০৭ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অবশেষে নীরবতা ভঙ্গ! পহেলগাঁও জঙ্গি হামলা এবং অপারেশন সিঁদুর নিয়ে পোস্ট অমিতাভ বচ্চনের

চামেলি দাস
  • আপডেট : ১১ মে ২০২৫, রবিবার
  • / 270

পুবের কলম, ওয়েবডেস্ক: অবশেষে মৌনতা ভাঙলেন বিগ বি। রবিবার দীর্ঘ ২০ দিনের মৌনতা ভেঙে সোশাল মিডিয়ায় পোস্ট করলেন অমিতাভ বচ্চন। পহেলগাঁওতে জঙ্গি হামলা এবং অপারেশন সিঁদুর নিয়ে প্রতিক্রিয়া জানালেন তিনি। নিজের সুপারহিট ছবি অগ্নিপথ ছবির বিখ্যাত সংলাপ তুলে ধরলেন অমিতাভ।

হিন্দিতে লেখা দীর্ঘ পোস্টে বিগ বি উল্লেখ করেছেন পহেলগাঁওয়ের ভয়ংকর ঘটনার কথা। কীভাবে অপারেশন সিঁদুরের জন্ম হল সেকথাও লেখেন। সে সঙ্গে তাঁর বাবা কবি হরিবংশ রায় বচ্চনের কবিতার পঙক্তি লেখেন। ওই পঙক্তি ‘অগ্নিপথ’ ছবিতেও ব্যবহৃত হয়েছিল। ‘তু না থামে গা কভি, তু না মুড়েগা কভি, তু না ঝুকেগা কভি/ কর শপথ, কর শপথ, কর শপথ! অগ্নিপথ! অগ্নিপথ! অগ্নিপথ!’

আরও পড়ুন: পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসের উল্লেখ নেই এসসিও-র নথিতে, স্বাক্ষর করলেন না রাজনাথ সিং

প্রসঙ্গত, ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁও জঙ্গি হামলার দিন শেষবার এক্স হ্যান্ডলে পোস্ট করেছিলেন অমিতাভ। এরপর থেকে তিনি কেবলই ফাঁকা পোস্ট করতে থাকেন। যাকে ঘিরে তৈরি হয় কৌতূহল। অবশেষে পহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে তীব্র নিন্দা করে পোস্ট করলেন তিনি।

আরও পড়ুন: পহেলগাঁও নিয়ে ফের সওয়াল অভিষেকের, ডবল ইঞ্জিন রাজ্যে দুর্ঘটনার পরিমাণ বেশি জানান ডায়মন্ড হারবারের সাংসদ

এর আগে আমির খান, সইফ আলি খান, রণবীর সিং, সিদ্ধার্ত মালহোত্রা, জাহ্নবী কাপুর, কঙ্গনা রানাউত, রজনীকান্ত, মামুট্টি, ইমরান হাসমির মতো বহু অভিনেতা-অভিনেত্রীকেই ওই ঘৃণ্য জঙ্গি হামলা নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছিল।

আরও পড়ুন: ‘অপারেশন সিন্দুর’ সন্ত্রাসবাদের জন্য কড়া জবাব: মোদি

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অবশেষে নীরবতা ভঙ্গ! পহেলগাঁও জঙ্গি হামলা এবং অপারেশন সিঁদুর নিয়ে পোস্ট অমিতাভ বচ্চনের

আপডেট : ১১ মে ২০২৫, রবিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: অবশেষে মৌনতা ভাঙলেন বিগ বি। রবিবার দীর্ঘ ২০ দিনের মৌনতা ভেঙে সোশাল মিডিয়ায় পোস্ট করলেন অমিতাভ বচ্চন। পহেলগাঁওতে জঙ্গি হামলা এবং অপারেশন সিঁদুর নিয়ে প্রতিক্রিয়া জানালেন তিনি। নিজের সুপারহিট ছবি অগ্নিপথ ছবির বিখ্যাত সংলাপ তুলে ধরলেন অমিতাভ।

হিন্দিতে লেখা দীর্ঘ পোস্টে বিগ বি উল্লেখ করেছেন পহেলগাঁওয়ের ভয়ংকর ঘটনার কথা। কীভাবে অপারেশন সিঁদুরের জন্ম হল সেকথাও লেখেন। সে সঙ্গে তাঁর বাবা কবি হরিবংশ রায় বচ্চনের কবিতার পঙক্তি লেখেন। ওই পঙক্তি ‘অগ্নিপথ’ ছবিতেও ব্যবহৃত হয়েছিল। ‘তু না থামে গা কভি, তু না মুড়েগা কভি, তু না ঝুকেগা কভি/ কর শপথ, কর শপথ, কর শপথ! অগ্নিপথ! অগ্নিপথ! অগ্নিপথ!’

আরও পড়ুন: পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসের উল্লেখ নেই এসসিও-র নথিতে, স্বাক্ষর করলেন না রাজনাথ সিং

প্রসঙ্গত, ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁও জঙ্গি হামলার দিন শেষবার এক্স হ্যান্ডলে পোস্ট করেছিলেন অমিতাভ। এরপর থেকে তিনি কেবলই ফাঁকা পোস্ট করতে থাকেন। যাকে ঘিরে তৈরি হয় কৌতূহল। অবশেষে পহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে তীব্র নিন্দা করে পোস্ট করলেন তিনি।

আরও পড়ুন: পহেলগাঁও নিয়ে ফের সওয়াল অভিষেকের, ডবল ইঞ্জিন রাজ্যে দুর্ঘটনার পরিমাণ বেশি জানান ডায়মন্ড হারবারের সাংসদ

এর আগে আমির খান, সইফ আলি খান, রণবীর সিং, সিদ্ধার্ত মালহোত্রা, জাহ্নবী কাপুর, কঙ্গনা রানাউত, রজনীকান্ত, মামুট্টি, ইমরান হাসমির মতো বহু অভিনেতা-অভিনেত্রীকেই ওই ঘৃণ্য জঙ্গি হামলা নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছিল।

আরও পড়ুন: ‘অপারেশন সিন্দুর’ সন্ত্রাসবাদের জন্য কড়া জবাব: মোদি