প্রথম ভারতীয় মহিলা কুস্তীগির হিসেবে অনূর্ধ্ব ২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন অন্তিম
- আপডেট : ২০ অগাস্ট ২০২২, শনিবার
- / 15
পুবের কলম ওয়েবডেস্কঃ বুলগেরিয়ার সোফিয়ায় ইতিহাস গড়লেন অন্তিম পাঙ্গাল। প্রথম ভারতীয় মহিলা কুস্তীগির হিসেবে অনূর্ধ্ব ২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন তিনি।
হরিয়ানার ১৮ বছর বয়সী অন্তিম ৫৩ কেজি বিভাগেকাজাখস্তানের আলটিন শাগায়েভাকে ৮-০ তে পরাজিত করেছেন।
এই ভারতীয় মহিলা কুস্তীগির নিজের ওপেনিং বাউটে টেকনিকালি হারিয়ে দেন জার্মানির আ্যমোরি অলিভিয়া আ্যন্ড্রিচকে। কোয়ার্টার ফাইনালে হারান ৮-০ ফলে হারান জাপানের আয়াকা কিমুকাকে। ইউক্রেনের নাতালিয়া ক্লিভচুটস্কাকে পিছনে ফেলে ফাইনালের টিকিট কনফার্ম করেন।
সোনা জেতার পর অন্তিম বলেন ‘আমি যখন ম্যাটে যাই তখন অন্য কিছু চিন্তা করিনা।প্রতিপক্ষকে নিয়ে মাথা ঘামাই না এবং আমার নিজস্ব কৌশল এবং দক্ষতার দিকে মনোনিবেশ করি।’ এবার অন্তিমের লক্ষ সিনিয়র চ্যাম্পিয়নশিপ।