২৬ অক্টোবর ২০২৫, রবিবার, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

লাদাখের শ্যাওক নদীতে উলটে পড়ল সেনাবাহিনীর গাড়ি, নিহত ৭ জওয়ান

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৭ মে ২০২২, শুক্রবার
  • / 71

পুবের কলম, ওয়েবডেস্ক: লাদাখের শ্যাওক নদীতে সৈন্যবাহিনীর গাড়ি উলটে পড়ে মৃত্যু হল সাত সেনা জওয়ানের। শুক্রবার এই দুর্ঘটনা ঘটে। গাড়িটিতে ২৬ জন জওয়ান ছিলেন। সৈন্যবাহিনীর গাড়িটি প্রতাপপুরের ট্রানজিট ক্যাম্প থেকে হানিফের দিকে যাচ্ছিল।  তখনই এই মর্মান্তিক ঘটনা ঘটে।

ঘটনায় শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেন, ‘লাদাখে সেনা দুর্ঘটনায় আমরা আমাদের বীর জওয়ানদের হারিয়েছি। আমি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমি আশা করছি, জখম জওয়ানেরা শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। আহতদের সব রকম সহায়তা দেওয়া হচ্ছে’।

আরও পড়ুন: রাজ্যের স্বীকৃতির দাবিতে অশান্ত লাদাখ, জারি কার্ফু

 

আরও পড়ুন: সরকারি চাকরিতে ৮৫ শতাংশ সংরক্ষণ ঘোষণা, দাবিপূরণ লাদাখবাসীর

 

আরও পড়ুন: Earthquake-এ কেঁপে উঠল লাদাখের কারগিল

ভারতীয় সেনার তরফ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, লাদাখের তুরটুক সেক্টর দিয়ে যাওয়ার সময় জওয়ান ভর্তি গাড়িটির চাকা কোনও কারণে পিছলে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রায় ৫০ থেকে ৬০ ফুট উঁচু থেকে শ্যাওক নদীতে পড়ে। গাড়িটিতে ২৬ জন সেনা জওয়ান ছিলেন। মৃত্যু হয় সাত সেনার। সেনা জওয়ানদের নিয়ে প্রতাপপুরের ট্রানজিট ক্যাম্প থেকে হানিফের দিকে যাচ্ছিল গাড়িটি। হঠাৎ করে গাড়িটির চাকা পিছলে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। তড়িঘড়ি ২৬ জনকে সেনা উদ্ধার করে সেনা হাসপাতালে ভর্তি করা হয়। লেহ থেকে আসে সার্জিক্যাল টিম। পরে  হাসপাতালেই আহত সাত সেনার মৃত্যু হয়। আহতদের চিকিৎসা চলছে। এদের মধ্যে আশঙ্কাজনকদের সেনা বিমানে করে ওয়েস্টার্ন কমান্ড হাসপাতালে নিয়ে আসা হবে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

লাদাখের শ্যাওক নদীতে উলটে পড়ল সেনাবাহিনীর গাড়ি, নিহত ৭ জওয়ান

আপডেট : ২৭ মে ২০২২, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক: লাদাখের শ্যাওক নদীতে সৈন্যবাহিনীর গাড়ি উলটে পড়ে মৃত্যু হল সাত সেনা জওয়ানের। শুক্রবার এই দুর্ঘটনা ঘটে। গাড়িটিতে ২৬ জন জওয়ান ছিলেন। সৈন্যবাহিনীর গাড়িটি প্রতাপপুরের ট্রানজিট ক্যাম্প থেকে হানিফের দিকে যাচ্ছিল।  তখনই এই মর্মান্তিক ঘটনা ঘটে।

ঘটনায় শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেন, ‘লাদাখে সেনা দুর্ঘটনায় আমরা আমাদের বীর জওয়ানদের হারিয়েছি। আমি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমি আশা করছি, জখম জওয়ানেরা শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। আহতদের সব রকম সহায়তা দেওয়া হচ্ছে’।

আরও পড়ুন: রাজ্যের স্বীকৃতির দাবিতে অশান্ত লাদাখ, জারি কার্ফু

 

আরও পড়ুন: সরকারি চাকরিতে ৮৫ শতাংশ সংরক্ষণ ঘোষণা, দাবিপূরণ লাদাখবাসীর

 

আরও পড়ুন: Earthquake-এ কেঁপে উঠল লাদাখের কারগিল

ভারতীয় সেনার তরফ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, লাদাখের তুরটুক সেক্টর দিয়ে যাওয়ার সময় জওয়ান ভর্তি গাড়িটির চাকা কোনও কারণে পিছলে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রায় ৫০ থেকে ৬০ ফুট উঁচু থেকে শ্যাওক নদীতে পড়ে। গাড়িটিতে ২৬ জন সেনা জওয়ান ছিলেন। মৃত্যু হয় সাত সেনার। সেনা জওয়ানদের নিয়ে প্রতাপপুরের ট্রানজিট ক্যাম্প থেকে হানিফের দিকে যাচ্ছিল গাড়িটি। হঠাৎ করে গাড়িটির চাকা পিছলে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। তড়িঘড়ি ২৬ জনকে সেনা উদ্ধার করে সেনা হাসপাতালে ভর্তি করা হয়। লেহ থেকে আসে সার্জিক্যাল টিম। পরে  হাসপাতালেই আহত সাত সেনার মৃত্যু হয়। আহতদের চিকিৎসা চলছে। এদের মধ্যে আশঙ্কাজনকদের সেনা বিমানে করে ওয়েস্টার্ন কমান্ড হাসপাতালে নিয়ে আসা হবে।