০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ছত্তিশগড় সফরে গিয়ে মাওবাদীদের আলোচনার প্রস্তাব খারিজ অমিত শাহের

আবুল খায়ের
  • আপডেট : ৪ অক্টোবর ২০২৫, শনিবার
  • / 86

পুবের কলম, ওয়েব ডেস্ক: আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদীদের নির্মূল করার পক্ষে প্রতিশ্রুতি দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপরই শাহের নির্দেশমত শুরু হয়েছে মাওবাদী দমন অভিযান। তবে সেই অভিযান কতদূর এগিয়েছে তা সরোজমিনে খতিয়ে দেখতেই গতকাল শুক্রবার রাতে মাও-ঘাঁটি বস্তারে পৌঁছেছেন অমিত শাহ। আগামী দু-দিনের এই সফরে সেখানকার কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের পাশাপাশি কয়েকটি প্রশাসনিক কর্মসূচিও করবেন তিনি। বর্তমান ছত্তিশগড়ের জঙ্গল-পাহাড়ে কার্যত কোণঠাসা নকশালপন্থীরা। এই অবস্থায় অমিত শাহর এই সফর তাৎপর্যপূর্ণ।

গতকাল রাতে শাহের বিমান পৌঁছোয় ছত্তিশগড়ের রাজধানী রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে। সেখানে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই, ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। সেখানে পৌঁছে আজ শনিবারে সকালে বস্তার ডিভিশনের সদর জগদলপুরে গিয়ে মা দান্তেশ্বরী মন্দিরে পুজোও দেন তিনি। এ দিন বিকেলে জগদলপুরের সভায় মাওবাদীদের পাঠানো আলোচনার প্রস্তাব খারিজ করে শাহ বলেন, ‘ওদের সামনে আত্মসমর্পণই একমাত্র পথ।’

আরও পড়ুন: প্রতিদ্বন্দ্বী না, ঐক্যের ভাষা হিন্দি: অমিত শাহ

উল্লেখ্য, গত বছর শাহের ঘোষণার পরেই রাজ্যের একাধিক জায়গায় অবস্থিত মাও-ঘাঁটি গুলিতে অভিযান শুরু করেছিল কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুযায়ী, চলতি বছরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে লুকিয়ে থাকা চারশোরও বেশি মাওবাদীর মৃত্যু হয়েছে। যার মধ্যে অধিকাংশই  ছত্তীসগঢ়ের ‘রেড করিডর’ বস্তার ডিভিশনের সাতটি জেলার। চলতি বছরেই বস্তারে কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের অভিযানে মৃত্যু হয়েছে একাধিক শীর্ষ নেতাদের। যাদের মাথার দাম ধার্য ছিল প্রায় এক কোটি টাকা পর্যন্ত। পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে মাওবাদীদের আত্মসমর্পণের প্রবণতাও।

আরও পড়ুন: জম্মু ও কাশ্মীর পরিদর্শনে অমিত শাহ

 

আরও পড়ুন: Chhattisgarh: বস্তারে আত্মসমর্পণ আরও ৩০ Naxals-র!

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ছত্তিশগড় সফরে গিয়ে মাওবাদীদের আলোচনার প্রস্তাব খারিজ অমিত শাহের

আপডেট : ৪ অক্টোবর ২০২৫, শনিবার

পুবের কলম, ওয়েব ডেস্ক: আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদীদের নির্মূল করার পক্ষে প্রতিশ্রুতি দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপরই শাহের নির্দেশমত শুরু হয়েছে মাওবাদী দমন অভিযান। তবে সেই অভিযান কতদূর এগিয়েছে তা সরোজমিনে খতিয়ে দেখতেই গতকাল শুক্রবার রাতে মাও-ঘাঁটি বস্তারে পৌঁছেছেন অমিত শাহ। আগামী দু-দিনের এই সফরে সেখানকার কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের পাশাপাশি কয়েকটি প্রশাসনিক কর্মসূচিও করবেন তিনি। বর্তমান ছত্তিশগড়ের জঙ্গল-পাহাড়ে কার্যত কোণঠাসা নকশালপন্থীরা। এই অবস্থায় অমিত শাহর এই সফর তাৎপর্যপূর্ণ।

গতকাল রাতে শাহের বিমান পৌঁছোয় ছত্তিশগড়ের রাজধানী রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে। সেখানে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই, ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। সেখানে পৌঁছে আজ শনিবারে সকালে বস্তার ডিভিশনের সদর জগদলপুরে গিয়ে মা দান্তেশ্বরী মন্দিরে পুজোও দেন তিনি। এ দিন বিকেলে জগদলপুরের সভায় মাওবাদীদের পাঠানো আলোচনার প্রস্তাব খারিজ করে শাহ বলেন, ‘ওদের সামনে আত্মসমর্পণই একমাত্র পথ।’

আরও পড়ুন: প্রতিদ্বন্দ্বী না, ঐক্যের ভাষা হিন্দি: অমিত শাহ

উল্লেখ্য, গত বছর শাহের ঘোষণার পরেই রাজ্যের একাধিক জায়গায় অবস্থিত মাও-ঘাঁটি গুলিতে অভিযান শুরু করেছিল কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুযায়ী, চলতি বছরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে লুকিয়ে থাকা চারশোরও বেশি মাওবাদীর মৃত্যু হয়েছে। যার মধ্যে অধিকাংশই  ছত্তীসগঢ়ের ‘রেড করিডর’ বস্তার ডিভিশনের সাতটি জেলার। চলতি বছরেই বস্তারে কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের অভিযানে মৃত্যু হয়েছে একাধিক শীর্ষ নেতাদের। যাদের মাথার দাম ধার্য ছিল প্রায় এক কোটি টাকা পর্যন্ত। পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে মাওবাদীদের আত্মসমর্পণের প্রবণতাও।

আরও পড়ুন: জম্মু ও কাশ্মীর পরিদর্শনে অমিত শাহ

 

আরও পড়ুন: Chhattisgarh: বস্তারে আত্মসমর্পণ আরও ৩০ Naxals-র!