১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আমেরিকার টপ ১০ মোস্ট ওয়ান্টেড গ্রেফতার ভারতে

পুবের কলম ওয়েবডেস্ক : ভারতে গা ঢাকা দিয়েও পার পেলেন না আমেরিকার টপ ১০ মোস্ট ওয়ান্টেড সিন্ডি রদ্রিগেজ সিং (Cindy Rodriguez Singh)। নিজের ৬ বছরের ছেলেকে খুন করেছিলেন তিনি। তারপর আমেরিকা (America) থেকে এসে গা ঢাকা দিয়েছিলেন বছর ৪০-এর সিন্ডি রদ্রিগেজ সিং। টেক্সাসে এই ঘটনার অভিযোগে পলাতক ছিলেন তিনি।

গত বুধবার এফবিআই (FBI) -এর ডিরেক্টর কাশ প্যাটেল জানিয়েছেন, সিন্ডি হলেন চতুর্থ টপ মোস্ট ওয়ান্টেড। গত সাত মাসে তাকে নিয়ে চারজনকে গ্রেফতার করা হয়েছে। এক্স হ্যান্ডেলে পোস্ট করে ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ, টেক্সাসের আইন বিভাগ এবং ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন।

আরও পড়ুন: ট্রাম্পের শুল্কে নষ্ট হতে চলেছে ভারতের বিয়ের মরসুম!


তদন্তে জানা যায়, ২০২৩-এর মার্চে টেক্সাসের পুলিশ বাচ্চাটির খোঁজ চালায়। কিন্তু ২০২২-এর অক্টোবরে শেষ দেখা গিয়েছিল তাকে। সিন্ডি বলেছিল তার ছেলে নোয়েল, বাবার সঙ্গে মেক্সিকোতে আছে। কিন্তু কিছুদিনের মধ্যেই তিনি তার ভারতীয় স্বামী এবং ছয় সন্তানকে নিয়ে ভারতে চলে আসেন। সেইসময় নোয়েল তাদের সঙ্গে ছিল না। এখন প্রশ্ন হল কেন সিন্ডি খুন করেছিল তার ছয় বছরের ছেলেকে? তদন্তে জানা গিয়েছে, শিশুটি গুরুতর শারীরিক ও মানসিক ব্যাধিতে ভুগছিল। যার মধ্যে ছিল বিকাশগত ব্যাধি, ফুসফুসের জটিলতা ও হাড়ের ঘনত্বজনিত অসুখ।

২০২৩ সালের অক্টোবরে টেক্সাসের এক জেলা আদালত সিন্ডির বিরুদ্ধে হত্যার অভিযোগ আনে। তারপর ইন্টারপোল রেড নোটিশ জারি করা হয় এবং ভারতের কাছে অনুরোধ পাঠানো হয়। এফবিআই ডিরেক্টর জানিয়েছেন, সিন্ডির বিরুদ্ধে আপাতভাবে, বেআইনি ফ্লাইট ফর প্রসিকিউশন এড়িয়ে যাওয়া এবং ১০ বছরের কম বয়সী শিশুর হত্যাকাণ্ড-এর অভিযোগে মামলা জারি থাকবে।

সর্বধিক পাঠিত

রেলে নিরাপত্তার নয়া দিগন্ত: ২২৩.৮ কোটি টাকা ব্যয়ে বাংলায় বসছে ‘কবচ’ প্রযুক্তি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আমেরিকার টপ ১০ মোস্ট ওয়ান্টেড গ্রেফতার ভারতে

আপডেট : ২১ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক : ভারতে গা ঢাকা দিয়েও পার পেলেন না আমেরিকার টপ ১০ মোস্ট ওয়ান্টেড সিন্ডি রদ্রিগেজ সিং (Cindy Rodriguez Singh)। নিজের ৬ বছরের ছেলেকে খুন করেছিলেন তিনি। তারপর আমেরিকা (America) থেকে এসে গা ঢাকা দিয়েছিলেন বছর ৪০-এর সিন্ডি রদ্রিগেজ সিং। টেক্সাসে এই ঘটনার অভিযোগে পলাতক ছিলেন তিনি।

গত বুধবার এফবিআই (FBI) -এর ডিরেক্টর কাশ প্যাটেল জানিয়েছেন, সিন্ডি হলেন চতুর্থ টপ মোস্ট ওয়ান্টেড। গত সাত মাসে তাকে নিয়ে চারজনকে গ্রেফতার করা হয়েছে। এক্স হ্যান্ডেলে পোস্ট করে ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ, টেক্সাসের আইন বিভাগ এবং ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন।

আরও পড়ুন: ট্রাম্পের শুল্কে নষ্ট হতে চলেছে ভারতের বিয়ের মরসুম!


তদন্তে জানা যায়, ২০২৩-এর মার্চে টেক্সাসের পুলিশ বাচ্চাটির খোঁজ চালায়। কিন্তু ২০২২-এর অক্টোবরে শেষ দেখা গিয়েছিল তাকে। সিন্ডি বলেছিল তার ছেলে নোয়েল, বাবার সঙ্গে মেক্সিকোতে আছে। কিন্তু কিছুদিনের মধ্যেই তিনি তার ভারতীয় স্বামী এবং ছয় সন্তানকে নিয়ে ভারতে চলে আসেন। সেইসময় নোয়েল তাদের সঙ্গে ছিল না। এখন প্রশ্ন হল কেন সিন্ডি খুন করেছিল তার ছয় বছরের ছেলেকে? তদন্তে জানা গিয়েছে, শিশুটি গুরুতর শারীরিক ও মানসিক ব্যাধিতে ভুগছিল। যার মধ্যে ছিল বিকাশগত ব্যাধি, ফুসফুসের জটিলতা ও হাড়ের ঘনত্বজনিত অসুখ।

২০২৩ সালের অক্টোবরে টেক্সাসের এক জেলা আদালত সিন্ডির বিরুদ্ধে হত্যার অভিযোগ আনে। তারপর ইন্টারপোল রেড নোটিশ জারি করা হয় এবং ভারতের কাছে অনুরোধ পাঠানো হয়। এফবিআই ডিরেক্টর জানিয়েছেন, সিন্ডির বিরুদ্ধে আপাতভাবে, বেআইনি ফ্লাইট ফর প্রসিকিউশন এড়িয়ে যাওয়া এবং ১০ বছরের কম বয়সী শিশুর হত্যাকাণ্ড-এর অভিযোগে মামলা জারি থাকবে।