০১ ডিসেম্বর ২০২৫, সোমবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় জামালপুর কলেজের ছাত্র ছাত্রীর চমকপ্রদ সাফল্য

ইমামা খাতুন
  • আপডেট : ১৭ জুন ২০২২, শুক্রবার
  • / 70

এস জে আব্বাস , শক্তিগড়:  লক ডাউনের সময়ে ইউজিসি ও এআইসিটিই র যৌথ উদ্যোগে সারা ভারতবর্ষ জুড়ে ‘ন্যাশনাল ইন্টার কলেজ ক্রসওয়ার্ড পাজেল এক্সপিডিশন কম্পিটিশন’ শুরু হয় । গত ২ রা এপ্রিল ২০২২ থেকে শুরু হয়ে শেষ হয় ২৪ এপ্রিল। চার সপ্তাহে চারটি অনলাইন রাউন্ডের মাধ্যমে প্রতিযোগিতাটি চলে। ২৬ শে এপ্রিল ফল বের হলে দেখা যায়, পশ্চিমবঙ্গের মধ্যে শুধুমাত্র খড়গপুর আই আই টি ও জামালপুর কলেজ মেধা তালিকায় স্থান পেয়েছে। জামালপুর কলেজের দীপন চ্যাটার্জী, রীতম কবিরাজ, সাহিবা খাতুন ও পৃথা মন্ডল এই মেধা তালিকায় স্থান পান। জামালপুর কলেজের ছাত্র ছাত্রীদের এই সাফল্যে খুশির ঝলক বয়ে যায় কলেজ ও এলাকায়। কলেজ কর্তৃপক্ষ র মতে, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় এই সাফল্য এক বিরাট প্রাপ্তি ও সম্মানের বিষয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিনয় হালদার জানান, ‘কম্পিটিশনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি বিষয়টি তত্ত্বাবধান করার জন্য ইংরাজি বিভাগকে জানান এবং ছাত্র ছাত্রীদের কম্পিটিশনের তৈরির জন্য অধ্যাপক সুদীপ চ্যাটার্জীকে দায়িত্ব দেওয়া হয়। মূলত তাঁর গাইডেন্সেই এই অভাবনীয় ফল পাওয়া গেছে।’ কলেজের গভর্নিং বডির সভাপতি ভূতনাথ মালিক বলেন, এই সফলতা কলেজের জন্য এক বড় প্রাপ্তি। কামনা করছি জোনাল লেভেলেও তারা সাফল্য পাবে। অধ্যাপক সুদীপ বাবু বলেন,’ কলেজ দায়িত্ব দিয়েছিল। সেই দায়িত্ব পালন করতে পেরে ভালো লাগছে। এতে ছাত্র ছাত্রীদের কৃতিত্বও কোনো অংশে কম নয়। তাদের এই সাফল্যে আমরা গর্বিত।’ উল্লেখ্য,চার কৃতী ছাত্র ছাত্রী ইতিমধ্যে বিহারের পাটনায় চন্দ্রগুপ্ত ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট নামক প্রতিষ্ঠানে পৌঁছেছে পূর্বাঞ্চল পর্যায়ে প্রতিযোগিতার জন্য।

আরও পড়ুন: অদম্য জেরেই সাফল্য আরিফ বিল্লাহ-র

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় জামালপুর কলেজের ছাত্র ছাত্রীর চমকপ্রদ সাফল্য

আপডেট : ১৭ জুন ২০২২, শুক্রবার

এস জে আব্বাস , শক্তিগড়:  লক ডাউনের সময়ে ইউজিসি ও এআইসিটিই র যৌথ উদ্যোগে সারা ভারতবর্ষ জুড়ে ‘ন্যাশনাল ইন্টার কলেজ ক্রসওয়ার্ড পাজেল এক্সপিডিশন কম্পিটিশন’ শুরু হয় । গত ২ রা এপ্রিল ২০২২ থেকে শুরু হয়ে শেষ হয় ২৪ এপ্রিল। চার সপ্তাহে চারটি অনলাইন রাউন্ডের মাধ্যমে প্রতিযোগিতাটি চলে। ২৬ শে এপ্রিল ফল বের হলে দেখা যায়, পশ্চিমবঙ্গের মধ্যে শুধুমাত্র খড়গপুর আই আই টি ও জামালপুর কলেজ মেধা তালিকায় স্থান পেয়েছে। জামালপুর কলেজের দীপন চ্যাটার্জী, রীতম কবিরাজ, সাহিবা খাতুন ও পৃথা মন্ডল এই মেধা তালিকায় স্থান পান। জামালপুর কলেজের ছাত্র ছাত্রীদের এই সাফল্যে খুশির ঝলক বয়ে যায় কলেজ ও এলাকায়। কলেজ কর্তৃপক্ষ র মতে, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় এই সাফল্য এক বিরাট প্রাপ্তি ও সম্মানের বিষয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিনয় হালদার জানান, ‘কম্পিটিশনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি বিষয়টি তত্ত্বাবধান করার জন্য ইংরাজি বিভাগকে জানান এবং ছাত্র ছাত্রীদের কম্পিটিশনের তৈরির জন্য অধ্যাপক সুদীপ চ্যাটার্জীকে দায়িত্ব দেওয়া হয়। মূলত তাঁর গাইডেন্সেই এই অভাবনীয় ফল পাওয়া গেছে।’ কলেজের গভর্নিং বডির সভাপতি ভূতনাথ মালিক বলেন, এই সফলতা কলেজের জন্য এক বড় প্রাপ্তি। কামনা করছি জোনাল লেভেলেও তারা সাফল্য পাবে। অধ্যাপক সুদীপ বাবু বলেন,’ কলেজ দায়িত্ব দিয়েছিল। সেই দায়িত্ব পালন করতে পেরে ভালো লাগছে। এতে ছাত্র ছাত্রীদের কৃতিত্বও কোনো অংশে কম নয়। তাদের এই সাফল্যে আমরা গর্বিত।’ উল্লেখ্য,চার কৃতী ছাত্র ছাত্রী ইতিমধ্যে বিহারের পাটনায় চন্দ্রগুপ্ত ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট নামক প্রতিষ্ঠানে পৌঁছেছে পূর্বাঞ্চল পর্যায়ে প্রতিযোগিতার জন্য।

আরও পড়ুন: অদম্য জেরেই সাফল্য আরিফ বিল্লাহ-র