আর কিছুক্ষণের অপেক্ষা, আজ দুপুর ১২ টায় উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ

- আপডেট : ২৪ মে ২০২৩, বুধবার
- / 12
পুবের কলম, ওয়েবডেস্ক: অপেক্ষা আর কয়েক ঘণ্টার। দুপুর ১২ টা নাগাদ আজ আনুষ্ঠানিকভাবে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা করবেন সংসদের সভাপতি চিরঞ্জিব ভট্টাচার্য । তবে ফলাফল জানার জন্য স্কুলে যাওয়ার প্রয়োজন নেই। এবছর পরিক্ষার্থীর সংখ্যা প্রায় ৮ লক্ষ।
জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা উচ্চ মাধ্যমিক। কিন্তু এরা করোনাকালে মাধ্যমিক দেননি। তাই এদের প্রথম বড় পরীক্ষাই উচ্চ মাধ্যমিক। মাধ্যমিকের থেকে প্রায় দেড় লক্ষ পরিক্ষার্থী বেশি উচ্চ মাধ্যমিকে। পরীক্ষা শেষ হওয়ার ২ মাস পর এই ফল প্রকাশ করতে চলেছে সংসদ। অনলাইনে বা এসএমএসের মাধ্যমেই ফলাফল জানা যাবে। প্রাপ্ত নম্বরও জানতে পারবেন পরীক্ষার্থীরা।
ফল জানা যাবে wbresults.nic.in ওয়েবসাইটে। এছাড়া WBCHSE Results 2023 মোবাইল অ্যাপেও জানা যাবে ফল। বেলা সাড়ে ১২ টা থেকে ওয়েবসাইটে দেখা যাবে ফল। ৫৭ দিনের মাথায় এবার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের হচ্ছে।