০৪ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বন্যা বিধ্বস্ত রাজ্যগুলির জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করুন; রাহুল গান্ধী

মারুফা খাতুন
  • আপডেট : ৩ সেপ্টেম্বর ২০২৫, বুধবার
  • / 72

পুবের কলম ওয়েবডেস্ক : টানা ভারী বৃষ্টিপাতে পাঞ্জাব, জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত। প্রাণ ও জীবিকা নিয়ে গভীর সংকটে পড়েছেন হাজার হাজার মানুষ। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে অবিলম্বে বিশেষ ত্রাণ প্যাকেজ ঘোষণার আহ্বান জানালেন কংগ্রেস সভাপতি ও লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

বুধবার সোশ্যাল মিডিয়া এক্স-এ দেওয়া পোস্টে রাহুল লিখেছেন, তমোদিজি, পাঞ্জাবে ভয়াবহ বন্যা হয়েছে। জম্মু-কাশ্মীর, হিমাচল ও উত্তরাখণ্ডেও অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। হাজার হাজার পরিবার জীবন ও ঘরবাড়ি বাঁচাতে লড়াই করছে। এসময় কেন্দ্র সরকারের সক্রিয় সাহায্য অপরিহার্য।

আরও পড়ুন: রাহুল গান্ধির সঙ্গে দেখা করতে রওনা হলেন মতুয়া সম্প্রদায়ের ৩০ জনের প্রতিনিধি দল

দতিনি আরও বলেন, এই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকেরা। তাদের স্বার্থ রক্ষায় এবং রাজ্যগুলির জন্য অবিলম্বে বিশেষ প্যাকেজ ঘোষণা করা উচিত। পাশাপাশি তিনি ত্রাণ ও উদ্ধারকাজ দ্রুততর করার জন্যও প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান। রাহুলের দাবি, তপ্রকৃতির ভয়াবহ রূপে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

আরও পড়ুন: Voter Adhikar Yatra: Rahul Gandhi-কে চুম্বন যুবকের, পাল্টা খেতে হলো চড়

কেন্দ্রকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। প্রসঙ্গত, আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই হিমাচল থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃত এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। ফলে বন্যা পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা।

আরও পড়ুন: দিল্লিতে রাহুল-মহুয়াদের হেনস্থা, প্রতিবাদে রাজভবন অভিযান কংগ্রেসের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বন্যা বিধ্বস্ত রাজ্যগুলির জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করুন; রাহুল গান্ধী

আপডেট : ৩ সেপ্টেম্বর ২০২৫, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক : টানা ভারী বৃষ্টিপাতে পাঞ্জাব, জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত। প্রাণ ও জীবিকা নিয়ে গভীর সংকটে পড়েছেন হাজার হাজার মানুষ। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে অবিলম্বে বিশেষ ত্রাণ প্যাকেজ ঘোষণার আহ্বান জানালেন কংগ্রেস সভাপতি ও লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

বুধবার সোশ্যাল মিডিয়া এক্স-এ দেওয়া পোস্টে রাহুল লিখেছেন, তমোদিজি, পাঞ্জাবে ভয়াবহ বন্যা হয়েছে। জম্মু-কাশ্মীর, হিমাচল ও উত্তরাখণ্ডেও অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। হাজার হাজার পরিবার জীবন ও ঘরবাড়ি বাঁচাতে লড়াই করছে। এসময় কেন্দ্র সরকারের সক্রিয় সাহায্য অপরিহার্য।

আরও পড়ুন: রাহুল গান্ধির সঙ্গে দেখা করতে রওনা হলেন মতুয়া সম্প্রদায়ের ৩০ জনের প্রতিনিধি দল

দতিনি আরও বলেন, এই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকেরা। তাদের স্বার্থ রক্ষায় এবং রাজ্যগুলির জন্য অবিলম্বে বিশেষ প্যাকেজ ঘোষণা করা উচিত। পাশাপাশি তিনি ত্রাণ ও উদ্ধারকাজ দ্রুততর করার জন্যও প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান। রাহুলের দাবি, তপ্রকৃতির ভয়াবহ রূপে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

আরও পড়ুন: Voter Adhikar Yatra: Rahul Gandhi-কে চুম্বন যুবকের, পাল্টা খেতে হলো চড়

কেন্দ্রকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। প্রসঙ্গত, আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই হিমাচল থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃত এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। ফলে বন্যা পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা।

আরও পড়ুন: দিল্লিতে রাহুল-মহুয়াদের হেনস্থা, প্রতিবাদে রাজভবন অভিযান কংগ্রেসের