০২ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

২০২৫-এ প্রথমবার ৩২ দলের ক্লাব বিশ্বকাপ আয়োজনে আমেরিকা

পুবের কলম ওয়েবডেস্ক: ২০২৫ সালে প্রথমবারের মতো ৩২টি ক্লাব নিয়ে আয়োজিত হতে চলেছে ক্লাব ফুটবলের বিশ্বকাপ। ক্লাব বিশ্বকাপের প্রথম আসরটির আয়োজনের দায়িত্ব পেয়েছে আমেরিকা। এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, ‘আগামী ২০২৫ সাল থেকে হবে পেশাদার পুরুষ ক্লাবগুলির শীর্ষ প্রতিযোগিতাটি। প্রয়োজনীয় পরিকাঠামো ও স্থানীয় বিশাল স্বার্থ মাথায় রেখে ৩২ দলের ক্লাব বিশ্বকাপের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে আদর্শ আয়োজক মনে হচ্ছে।’ ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়ায় পরই আমেরিকায় অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ। কানাডা ও মেক্সিকোকে নিয়ে ২০২৬ সালে ফিফা বিশ্বকাপ আয়োজন করবে মার্কিন যুক্তরাষ্ট্র। এমনিতেই ২০২৪ সালের কোপা আমেরিকার আয়োজক হিসেবে আমেরিকার নাম আগেই ঘোষণা করা হয়ে গিয়েছিল। এবার যোগ হল ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপ। এ ব্যাপারে ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘আশা করছি, ২০২৫ সাল থেকে ৩২টি দল নিয়ে আয়োজন করা হবে নতুন চেহারার ক্লাব বিশ্বকাপ, যেটাতে সত্যিকারের বিশ্বকাপের আমেজ পাওয়া যাবে।’ উল্লেখ্য, ২০২১ থেকে ২০২৪ সালের চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ীসহ ১২টি ইউরোপীয় ক্লাবের জয়ীরা অংশগ্রহণ করবে ক্লাব বিশ্বকাপে। এর মধ্যে চেলসি, রিয়াল মাoিদ এবং ম্যাঞ্চেস্টার সিটি ইতিমধ্যেই ক্লাব বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছে।

 

ট্যাগ :
সর্বধিক পাঠিত

জেলবন্দী উমর খালিদকে চিঠি লিখলেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

২০২৫-এ প্রথমবার ৩২ দলের ক্লাব বিশ্বকাপ আয়োজনে আমেরিকা

আপডেট : ২৫ জুন ২০২৩, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক: ২০২৫ সালে প্রথমবারের মতো ৩২টি ক্লাব নিয়ে আয়োজিত হতে চলেছে ক্লাব ফুটবলের বিশ্বকাপ। ক্লাব বিশ্বকাপের প্রথম আসরটির আয়োজনের দায়িত্ব পেয়েছে আমেরিকা। এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, ‘আগামী ২০২৫ সাল থেকে হবে পেশাদার পুরুষ ক্লাবগুলির শীর্ষ প্রতিযোগিতাটি। প্রয়োজনীয় পরিকাঠামো ও স্থানীয় বিশাল স্বার্থ মাথায় রেখে ৩২ দলের ক্লাব বিশ্বকাপের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে আদর্শ আয়োজক মনে হচ্ছে।’ ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়ায় পরই আমেরিকায় অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ। কানাডা ও মেক্সিকোকে নিয়ে ২০২৬ সালে ফিফা বিশ্বকাপ আয়োজন করবে মার্কিন যুক্তরাষ্ট্র। এমনিতেই ২০২৪ সালের কোপা আমেরিকার আয়োজক হিসেবে আমেরিকার নাম আগেই ঘোষণা করা হয়ে গিয়েছিল। এবার যোগ হল ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপ। এ ব্যাপারে ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘আশা করছি, ২০২৫ সাল থেকে ৩২টি দল নিয়ে আয়োজন করা হবে নতুন চেহারার ক্লাব বিশ্বকাপ, যেটাতে সত্যিকারের বিশ্বকাপের আমেজ পাওয়া যাবে।’ উল্লেখ্য, ২০২১ থেকে ২০২৪ সালের চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ীসহ ১২টি ইউরোপীয় ক্লাবের জয়ীরা অংশগ্রহণ করবে ক্লাব বিশ্বকাপে। এর মধ্যে চেলসি, রিয়াল মাoিদ এবং ম্যাঞ্চেস্টার সিটি ইতিমধ্যেই ক্লাব বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছে।