২৯ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

পেট্রাপোলে এনআরসি বিরোধী পোস্টার, শুরু রাজনৈতিক তরজা

ইমামা খাতুন
  • আপডেট : ১২ জুলাই ২০২৫, শনিবার
  • / 176

এম এ হাকিম, বনগাঁ: পেট্রাপোল সীমান্তে আচমকা এনআরসি’র বিরুদ্ধে পোস্টার দেখা যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। গত শুক্রবার স্থানীয়দের নজরে আসে দেওয়ালজোড়া একাধিক বর্ণময় পোস্টার, যেখানে লেখা— গর্জে ওঠো বাঙালি, এনআরসি হল ছলচাতুরি; বাংলা দখলের স্বপ্নে এনআরসি এনেছে বিজেপি; দিনহাটার উত্তম কুমারের বাড়িতে নোটিশ কেন? মোদি-শাহ জবাব দিন। এমন নানান স্লোগান।

এই ঘটনাকে ঘিরে বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল বলেন, এই ঘটনার পেছনে তৃণমূল কংগ্রেসের ইন্ধন রয়েছে। এনআরসি চালু হলে ওদের জালি ভোট উধাও হয়ে যাবে। পালটা জবাবে তৃণমূলের সহ-সভাপতি প্রসেনজিৎ ঘোষ বলেন, এটি রাজনীতি নয়, আতঙ্কিত মানুষের স্বতস্ফূর্ত প্রতিক্রিয়া। দিনহাটার এক সাধারণ নাগরিকের বাড়িতে এনআরসির নোটিশ পাঠানোয় সীমান্ত এলাকার মানুষ ভীত। তাদের ভয়, ভবিষ্যতে আরও এমন ঘটনা ঘটতে পারে এবং তারা হয়রানির শিকার হতে পারেন।

স্থানীয় বাসিন্দা অতনু মণ্ডল বলেন, এনআরসির নামে বাঙালিদের বিরুদ্ধে প্রহসন চলছে। তার প্রতিবাদেই কিছু মানুষ এই পোস্টার লাগিয়েছে। পুলিশ জানিয়েছে, কারা এই পোস্টার লাগিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ঘটনাটি নিয়ে এলাকায় এখন উত্তপ্ত রাজনৈতিক জলঘোলা চলছে।

আরও পড়ুন: বাংলা ভাগের দাবিদারদের সঙ্গে শমীকের বৈঠক

আরও পড়ুন: শুভেন্দুর কেন্দ্রে সমবায় ভোটে খাতা খুলতে পারল না বিজেপি

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পেট্রাপোলে এনআরসি বিরোধী পোস্টার, শুরু রাজনৈতিক তরজা

আপডেট : ১২ জুলাই ২০২৫, শনিবার

এম এ হাকিম, বনগাঁ: পেট্রাপোল সীমান্তে আচমকা এনআরসি’র বিরুদ্ধে পোস্টার দেখা যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। গত শুক্রবার স্থানীয়দের নজরে আসে দেওয়ালজোড়া একাধিক বর্ণময় পোস্টার, যেখানে লেখা— গর্জে ওঠো বাঙালি, এনআরসি হল ছলচাতুরি; বাংলা দখলের স্বপ্নে এনআরসি এনেছে বিজেপি; দিনহাটার উত্তম কুমারের বাড়িতে নোটিশ কেন? মোদি-শাহ জবাব দিন। এমন নানান স্লোগান।

এই ঘটনাকে ঘিরে বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল বলেন, এই ঘটনার পেছনে তৃণমূল কংগ্রেসের ইন্ধন রয়েছে। এনআরসি চালু হলে ওদের জালি ভোট উধাও হয়ে যাবে। পালটা জবাবে তৃণমূলের সহ-সভাপতি প্রসেনজিৎ ঘোষ বলেন, এটি রাজনীতি নয়, আতঙ্কিত মানুষের স্বতস্ফূর্ত প্রতিক্রিয়া। দিনহাটার এক সাধারণ নাগরিকের বাড়িতে এনআরসির নোটিশ পাঠানোয় সীমান্ত এলাকার মানুষ ভীত। তাদের ভয়, ভবিষ্যতে আরও এমন ঘটনা ঘটতে পারে এবং তারা হয়রানির শিকার হতে পারেন।

স্থানীয় বাসিন্দা অতনু মণ্ডল বলেন, এনআরসির নামে বাঙালিদের বিরুদ্ধে প্রহসন চলছে। তার প্রতিবাদেই কিছু মানুষ এই পোস্টার লাগিয়েছে। পুলিশ জানিয়েছে, কারা এই পোস্টার লাগিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ঘটনাটি নিয়ে এলাকায় এখন উত্তপ্ত রাজনৈতিক জলঘোলা চলছে।

আরও পড়ুন: বাংলা ভাগের দাবিদারদের সঙ্গে শমীকের বৈঠক

আরও পড়ুন: শুভেন্দুর কেন্দ্রে সমবায় ভোটে খাতা খুলতে পারল না বিজেপি