১৯ অক্টোবর ২০২৫, রবিবার, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দিল্লির স্কুলে ফের বোমা হামলার হুমকি, ভোটগণনার আগে চাঞ্চল্য – সতর্ক নিরাপত্তা বাহিনী

আফিয়া‌‌ নৌশিন
  • আপডেট : ১৪ জুলাই ২০২৫, সোমবার
  • / 169

পুবের কলম ওয়েবডেস্ক: দিল্লির স্কুলে ফের ছড়াল বোমা আতঙ্ক। শুক্রবার সকালে রাজধানীর দুটি স্কুলে ইমেলের মাধ্যমে বোমা হামলার হুমকিতে তীব্র উত্তেজনা ছড়ায়। দিল্লি পুলিশ সূত্রে খবর, গত দু’মাসে এই নিয়ে ১২-র বেশি বার রাজধানীতে এমন ভুয়ো বোমাতঙ্কের ঘটনা ঘটল। নির্বাচনের আবহে নিরাপত্তা ব্যবস্থার উপরেও প্রশ্ন উঠেছে।

গত বুধবার দিল্লির ৭০টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। শনিবার সকাল থেকেই শুরু হবে গণনা। এর মাঝেই শুক্রবার সকালবেলা ইমেলে পাঠানো বোমা হুমকিতে নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। দিল্লি ফায়ার সার্ভিস (DFS)-এর এক আধিকারিক জানিয়েছেন, নয়ডা সীমান্তের কাছে অবস্থিত শিব নাদার স্কুল ও অ্যালকন স্কুল—এই দুই স্কুলকে লক্ষ্য করেই হুমকি বার্তা পাঠানো হয়।

সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তৎক্ষণাৎ স্কুল খালি করে দেওয়া হয়। পড়ুয়াদের বাড়ি পাঠিয়ে গোটা স্কুল চত্বর ঘিরে ফেলে পুলিশ ও বম্ব স্কোয়াড। চলে তল্লাশি। তবে শেষ পর্যন্ত কোনও বোমা বা সন্দেহজনক বস্তু মেলেনি বলে জানায় দিল্লি পুলিশ।

আরও পড়ুন: Humayun’s Tomb:দিল্লিতে হুমায়ুনের সমাধি সংলগ্ন দরগার ছাদ ভেঙে নিহত ৬


প্রসঙ্গত, বুধবার নয়ডার চারটি স্কুলে একই ধরনের হুমকি ইমেল পাঠানোর ঘটনায় এক ১৫ বছরের ছাত্রকে আটক করা হয়েছিল। নবম শ্রেণির ওই ছাত্র ভিপিএন (Virtual Private Network) ব্যবহার করে নিজের আইপি অ্যাড্রেস এবং লোকেশন গোপন করে হুমকি পাঠিয়েছিল, যাতে তাকে স্কুলে যেতে না হয়। তদন্তে উঠে আসে, সে টানা স্কুল ফাঁকি দেওয়ার জন্য এই কৌশল অবলম্বন করেছিল।

আরও পড়ুন: Delhi AIIMS: দিল্লি এইমসে আগুন


ধৃত কিশোরের ঘটনা সামাল দেওয়ার আগেই শুক্রবার ফের বোমা হুমকি চাঞ্চল্য তৈরি করল। অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের মধ্যে ছড়িয়েছে প্রবল উদ্বেগ। একের পর এক ভুয়ো হুমকির ঘটনার ফলে দিল্লির স্কুলগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে।

আরও পড়ুন: দিল্লির রাস্তা থেকে সমস্ত পথ-কুকুরকে সরাতে নির্দেশ সুপ্রিম কোর্টের


দিল্লি পুলিশ জানিয়েছে, যারা বারবার এই ভুয়ো হুমকি ছড়াচ্ছে, তাদের চিহ্নিত করতে সাইবার সেল কাজ করছে। ভিপিএন-সহ অন্যান্য প্রযুক্তির অপব্যবহার করে যারা আইন ভাঙছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ভোট-পরবর্তী সময়ে একের পর এক স্কুলে বোমা হুমকি দিল্লির নিরাপত্তা ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। যদিও অধিকাংশ ক্ষেত্রেই এসব হুমকি ভুয়ো প্রমাণিত হচ্ছে, তবুও প্রত্যেকটি ইমেলকেই গুরুত্ব দিয়ে তদন্ত করছে প্রশাসন। ভোটগণনার আগে এমন ঘটনায় উত্তপ্ত দিল্লি, বাড়ছে সতর্কতা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দিল্লির স্কুলে ফের বোমা হামলার হুমকি, ভোটগণনার আগে চাঞ্চল্য – সতর্ক নিরাপত্তা বাহিনী

