২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
রাতে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, লরি পিষে দিল সাইকেল আরোহীকে
অর্পিতা লাহিড়ী
- আপডেট : ২৪ জুন ২০২২, শুক্রবার
- / 32
আইভি আদকঃ হাওড়ার কোনা মধ্য খালিয়া এলাকায় লরির ধাক্কায় মৃত্যু হল সাইকেল আরোহী এক ব্যক্তির। খবর পেয়ে ঘটনাস্থলে আসে লিলুয়া থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে ওই ঘটনা ঘটে।
মৃতের ব্যক্তির নাম অসীম পাল। তিনি কোনা হাইরোড বিবেকানন্দ পল্লীর বাসিন্দা ছিলেন। দাসনগরে কাজ থেকে বাড়ি ফেরার পথে ওই দুর্ঘটনা ঘটে। এলাকার মানুষের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই জায়গায় বারবার পথ দুর্ঘটনা ঘটছে। তাই রাস্তায় বাম্পার নির্মাণের দাবি তুলেছেন তাঁরা।