ওবিসি জট কাটতেই প্রকাশিত রাজ্যের জয়েন্টের মেধাতালিকা, প্রথম দশে কারা…?

- আপডেট : ২২ অগাস্ট ২০২৫, শুক্রবার
- / 224
পুবের কলম, ওয়েবডেস্ক: ওবিসি (OBC) জট কাটতেই প্রকাশিত রাজ্যের জয়েন্টের (WBJEE) মেধাতালিকা। ১১৭ দিনের মাথায় প্রকাশিত হল ফলাফল। ৭ অগস্ট রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশের কথা ছিল। কিন্তু অন্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)-র সংরক্ষণ সংক্রান্ত জটিলতার কারণে ধাক্কা খায় জয়েন্টের ফলপ্রকাশ। কারা রয়েছেন প্রথম দশের তালিকায়… দেখে নিন এক ঝলকে
প্রথম স্থান: অনিরুদ্ধ চক্রবর্তী, ডন বস্কো পাবলিক স্কুল, পার্ক সার্কাস।
দ্বিতীয় স্থান: সাম্যজ্যোতি বিশ্বাস, কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুল, নদিয়া।
তৃতীয় স্থান: দিশান্ত বসু, দিল্লি পাবলিক স্কুল, রুবি পার্ক, কলকাতা।
চতুর্থ স্থান: অরিত্র রায়, দিল্লি পাবলিক স্কুল, রুবি পার্ক, কলকাতা।
পঞ্চম স্থান: ত্রিশানজিৎ দলুই, পূর্ব ইন্টারন্যাশনাল স্কুল, দুর্গাপুর।
ষষ্ঠ স্থান: সাগ্নিক পাত্র, মেদিনীপুর কলেজিয়েট স্কুল।
সপ্তম স্থান: সম্বিত মুখোপাধ্যায়, বর্ধমান মডেল স্কুল, পূর্ব বর্ধমান
অষ্টম স্থান: অর্চিষ্মান নন্দী, ডিএভি মডেল স্কুল, খড়্গপুর।
নবম স্থান: প্রতীক ধনুকা, দিল্লি পাবলিক স্কুল, রাজারহাট
দশম স্থান: অর্ক বন্দ্যোপাধ্যায়, বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল, পূর্ব বর্ধমান।