সুরক্ষায় কলকাতা পুলিশের আরও একটি মহিলা থানার কাজ শুরু

- আপডেট : ১৭ ফেব্রুয়ারী ২০২৩, শুক্রবার
- / 9
পুবের কলম প্রতিবেদক: মহিলা নিরাপত্তায় ইতিমধ্যেই কড়া লালবাজার। মহানগরে মহিলাদের প্রতি হওয়া অপরাধ-সহ একাধিক মামলা দ্রুত মেটানোর জন্যে কলকাতা পুলিশের প্রায় সমস্ত ডিভিশনে মহিলা থানা খোলা হয়েছে। এবার শহরের আরও একটি ডিভিশনে মহিলা থানা শুরু হতে চলেছে। শহরের ৯টি ডিভিশনের মধ্যে কলকাতা পুলিশের ইস্ট ডিভিশনের অন্তর্গত সার্ভে পার্ক মহিলা থানা শুরু করতে চলেছে লালবাজার। মহিলাদের আরও কড়া নিরাপত্তার স্বার্থে এই উদ্যোগ লালবাজারের।
জানা গিয়েছে, আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যেই সম্ভবত কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এই সার্ভে পার্ক মহিলা থানার উদ্বোধন করবেন। তারপরেই সাধারণের জন্য এই থানা পরিচালনা শুরু করা হবে।
ইতিমধ্যেই মহিলাদের নিরাপত্তার স্বার্থে লালবাজারে তরফ থেকে বিশেষ মহিলা পুলিশ বাহিনী, উইনার্স বাহিনী, মহিলা রেফ বাহিনী, কুইক রেসপন্স টিম রয়েছে কলকাতা পুলিশের। দীর্ঘ দিনের অবসান অবশেষে কলকাতা পুলিশের ইস্ট ডিভিশনের অন্তর্গত সার্ভে পার্কে মহিলা থানা শুরু হতে চলেছে।
এই মহিলা থানায় কলকাতা পুলিশ হেডকোয়ার্টার্স-এর নির্দেশ অনুযায়ী প্রায় ৩১ জন মহিলা পুলিশ কর্মী থাকবে। যার মধ্যে এক জন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার থাকবে। ৫ জন সাব ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ কর্মী নিযুক্ত থাকবে । ৫ জন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদমর্যাদার মহিলা পুলিশ কর্মী নিযুক্ত থাকবে পাশাপাশি ১৫ জন মহিলা কনস্টেবল থাকবে।
সঙ্গে ওয়্যারলেস অপারেটরও থাকবে বলে লালবাজার সূত্রে জানা গিয়েছে। লালবাজারের এক আধিকারিক জানান, যে সার্ভে পার্ক মহিলা থানা শুরু হলে সার্ভে পার্ক থানার সমস্ত মহিলা জড়িত মামলা এই থানায় স্থানান্তরিত করা হবে। পুলিশ আধিকারিকরা মনে করছেন যে স্থানান্তরিত হওয়ার পর দ্রুত মামলা শেষ করা যাবে,তদন্ত প্রক্রিয়া শেষ করা যাবে।