উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় সপ্তম হাওড়ার বালির অর্চিষ্মান মান্না

- আপডেট : ১০ জুন ২০২২, শুক্রবার
- / 20
আইভি আদক, হাওড়া: উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় সপ্তম হাওড়ার বালির অর্চিষ্মান। পড়ার বাইরে ক্রিকেটের অন্ধ ভক্ত সে। রোহিত শর্মার ফ্যান। উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় রাজ্যের মধ্যে সপ্তম স্থান অর্জন করেছে হাওড়ার বালির ছাত্র অর্চিষ্মান মান্না। সে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। ৫০০ এর মধ্যে তার প্রাপ্ত নম্বর ৪৯২। শতকরা হিসেবে ৯৮.৪%।
এদিন উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর বালির কালিতলা লেনের বাড়িতে বসে অর্চিষ্মান জানায়, স্কুলের হোস্টেলে থেকেও তাকে পড়াশোনা করতে হয়েছে। শিক্ষকরা পড়াশোনার বিষয়ে যথেষ্ট সাহায্য করেছেন।
এমনকি, রাতের দিকেও অনলাইনে শিক্ষকরা পড়ার ব্যাপারে সহায়তা করেছেন। পড়াশোনা করতে হয়েছে মিশনের রুটিন মেনে। পড়ার বাইরে অর্চিষ্মান ক্রিকেটের অন্ধ ভক্ত।
রোহিত শর্মার ফ্যান। আর রাত জেগে ফুটবল দেখার নেশা তার। গান শোনে অবসর সময়ে। এখন ভবিষ্যতের স্বপ্ন অনুযায়ী এগিয়ে যেতে চায় সে।