আপডেট : ১৪ জুলাই ২০২৫, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক: দিল্লির স্কুলে ফের ছড়াল বোমা আতঙ্ক। শুক্রবার সকালে রাজধানীর দুটি স্কুলে ইমেলের মাধ্যমে বোমা হামলার হুমকিতে তীব্র উত্তেজনা ছড়ায়। দিল্লি পুলিশ সূত্রে খবর, গত দু’মাসে এই নিয়ে ১২-র বেশি বার রাজধানীতে এমন ভুয়ো বোমাতঙ্কের ঘটনা ঘটল। নির্বাচনের আবহে নিরাপত্তা ব্যবস্থার উপরেও প্রশ্ন উঠেছে।

গত বুধবার দিল্লির ৭০টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। শনিবার সকাল থেকেই শুরু হবে গণনা। এর মাঝেই শুক্রবার সকালবেলা ইমেলে পাঠানো বোমা হুমকিতে নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। দিল্লি ফায়ার সার্ভিস (DFS)-এর এক আধিকারিক জানিয়েছেন, নয়ডা সীমান্তের কাছে অবস্থিত শিব নাদার স্কুল ও অ্যালকন স্কুল—এই দুই স্কুলকে লক্ষ্য করেই হুমকি বার্তা পাঠানো হয়।

সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তৎক্ষণাৎ স্কুল খালি করে দেওয়া হয়। পড়ুয়াদের বাড়ি পাঠিয়ে গোটা স্কুল চত্বর ঘিরে ফেলে পুলিশ ও বম্ব স্কোয়াড। চলে তল্লাশি। তবে শেষ পর্যন্ত কোনও বোমা বা সন্দেহজনক বস্তু মেলেনি বলে জানায় দিল্লি পুলিশ।

আরও পড়ুন: Humayun’s Tomb:দিল্লিতে হুমায়ুনের সমাধি সংলগ্ন দরগার ছাদ ভেঙে নিহত ৬


প্রসঙ্গত, বুধবার নয়ডার চারটি স্কুলে একই ধরনের হুমকি ইমেল পাঠানোর ঘটনায় এক ১৫ বছরের ছাত্রকে আটক করা হয়েছিল। নবম শ্রেণির ওই ছাত্র ভিপিএন (Virtual Private Network) ব্যবহার করে নিজের আইপি অ্যাড্রেস এবং লোকেশন গোপন করে হুমকি পাঠিয়েছিল, যাতে তাকে স্কুলে যেতে না হয়। তদন্তে উঠে আসে, সে টানা স্কুল ফাঁকি দেওয়ার জন্য এই কৌশল অবলম্বন করেছিল।

আরও পড়ুন: Delhi AIIMS: দিল্লি এইমসে আগুন


ধৃত কিশোরের ঘটনা সামাল দেওয়ার আগেই শুক্রবার ফের বোমা হুমকি চাঞ্চল্য তৈরি করল। অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের মধ্যে ছড়িয়েছে প্রবল উদ্বেগ। একের পর এক ভুয়ো হুমকির ঘটনার ফলে দিল্লির স্কুলগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে।

আরও পড়ুন: দিল্লির রাস্তা থেকে সমস্ত পথ-কুকুরকে সরাতে নির্দেশ সুপ্রিম কোর্টের


দিল্লি পুলিশ জানিয়েছে, যারা বারবার এই ভুয়ো হুমকি ছড়াচ্ছে, তাদের চিহ্নিত করতে সাইবার সেল কাজ করছে। ভিপিএন-সহ অন্যান্য প্রযুক্তির অপব্যবহার করে যারা আইন ভাঙছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ভোট-পরবর্তী সময়ে একের পর এক স্কুলে বোমা হুমকি দিল্লির নিরাপত্তা ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। যদিও অধিকাংশ ক্ষেত্রেই এসব হুমকি ভুয়ো প্রমাণিত হচ্ছে, তবুও প্রত্যেকটি ইমেলকেই গুরুত্ব দিয়ে তদন্ত করছে প্রশাসন। ভোটগণনার আগে এমন ঘটনায় উত্তপ্ত দিল্লি, বাড়ছে সতর্কতা।