২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

‘অমৃত মাটিকা’ তৈরি করতে নেতাজীর বাড়ি থেকে মাটি সংগ্রহ

সুস্মিতা
  • আপডেট : ১৩ অগাস্ট ২০২৩, রবিবার
  • / 31

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: সুভাষগ্রামের কোদালিয়ার নেতাজী সুভাষচন্দ্র বোসের বাড়ি থেকে মাটি নিয়ে তৈরি হবে প্রধানমন্ত্রীর দিল্লির অমৃত মৃত্তিকা বাগান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের অভিযান আমার মাটি আমার দেশ। একটি বাগান তৈরি করবে দিল্লিতে। এই উপলক্ষে সারা ভারতবর্ষের প্রতিটি স্বাধীনতা সংগ্রামীর বাড়ি থেকে মাটি নিয়ে গিয়ে সেই বাগান তৈরি হবে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানা অন্তর্গত সুভাষগ্রামের কোদালিয়ার নেতাজী সুভাষচন্দ্র বোসের বাড়ি থেকে সেই মাটি সংগ্রহ করল বিজেপি দলের কর্মীরা। একইভাবে রবিবার জয়নগরের বিপ্লবীদের বাড়ির মাটি সংগ্রহ করা হয়।

 

আরও পড়ুন: নেতাজি থাকলে ভারত ভাগ হত না, ধার্মিক হয়েও ছিলেন ধর্মনিরপেক্ষ মানুষ: অজিত দোভাল

বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার সভাপতি উৎপল নস্কর বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের একটি বাগান তৈরি করবে, দিল্লির একটি কর্তব্যরত রাস্তায়। যেটি নাম দেওয়া হয়েছে অমৃত মাটিকা। দিল্লিতে একটি বাগান তৈরি জন্য সারাদেশ জুড়ে এই মাটির সংগ্রহ করছে বিজেপির কর্মীরা। আগস্ট মাসে শেষের দিকে সারা ভারতবর্ষ থেকে সংগ্রহ করা সেই মাটি দিল্লিতে নিয়ে যাওয়া হবে। সেখানে একটি বাগান করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাগান টির নাম অমৃত মাটিকা। এই মাটি ভারতের স্বাধীনতা সংগ্রামীরা যেখানে জন্মস্থান সেখানকার এবং তাদের আত্মীয়দের বাড়ি থেকে সেই সঙ্গে ভারতের যেসব সৈনিক দেশের জন্য প্রাণ দিয়েছেন বা যেসব পুলিশ দেশের হয়ে প্রাণ দিয়েছেন তাদের বাড়ি থেকে এই মাটি সংগ্রহ করছে বিজেপি কর্মীরা। কোদালিয়ার নেতাজীর বাড়ির পাশাপাশি জয়নগরে বহু বিপ্লবী, মনিষীদের জন্মস্থান। তাদের বাড়ি থেকে এই মাটি সংগ্রহ করা হচছে যা দিল্লীতে পাঠানো হবে এমাসের শেষে।

আরও পড়ুন: পার্ক সার্কাস কমিউন্যাল হারমোনি অ্যান্ড ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে নেতাজি  সুভাষ চন্দ্র বসুর ১২৬ তম জন্মবার্ষিকী পালন

 

আরও পড়ুন: নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে, আন্দামান-নিকোবরে ২১টি দ্বীপের নামকরণ প্রধানমন্ত্রীর

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘অমৃত মাটিকা’ তৈরি করতে নেতাজীর বাড়ি থেকে মাটি সংগ্রহ

আপডেট : ১৩ অগাস্ট ২০২৩, রবিবার

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: সুভাষগ্রামের কোদালিয়ার নেতাজী সুভাষচন্দ্র বোসের বাড়ি থেকে মাটি নিয়ে তৈরি হবে প্রধানমন্ত্রীর দিল্লির অমৃত মৃত্তিকা বাগান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের অভিযান আমার মাটি আমার দেশ। একটি বাগান তৈরি করবে দিল্লিতে। এই উপলক্ষে সারা ভারতবর্ষের প্রতিটি স্বাধীনতা সংগ্রামীর বাড়ি থেকে মাটি নিয়ে গিয়ে সেই বাগান তৈরি হবে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানা অন্তর্গত সুভাষগ্রামের কোদালিয়ার নেতাজী সুভাষচন্দ্র বোসের বাড়ি থেকে সেই মাটি সংগ্রহ করল বিজেপি দলের কর্মীরা। একইভাবে রবিবার জয়নগরের বিপ্লবীদের বাড়ির মাটি সংগ্রহ করা হয়।

 

আরও পড়ুন: নেতাজি থাকলে ভারত ভাগ হত না, ধার্মিক হয়েও ছিলেন ধর্মনিরপেক্ষ মানুষ: অজিত দোভাল

বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার সভাপতি উৎপল নস্কর বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের একটি বাগান তৈরি করবে, দিল্লির একটি কর্তব্যরত রাস্তায়। যেটি নাম দেওয়া হয়েছে অমৃত মাটিকা। দিল্লিতে একটি বাগান তৈরি জন্য সারাদেশ জুড়ে এই মাটির সংগ্রহ করছে বিজেপির কর্মীরা। আগস্ট মাসে শেষের দিকে সারা ভারতবর্ষ থেকে সংগ্রহ করা সেই মাটি দিল্লিতে নিয়ে যাওয়া হবে। সেখানে একটি বাগান করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাগান টির নাম অমৃত মাটিকা। এই মাটি ভারতের স্বাধীনতা সংগ্রামীরা যেখানে জন্মস্থান সেখানকার এবং তাদের আত্মীয়দের বাড়ি থেকে সেই সঙ্গে ভারতের যেসব সৈনিক দেশের জন্য প্রাণ দিয়েছেন বা যেসব পুলিশ দেশের হয়ে প্রাণ দিয়েছেন তাদের বাড়ি থেকে এই মাটি সংগ্রহ করছে বিজেপি কর্মীরা। কোদালিয়ার নেতাজীর বাড়ির পাশাপাশি জয়নগরে বহু বিপ্লবী, মনিষীদের জন্মস্থান। তাদের বাড়ি থেকে এই মাটি সংগ্রহ করা হচছে যা দিল্লীতে পাঠানো হবে এমাসের শেষে।

আরও পড়ুন: পার্ক সার্কাস কমিউন্যাল হারমোনি অ্যান্ড ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে নেতাজি  সুভাষ চন্দ্র বসুর ১২৬ তম জন্মবার্ষিকী পালন

 

আরও পড়ুন: নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে, আন্দামান-নিকোবরে ২১টি দ্বীপের নামকরণ প্রধানমন্ত্রীর