০২ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ১৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মাধ্যমিকে অঙ্কে জটিল প্রশ্নের উত্তর লিখলে পুরো নম্বর মিলবে, পর্ষদ

ইমামা খাতুন
  • আপডেট : ১৭ ফেব্রুয়ারী ২০২৫, সোমবার
  • / 185

পুবের কলম প্রতিবেদক: পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিকে অঙ্ক প্রশ্ন জটিল হয়েছে বলে অভিযোগ উঠছে পরীক্ষার্থী ও অভিভাবক মহলে। এই নিয়ে পর্ষদের সিদ্ধান্ত মাধ্যমিকের অঙ্কের কঠিন দুটি প্রশ্নের উত্তর লিখলেই ছাত্র-ছাত্রীরা পাবেন পুরো নম্বর। এদিকে, সোমবার ছিল মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা, আর মাদ্রাসা বোর্ডের অঙ্ক পরীক্ষা। মাধ্যমিকের পরীক্ষার্থীরা জানিয়েছে, ইতিহাস প্রশ্ন ভালো হয়েছে। মাদ্রাসার অঙ্ক পরীক্ষাও ভালো হয়েছে পরীক্ষার্থীদের।

অন্যদিকে, গত ১৫ ফেব্রুয়ারি মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা ছিল। কিন্তু সেই পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে ওঠে একাধিক অভিযোগ। ছাত্র- ছাত্রীদের তরফে জানান হয়, বাংলা এবং ইংরেজি যতটা ভালো হয়েছিল, অঙ্ক পরীক্ষা ততটা মনের মতো হয়নি। সম্পাদ্য, উপপাদ্য সহজ হলেও প্রশ্নের পত্রের বাকি অঙ্কগুলি বেশ কঠিন ছিল। আর তাতে সরব হয় বিভিন্ন মহল। এরপরেই অঙ্ক পরীক্ষার নিয়ে বিশেষ পদক্ষেপ নিল পর্ষদ।

আরও পড়ুন: এক নজরে দেখে নিন হাই মাদ্রাসার ফল

আরও পড়ুন: Muslim student in Madhyamik মাধ্যমিকে প্রথম দশে আটজন মুসলিম ছাত্র-ছাত্রী

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মাধ্যমিকে অঙ্কে জটিল প্রশ্নের উত্তর লিখলে পুরো নম্বর মিলবে, পর্ষদ

আপডেট : ১৭ ফেব্রুয়ারী ২০২৫, সোমবার

পুবের কলম প্রতিবেদক: পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিকে অঙ্ক প্রশ্ন জটিল হয়েছে বলে অভিযোগ উঠছে পরীক্ষার্থী ও অভিভাবক মহলে। এই নিয়ে পর্ষদের সিদ্ধান্ত মাধ্যমিকের অঙ্কের কঠিন দুটি প্রশ্নের উত্তর লিখলেই ছাত্র-ছাত্রীরা পাবেন পুরো নম্বর। এদিকে, সোমবার ছিল মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা, আর মাদ্রাসা বোর্ডের অঙ্ক পরীক্ষা। মাধ্যমিকের পরীক্ষার্থীরা জানিয়েছে, ইতিহাস প্রশ্ন ভালো হয়েছে। মাদ্রাসার অঙ্ক পরীক্ষাও ভালো হয়েছে পরীক্ষার্থীদের।

অন্যদিকে, গত ১৫ ফেব্রুয়ারি মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা ছিল। কিন্তু সেই পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে ওঠে একাধিক অভিযোগ। ছাত্র- ছাত্রীদের তরফে জানান হয়, বাংলা এবং ইংরেজি যতটা ভালো হয়েছিল, অঙ্ক পরীক্ষা ততটা মনের মতো হয়নি। সম্পাদ্য, উপপাদ্য সহজ হলেও প্রশ্নের পত্রের বাকি অঙ্কগুলি বেশ কঠিন ছিল। আর তাতে সরব হয় বিভিন্ন মহল। এরপরেই অঙ্ক পরীক্ষার নিয়ে বিশেষ পদক্ষেপ নিল পর্ষদ।

আরও পড়ুন: এক নজরে দেখে নিন হাই মাদ্রাসার ফল

আরও পড়ুন: Muslim student in Madhyamik মাধ্যমিকে প্রথম দশে আটজন মুসলিম ছাত্র-ছাত্রী