২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশ, কমপক্ষে মৃত ১৭, নিখোঁজ শতাধিক

পুবের কলম
  • আপডেট : ২০ নভেম্বর ২০২১, শনিবার
  • / 22

পুবের কলম, ওয়েবডেস্কঃ ভারী বৃষ্টিতে বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশ। এখনও পর্যন্ত কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। বন্যায় সবচেয়ে ক্ষতির মুখে পড়েছে রায়ালাসীমা অঞ্চল। নিখোঁজ বহু। বুধবার থেকেই বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি শুরু হয়েছে তামিলনাড়ু ও অন্ধ্র প্রদেশ জুড়ে। প্লাবিত চিত্তোর, কাডাপা, কুর্নুল ও অনন্তপুর জেলা। বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি।


অবস্থা এতটাই ক্ষতির মুখে যে তিরুমালা মন্দিরে আটকে পড়েছেন বহু পূণ্যার্থী। তিরুমালা পাহাড়ের উপর অবস্থিত তিরুমালা মন্দিরের সঙ্গে সংযোগকারী চারটি প্রধান রাস্তাই সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়েছে। বন্ধ হয়ে গিয়েছে ঘাট রোড ও তিরুমালা পাহাড় সংলগ্ন রাস্তাগুলি। পুণ্যার্থীরা মন্দির চত্বরেই আটকে পড়ায় ভার্চুয়ালি ভগবান দর্শনও আপাতত বন্ধ রাখা হয়েছে। উদ্ধারকাজ নেমেছে সাতটি এনডিআরএফ টিম। এছাড়াও উদ্ধারের কাজে রয়েছে পুলিশ, দমকল বিভাগ। জলমগ্ন বহু রাস্তা। ভেসে গেছে বহু যানবাহন।

আরও পড়ুন: ভারী বৃষ্টিতে নষ্ট বিপুল পরিমাণ পেঁয়াজ, দ্বিগুণ দাম বাড়বে পেঁয়াজের!


তিরুমালা পাহাড়ের দুটি ঘাট রোড খুলে দেওয়া হলেও, তিরুপতি আন্তর্জাতিক বিমানবন্দর শুক্রবার পুনরায় খুলে দেওয়া হয়। আলিপিরি থেকে তিরুমালা যাওয়ার সিঁড়িটি ভূমিধস এবং বন্যার কারণে ভারী ক্ষতির মুখে পড়েছে। পাহাড়ে ভ্রমণকারী তীর্থযাত্রীদের জন্য এটি বন্ধ করে দেওয়া হয়েছে।
শনিবার ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) বেঙ্গালুরু আরবান, গ্রামীণ জেলা, তুমাকুরু, শিবমোগা, রামানগর, কোডাগু, হাসান, দাভাঙ্গেরে, চিত্রদুর্গা, চিক্কামাগালুরু, বাল্লারি, কোপ্পাল, হাভেরি, গাদাগ, দহরসহ কর্ণাটকের ১৮টি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে।

আরও পড়ুন: পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির সতর্কতা

আরও পড়ুন: অতি বৃষ্টির জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি দেশের একাধিক রাজ্যে, জারি লাল ও কমলা সর্তকতা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশ, কমপক্ষে মৃত ১৭, নিখোঁজ শতাধিক

আপডেট : ২০ নভেম্বর ২০২১, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ ভারী বৃষ্টিতে বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশ। এখনও পর্যন্ত কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। বন্যায় সবচেয়ে ক্ষতির মুখে পড়েছে রায়ালাসীমা অঞ্চল। নিখোঁজ বহু। বুধবার থেকেই বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি শুরু হয়েছে তামিলনাড়ু ও অন্ধ্র প্রদেশ জুড়ে। প্লাবিত চিত্তোর, কাডাপা, কুর্নুল ও অনন্তপুর জেলা। বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি।


অবস্থা এতটাই ক্ষতির মুখে যে তিরুমালা মন্দিরে আটকে পড়েছেন বহু পূণ্যার্থী। তিরুমালা পাহাড়ের উপর অবস্থিত তিরুমালা মন্দিরের সঙ্গে সংযোগকারী চারটি প্রধান রাস্তাই সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়েছে। বন্ধ হয়ে গিয়েছে ঘাট রোড ও তিরুমালা পাহাড় সংলগ্ন রাস্তাগুলি। পুণ্যার্থীরা মন্দির চত্বরেই আটকে পড়ায় ভার্চুয়ালি ভগবান দর্শনও আপাতত বন্ধ রাখা হয়েছে। উদ্ধারকাজ নেমেছে সাতটি এনডিআরএফ টিম। এছাড়াও উদ্ধারের কাজে রয়েছে পুলিশ, দমকল বিভাগ। জলমগ্ন বহু রাস্তা। ভেসে গেছে বহু যানবাহন।

আরও পড়ুন: ভারী বৃষ্টিতে নষ্ট বিপুল পরিমাণ পেঁয়াজ, দ্বিগুণ দাম বাড়বে পেঁয়াজের!


তিরুমালা পাহাড়ের দুটি ঘাট রোড খুলে দেওয়া হলেও, তিরুপতি আন্তর্জাতিক বিমানবন্দর শুক্রবার পুনরায় খুলে দেওয়া হয়। আলিপিরি থেকে তিরুমালা যাওয়ার সিঁড়িটি ভূমিধস এবং বন্যার কারণে ভারী ক্ষতির মুখে পড়েছে। পাহাড়ে ভ্রমণকারী তীর্থযাত্রীদের জন্য এটি বন্ধ করে দেওয়া হয়েছে।
শনিবার ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) বেঙ্গালুরু আরবান, গ্রামীণ জেলা, তুমাকুরু, শিবমোগা, রামানগর, কোডাগু, হাসান, দাভাঙ্গেরে, চিত্রদুর্গা, চিক্কামাগালুরু, বাল্লারি, কোপ্পাল, হাভেরি, গাদাগ, দহরসহ কর্ণাটকের ১৮টি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে।

আরও পড়ুন: পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির সতর্কতা

আরও পড়ুন: অতি বৃষ্টির জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি দেশের একাধিক রাজ্যে, জারি লাল ও কমলা সর্তকতা