পুবের কলম ওয়েবডেস্ক : ভারতে গা ঢাকা দিয়েও পার পেলেন না আমেরিকার টপ ১০ মোস্ট ওয়ান্টেড সিন্ডি রদ্রিগেজ সিং (Cindy Rodriguez Singh)। নিজের ৬ বছরের ছেলেকে খুন করেছিলেন তিনি। তারপর আমেরিকা (America) থেকে এসে গা ঢাকা দিয়েছিলেন বছর ৪০-এর সিন্ডি রদ্রিগেজ সিং। টেক্সাসে এই ঘটনার অভিযোগে পলাতক ছিলেন তিনি।
গত বুধবার এফবিআই (FBI) -এর ডিরেক্টর কাশ প্যাটেল জানিয়েছেন, সিন্ডি হলেন চতুর্থ টপ মোস্ট ওয়ান্টেড। গত সাত মাসে তাকে নিয়ে চারজনকে গ্রেফতার করা হয়েছে। এক্স হ্যান্ডেলে পোস্ট করে ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ, টেক্সাসের আইন বিভাগ এবং ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন।
BREAKING: @FBI has arrested another Top 10 Most Wanted Fugitive: Cindy Rodriguez Singh.
Singh is wanted on state charges of killing her six-year-old son. She will face charges of Unlawful Flight to Avoid Prosecution and Capital Murder of a person under 10 years of age.
In March… pic.twitter.com/0GWaNxRaMA
— FBI Director Kash Patel (@FBIDirectorKash) August 20, 2025
তদন্তে জানা যায়, ২০২৩-এর মার্চে টেক্সাসের পুলিশ বাচ্চাটির খোঁজ চালায়। কিন্তু ২০২২-এর অক্টোবরে শেষ দেখা গিয়েছিল তাকে। সিন্ডি বলেছিল তার ছেলে নোয়েল, বাবার সঙ্গে মেক্সিকোতে আছে। কিন্তু কিছুদিনের মধ্যেই তিনি তার ভারতীয় স্বামী এবং ছয় সন্তানকে নিয়ে ভারতে চলে আসেন। সেইসময় নোয়েল তাদের সঙ্গে ছিল না। এখন প্রশ্ন হল কেন সিন্ডি খুন করেছিল তার ছয় বছরের ছেলেকে? তদন্তে জানা গিয়েছে, শিশুটি গুরুতর শারীরিক ও মানসিক ব্যাধিতে ভুগছিল। যার মধ্যে ছিল বিকাশগত ব্যাধি, ফুসফুসের জটিলতা ও হাড়ের ঘনত্বজনিত অসুখ।
২০২৩ সালের অক্টোবরে টেক্সাসের এক জেলা আদালত সিন্ডির বিরুদ্ধে হত্যার অভিযোগ আনে। তারপর ইন্টারপোল রেড নোটিশ জারি করা হয় এবং ভারতের কাছে অনুরোধ পাঠানো হয়। এফবিআই ডিরেক্টর জানিয়েছেন, সিন্ডির বিরুদ্ধে আপাতভাবে, বেআইনি ফ্লাইট ফর প্রসিকিউশন এড়িয়ে যাওয়া এবং ১০ বছরের কম বয়সী শিশুর হত্যাকাণ্ড-এর অভিযোগে মামলা জারি থাকবে।






























