০১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সৌরজগতে মিলল আরও এক পৃথিবী!

ইমামা খাতুন
  • আপডেট : ২২ মে ২০২৩, সোমবার
  • / 87

বিশেষ প্রতিবেদন: পৃথিবীর মতোই আরও এক গ্রহের হদিশ মিলল সৌরজগতে। আকাশগঙ্গা ছায়াপথ থেকে গ্রহটির অবস্থান ৮৬ আলোকবর্ষ দূরে। পৃথিবীর সঙ্গে তার সাদৃশ্য রয়েছে আবহাওয়া থেকে শুরু করে নানা বিষয়ে। তবে সবচেয়ে চমকপ্রদ হল গ্রহটিতে আগ্নেয়গিরির অবস্থান। পৃথিবীর অনুরূপ এই গ্রহটি আগাগোড়াই আগ্নেয়গিরি দিয়ে ঘেরা এবং সেখানে প্রায়শই অগ্ন্যুৎপাত ঘটে চলেছে। এমনটা এর আগে দেখা গিয়েছে বৃহস্পতির উপগ্রহে। তবে এবার ‘এলপি ৭৯১-১৮ডি’ নামের এই নতুন গ্রহটিও আগ্নেয়গিরির খোঁজ মিলল। নয়া গ্রহটি নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে ‘নেচার’ জার্নালে। ট্রানজিটিং এক্সোপ্ল্যা নেট সার্ভে স্যা টেলাইট (টিইএসএস) এবং স্পিৎজার স্পেস টেলিস্কোপ ব্যটবহার করে নয়া এই গ্রহটির খোঁজ মিলেছে। গবেষণা অভিযানের অন্যতম সদস্য জর্ন বেন্নকে জানিয়েছেন, ‘টেলিস্কোপ দেখে যা বোঝা যাচ্ছে, গ্রহটির কোনও একটি দিক সারাক্ষণ কোনও নক্ষত্রের মুখোমুখি থাকছে। সেই প্রান্তে স্বাভাবিকভাবেই প্রচণ্ড তাপের দরুন তরলজাতীয় কিছুর অস্তিত্ব থাকা বিরল।’ সৌরজগতে আরও দু’টি গ্রহের সন্ধান মিলেছে, যেখানে পৃথিবীর মতো বৈশিষ্ট্য রয়েছে।

আরও পড়ুন: ১২ কোটির বেশি লোক হিংসার শিকার হয়ে ঘরছাড়া এ বিশ্বে

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সৌরজগতে মিলল আরও এক পৃথিবী!

আপডেট : ২২ মে ২০২৩, সোমবার

বিশেষ প্রতিবেদন: পৃথিবীর মতোই আরও এক গ্রহের হদিশ মিলল সৌরজগতে। আকাশগঙ্গা ছায়াপথ থেকে গ্রহটির অবস্থান ৮৬ আলোকবর্ষ দূরে। পৃথিবীর সঙ্গে তার সাদৃশ্য রয়েছে আবহাওয়া থেকে শুরু করে নানা বিষয়ে। তবে সবচেয়ে চমকপ্রদ হল গ্রহটিতে আগ্নেয়গিরির অবস্থান। পৃথিবীর অনুরূপ এই গ্রহটি আগাগোড়াই আগ্নেয়গিরি দিয়ে ঘেরা এবং সেখানে প্রায়শই অগ্ন্যুৎপাত ঘটে চলেছে। এমনটা এর আগে দেখা গিয়েছে বৃহস্পতির উপগ্রহে। তবে এবার ‘এলপি ৭৯১-১৮ডি’ নামের এই নতুন গ্রহটিও আগ্নেয়গিরির খোঁজ মিলল। নয়া গ্রহটি নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে ‘নেচার’ জার্নালে। ট্রানজিটিং এক্সোপ্ল্যা নেট সার্ভে স্যা টেলাইট (টিইএসএস) এবং স্পিৎজার স্পেস টেলিস্কোপ ব্যটবহার করে নয়া এই গ্রহটির খোঁজ মিলেছে। গবেষণা অভিযানের অন্যতম সদস্য জর্ন বেন্নকে জানিয়েছেন, ‘টেলিস্কোপ দেখে যা বোঝা যাচ্ছে, গ্রহটির কোনও একটি দিক সারাক্ষণ কোনও নক্ষত্রের মুখোমুখি থাকছে। সেই প্রান্তে স্বাভাবিকভাবেই প্রচণ্ড তাপের দরুন তরলজাতীয় কিছুর অস্তিত্ব থাকা বিরল।’ সৌরজগতে আরও দু’টি গ্রহের সন্ধান মিলেছে, যেখানে পৃথিবীর মতো বৈশিষ্ট্য রয়েছে।

আরও পড়ুন: ১২ কোটির বেশি লোক হিংসার শিকার হয়ে ঘরছাড়া এ বিশ্বে