আগামী ১ জুন দিল্লিতে অনুব্রত কন্যার জামিন মামলার রায়দান

- আপডেট : ২৭ মে ২০২৩, শনিবার
- / 5
পারিজাত মোল্লা: দিল্লির তিহাড় জেলে বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মন্ডল এবং তাঁর মেয়ে সুকন্যা মন্ডল উভয়ই বন্দি।শুক্রবার দিল্লির এক রাউস এভিনিউ আদালতে অনুব্রতের মেয়ের জামিনের আবেদন নিয়ে শুনানি চলে। এদিন শুনানি শেষে বিচারক রায়দান স্থগিত রেখেছেন। আগামী ১ জুন এই মামলার রায়দান হতে পারে বলে জানা গেছে।
এদিন এই মামলার শুনানি পর্বে কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা ইডির আইনজীবী বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মন্ডল কে একপ্রকার ‘নিরক্ষর’ বললেন।অনুব্রত-কন্যার জামিন মামলার রায়দান ১ জুন। শুক্রবার এই নির্দেশ দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। সিবিআই বিশেষ আদালতের বিচারপতি রঘুবীর সিং এদিন মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছেন। ইডির আইনজীবী জানান , -‘ মণীশ কোঠারি তাঁর বয়ানে জানিয়েছেন, কেষ্ট-কন্যা সুকন্যা মণ্ডলই সমস্ত ব্যবসা দেখতেন’।
একইসঙ্গে তাঁকে নির্দেশও দিতেন বলে বয়ানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, এদিন আদালতে ইডির আইনজীবী জানান, -‘ অনুব্রত মণ্ডল পড়াশোনা জানেন না। তাঁর পক্ষে হিসাবরক্ষকের সঙ্গে কথা বলে এত টাকা হেরফের করা সম্ভব না’। এক্ষেত্রে সুকন্যার ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে এদিন।ইডির দাবি, -‘ সুকন্যা মণ্ডল একজন শিক্ষিত, প্রাপ্তবয়স্ক মানুষ। তিনি কিছু না জেনে কোনও কাগজে সই করেছেন, এটা বিশ্বাসযোগ্য না’। একইসঙ্গে এদিন আদালতে উঠে আসে, বিএসএফ আধিকারিক সতীশ কুমারের স্ত্রী তানিয়া সান্যালের কথা। সিবিআই চার্জশিটে নাম থাকার পরও তাঁকে গ্রেফতার করা হয়নি কেন তা নিয়ে সুকন্যার আইনজীবী প্রশ্ন তুলেন।
সুকন্যা মণ্ডল সম্পর্কে এর আগেও একাধিকবার প্রভাবশালী তত্ত্ব সামনে এনেছে ইডি। তাঁর বিরুদ্ধে টাকা নয়ছয়ের অভিযোগও আনা হয়েছে। বিপুল সম্পত্তির মালিক সুকন্যা। রাজ্য সরকারি চাকরি( প্রাথমিক শিক্ষিকা) করতেন। রাইস মিল, জমিজমা অনেক সম্পত্তিরই খোঁজ পেয়েছেন তদন্তকারীরা। যদিও সুকন্যা বারবারই দাবি করেছেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। একইসঙ্গে জামিনের আবেদন করে কোর্টে যান তিনি। এদিন তদন্তকারীরা আদালতে জানিয়েছেন , -‘ চাঞ্চল্যকর সব তথ্য রয়েছে সুকন্যার নামে’।ইতিমধ্যেই ইডির চার্জশিটে নাম রয়েছে সুকন্যার ভোলে ব্যোম রাইস মিল এবং শিব শম্ভু রাইস মিলের। আরও দু’টি সংস্থাও তালিকায় রয়েছে। সুকন্যার আইনজীবী সুকন্যার শারীরিক অসুস্থতার কারণে জামিন চেয়েছেন। আগামী ১ জুন এই মামলার রায়দান রয়েছে বলে জানা গেছে।