অপারেশন সিঁদুর : মমতা – সহ সীমান্তবর্তী রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক অমিত শাহের

- আপডেট : ৭ মে ২০২৫, বুধবার
- / 57
পুবের কলম ওয়েবডেস্ক: পাহেলগাঁওতে জঙ্গি হামলার প্রত্যাঘাত করল ভারত। মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান এবং পাক-অধিকৃত ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনাবাহিনী। ‘অপারেশন সিঁদুর’-এর পরই ভারত-পাকিস্তান সীমান্তে বেড়েছে উত্তেজনা। সেই আবহেই ভারতের সীমান্তবর্তী ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নেপাল এবং পাকিস্তানের সীমান্ত লাগোয়া রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গেই ভার্চুয়ালি বৈঠক করেন তিনি।
সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও। নবান্ন সূত্রে খবর, শাহের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ছাড়া ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারও। পশ্চিমবঙ্গ ছাড়াও জম্মু-কাশ্মীর, পঞ্জাব, রাজস্থান, গুজরাত, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার এবং সিকিমের মুখ্যমন্ত্রী, ডিজি এবং সচিবেরা বৈঠকে ছিলেন।
‘অপারেশন সিঁদুর’-এর পরই সীমান্তবর্তী এলাকায় পাকিস্তান সেনা ক্রমাগত গোলাবর্ষণ শুরু করেছে। সীমান্তবর্তী এলাকা থেকে সাধারণ নাগরিকদের দ্রুত সরিয়ে আনার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সূত্রের খবর। সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই বৈঠক ডাকা হয়। বৈঠকে শাহ জানান, সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপত্তাই ভারতের কাছে অগ্রাধিকার।
সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিয়মিত ভারতের সীমান্তরক্ষী বাহিনীর প্রধান দলজিৎ সিং, জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিন্হা এবং মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে যোগাযোগ রাখছেন। পরিস্থিতি নিয়ে আলোচনাও করছেন। হামলার পর বুধবার সকালে ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রি জানান, পহেলগাঁওয়ে হামলার পরও পাকিস্তান জঙ্গি দমনের কোনও চেষ্টাই করেনি। সেই কারণেই ‘অপারেশন সিঁদুর’। ভারতের হামলার পরেই পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। তিনি জানিয়েছেন, ভারতের এই হামলার পর চুপ থাকবে না পাকিস্তান। যোগ্য জবাব দেওয়া হবে। সেই আবহেই এ বার ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।