সাংবাদিক সম্মেলনে নারী সাংবাদিক না থাকার ব্যাখ্যা দিলেন আফগান বিদেশমন্ত্রী আমীর খান মুত্তাকী

- আপডেট : ১২ অক্টোবর ২০২৫, রবিবার
- / 182
খুব অল্প সময়ের নোটিশে বৈঠক
পুবের কলম ওয়েবডেস্ক: আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি রবিবার তাঁর আগের সাংবাদিক বৈঠকে নারী সাংবাদিকদের অনুপস্থিতি নিয়ে ব্যাখ্যা দিয়ে বলেন, এটি ছিল একটি “প্রযুক্তিগত সমস্যা”, যা কয়েক দিন আগে “নারীদের অপমান” করার অভিযোগে বড় বিতর্ক সৃষ্টি করেছিল।
আফগান বিদেশমন্ত্রী বলেন, “সাংবাদিক বৈঠকটি খুব অল্প সময়ের নোটিশে আয়োজন করা হয়েছিল। যে সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছিল, তাদের তালিকা ছিল ছোট। এটি মূলত একটি প্রযুক্তিগত বিষয় ছিল, অন্য কোনো সমস্যা ছিল না। আমাদের সহকর্মীরা একটি নির্দিষ্ট তালিকা অনুযায়ী আমন্ত্রণ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। এর বাইরে অন্য কোনো উদ্দেশ্য ছিল না”।
তিনি আরও বলেন, “আমাদের দেশে বর্তমানে স্কুল ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ১ কোটি শিক্ষার্থী রয়েছে, যার মধ্যে ২৮ লক্ষাধিক নারী ও কন্যাশিশু। মাদ্রাসাগুলিতে শিক্ষাদান স্নাতক স্তর পর্যন্ত অব্যাহত রয়েছে। কিছু সীমাবদ্ধতা আছে, তবে আমরা কখনও নারীদের শিক্ষাকে ধর্মীয়ভাবে ‘হারাম’ ঘোষণা করিনি— কেবল তা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্থগিত রয়েছে।”