েছে নোটিশে। যদিও অমর্ত্যর তরফে আগেই দাবি করা হয়েছিল ওই বাড়ির জমির একটা অংশ বিশ্বভারতীর থেকে লিজ নেওয়া, কিছুটা জমি কেনা। এখন মিথ্যে কথা বলছেন কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ‘রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই’ মন্তব্যের জের, Rahul Gandhi-কে নোটিস ধরাল আদালত

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অমর্ত্যকে উচ্ছেদের নোটিশ বিশ্বভারতীর

আপডেট : ১৯ মার্চ ২০২৩, রবিবার

পুবের কলম প্রতিবেদক: অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে এবার সরাসরি উচ্ছেদের নোটিস পাঠাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জানা গিয়েছে, রবিবারই অমর্ত্যের শান্তিনিকেতনের ‘প্রতীচী’র ঠিকানায় সেই নোটিশ পৌঁছে গিয়েছে। নোটিশে বলা হয়েছে, আগামী ২৯ মার্চ বিশ্বভারতীর সেন্ট্রাল  অ্যাডমিশন বিল্ডিংয়ের কনফারেন্স হলে হাজির হতে হবে অমর্ত্য বা তাঁর কোনও প্রতিনিধিকে। সেখানেই ওই ‘বিতর্কিত’ জমি নিয়ে শুনানি হবে। নোটিশে অভিযোগ করা হয়েছে, অমর্ত্য বিশ্বভারতীর ১৩ ডেসিমেল জমি দখল করে রেখেছেন। তাই আইন অনুযায়ী মেনে তাঁকে ওই জমি উচ্ছেদ করা হবে না, সেই প্রশ্নও তোলা হয়েছে নোটিশে। যদিও অমর্ত্যর তরফে আগেই দাবি করা হয়েছিল ওই বাড়ির জমির একটা অংশ বিশ্বভারতীর থেকে লিজ নেওয়া, কিছুটা জমি কেনা। এখন মিথ্যে কথা বলছেন কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ‘রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই’ মন্তব্যের জের, Rahul Gandhi-কে নোটিস ধরাল আদালত