২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অলিম্পিক পদক থাকলে কেরিয়ার পূর্ণতা পেত: সানিয়া

ইমামা খাতুন
  • আপডেট : ৫ মার্চ ২০২৩, রবিবার
  • / 41

পুবের কলম ওয়েবডেস্ক: কয়েকদিন আগেই টেনিসকে বিদায় জানিয়েছেন কিংবদন্তি সানিয়া মির্জা। কেরিয়ারের ৬টি গ্র্যান্ড স্ল্যামের মালিক সানিয়া বলছেন, তিনি যদি অলিম্পিক থেকে অন্তত একটি পদক আনতে পারতেন তাহলে তাঁর কেরিয়ার সম্পূর্ণ হত। প্রসঙ্গত, এবারই প্রথমবারের জন্য মহিলাদের আইপিএল টুর্নামেন্ট শুরু হয়েছে। প্রতিযোগিতায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মেন্টরের দায়িত্ব দেওয়া হয়েছে সানিয়াকে।

দেশের এই টেনিস মহাতারকা একটি সংবাদমাধ্যমে বলেন, ‘আমি অনেক স্বপ্ন নিয়ে বাঁচি। কেরিয়ারে অনেককিছু অর্জনও করেছি। তবে যদি একটি অলিম্পিক পদক জিততে পারতাম, তাহলে আমার কেরিয়ার পূর্ণতাপেত। ২০১৬ সালে রিও অলিম্পিকে আমি পদকের অনেকটা কাছাকাছি পৌঁছেছিলাম। শেষপর্যন্ত সেটা অর্জন করতে পারিনি। অলিম্পিক পদক না পেলেও নিজের  সাফল্য নিয়ে আমি যথেষ্ট খুশি।’ একইসঙ্গে ৩৬ বছরের সানিয়া জানিয়েছেন, তাঁর সামনে তেমন কেউ ছিলেন না, যাঁকে দেখে তিনি বলতে পারেন, ‘আমি এর মতো হতে চাই।’  ফলে তিনি নিজেই নিজের মতো করে কেরিয়ার গড়েছেন।

মহিলাদের ডাবলসে বিশ্বের প্রাক্তন এক নম্বর তারকা মনে করছেন, খেলোয়াড়দের সবসময় সাফল্যের জন্য ক্ষুধার্ত থাকতে হবে। যা তাকে সফল হওয়ার জন্য উদ্দীপ্ত করবে। সানিয়া বলছেন, ‘একজন অ্যাথলিটকে সবসময় ক্ষুধার্ত থাকতে হবে। সাফল্য পাওয়ার জন্যই সে নিজের খেলা আরও ভালো করতে চায়। সাফল্যের খিদে আমাকে তাড়িয়ে নিয়ে বেরিয়েছে। বছর তিরিশ আগে, ৬ বছরের একটি মেয়েকে কেউ একজন বলেছিল যে, সে বিশ্বের এক নম্বর প্লেয়ার হতে পারে। যে কথাটা আমার মনে ধরেছিল, আর নিজেকে সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে গিয়েছি এবং সফল হয়েছি।’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অলিম্পিক পদক থাকলে কেরিয়ার পূর্ণতা পেত: সানিয়া

আপডেট : ৫ মার্চ ২০২৩, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক: কয়েকদিন আগেই টেনিসকে বিদায় জানিয়েছেন কিংবদন্তি সানিয়া মির্জা। কেরিয়ারের ৬টি গ্র্যান্ড স্ল্যামের মালিক সানিয়া বলছেন, তিনি যদি অলিম্পিক থেকে অন্তত একটি পদক আনতে পারতেন তাহলে তাঁর কেরিয়ার সম্পূর্ণ হত। প্রসঙ্গত, এবারই প্রথমবারের জন্য মহিলাদের আইপিএল টুর্নামেন্ট শুরু হয়েছে। প্রতিযোগিতায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মেন্টরের দায়িত্ব দেওয়া হয়েছে সানিয়াকে।

দেশের এই টেনিস মহাতারকা একটি সংবাদমাধ্যমে বলেন, ‘আমি অনেক স্বপ্ন নিয়ে বাঁচি। কেরিয়ারে অনেককিছু অর্জনও করেছি। তবে যদি একটি অলিম্পিক পদক জিততে পারতাম, তাহলে আমার কেরিয়ার পূর্ণতাপেত। ২০১৬ সালে রিও অলিম্পিকে আমি পদকের অনেকটা কাছাকাছি পৌঁছেছিলাম। শেষপর্যন্ত সেটা অর্জন করতে পারিনি। অলিম্পিক পদক না পেলেও নিজের  সাফল্য নিয়ে আমি যথেষ্ট খুশি।’ একইসঙ্গে ৩৬ বছরের সানিয়া জানিয়েছেন, তাঁর সামনে তেমন কেউ ছিলেন না, যাঁকে দেখে তিনি বলতে পারেন, ‘আমি এর মতো হতে চাই।’  ফলে তিনি নিজেই নিজের মতো করে কেরিয়ার গড়েছেন।

মহিলাদের ডাবলসে বিশ্বের প্রাক্তন এক নম্বর তারকা মনে করছেন, খেলোয়াড়দের সবসময় সাফল্যের জন্য ক্ষুধার্ত থাকতে হবে। যা তাকে সফল হওয়ার জন্য উদ্দীপ্ত করবে। সানিয়া বলছেন, ‘একজন অ্যাথলিটকে সবসময় ক্ষুধার্ত থাকতে হবে। সাফল্য পাওয়ার জন্যই সে নিজের খেলা আরও ভালো করতে চায়। সাফল্যের খিদে আমাকে তাড়িয়ে নিয়ে বেরিয়েছে। বছর তিরিশ আগে, ৬ বছরের একটি মেয়েকে কেউ একজন বলেছিল যে, সে বিশ্বের এক নম্বর প্লেয়ার হতে পারে। যে কথাটা আমার মনে ধরেছিল, আর নিজেকে সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে গিয়েছি এবং সফল হয়েছি।’