২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল কালামের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা মমতার

ইমামা খাতুন
  • আপডেট : ২৭ জুলাই ২০২৫, রবিবার
  • / 20

পুবের কলম প্রতিবেদক: তিনি ছিলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি। তবে গোটা বিশ্ব তাঁকে চেনে ‘মিসাইল ম্যান’ হিসেবে। তিনি ভারতের ব্যতিক্রমী রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম। সাংবিধানিক প্রধান হওয়ার পাশাপাশি তিনি ছিলেন সমাজবিদ, বিজ্ঞানী, লেখক। জীবদ্দশায় পেয়েছেন একাধিক পুরস্কার। অগ্নি এবং পৃথ্বীর মতো মিসাইল তৈরির কারিগর তিনি। রবিবার তাঁর মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কর্মজীবনে তিনি ডিআরডিও-এর হোভারক্র্যাফট প্রকল্প পরিচালনা করেছিলেন তিনি। ১৯৬২ সালে তিনি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোতে যোগ দেন। তাঁর পরিচালনাতেই রোহিনী তথা এসএলভিথ্রি-এর সফল উৎক্ষেপন সম্ভব হয়। পৃথিবীর কক্ষপথে স্থাপন করা হয় মহাকাশযানকে। বিজ্ঞানী রাজা রামান্নার সঙ্গে যৌথভাবে ভারতের প্রথম পারমাণবিক ক্ষেপনাস্ত্র তৈরি করেন তিনি।

আরও পড়ুন: বাংলার ৩০ পরিযায়ী শ্রমিককে মুক্তি দিল হরিয়ানা

রবিবার নিজের সোস্যাল মিডিয়ার হ্যান্ডেলে পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও ‘ভারতরত্ন’ ড. এ পি জে আবদুল কালামের মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি। তিনি একজন মহান বিজ্ঞানী এবং আদর্শ মানুষ ছিলেন। তাঁর জীবন আজও আমাদের অনুপ্রাণিত করে।

আরও পড়ুন: ভারতে খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেবে ক্রীড়া দফতর, জানিয়ে দিল পাক সরকার

 

আরও পড়ুন: বিজেপি শাসিত রাজ্যে বাঙালি ‘হেনস্থা’য় উদ্বিগ্ন বিদেশি সংস্থাও!

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল কালামের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা মমতার

আপডেট : ২৭ জুলাই ২০২৫, রবিবার

পুবের কলম প্রতিবেদক: তিনি ছিলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি। তবে গোটা বিশ্ব তাঁকে চেনে ‘মিসাইল ম্যান’ হিসেবে। তিনি ভারতের ব্যতিক্রমী রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম। সাংবিধানিক প্রধান হওয়ার পাশাপাশি তিনি ছিলেন সমাজবিদ, বিজ্ঞানী, লেখক। জীবদ্দশায় পেয়েছেন একাধিক পুরস্কার। অগ্নি এবং পৃথ্বীর মতো মিসাইল তৈরির কারিগর তিনি। রবিবার তাঁর মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কর্মজীবনে তিনি ডিআরডিও-এর হোভারক্র্যাফট প্রকল্প পরিচালনা করেছিলেন তিনি। ১৯৬২ সালে তিনি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোতে যোগ দেন। তাঁর পরিচালনাতেই রোহিনী তথা এসএলভিথ্রি-এর সফল উৎক্ষেপন সম্ভব হয়। পৃথিবীর কক্ষপথে স্থাপন করা হয় মহাকাশযানকে। বিজ্ঞানী রাজা রামান্নার সঙ্গে যৌথভাবে ভারতের প্রথম পারমাণবিক ক্ষেপনাস্ত্র তৈরি করেন তিনি।

আরও পড়ুন: বাংলার ৩০ পরিযায়ী শ্রমিককে মুক্তি দিল হরিয়ানা

রবিবার নিজের সোস্যাল মিডিয়ার হ্যান্ডেলে পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও ‘ভারতরত্ন’ ড. এ পি জে আবদুল কালামের মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি। তিনি একজন মহান বিজ্ঞানী এবং আদর্শ মানুষ ছিলেন। তাঁর জীবন আজও আমাদের অনুপ্রাণিত করে।

আরও পড়ুন: ভারতে খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেবে ক্রীড়া দফতর, জানিয়ে দিল পাক সরকার

 

আরও পড়ুন: বিজেপি শাসিত রাজ্যে বাঙালি ‘হেনস্থা’য় উদ্বিগ্ন বিদেশি সংস্থাও!