০২ মে ২০২৫, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মাস্ক পরছেন তো? শুধু জলপাইগুড়িতে গ্রেফতার ১৭৫ জন

রফিকুল হাসান
  • আপডেট : ২৭ অক্টোবর ২০২১, বুধবার
  • / 11

শুভজিৎ দেবনাথ, জলপাইগুড়ি: মাস্ক না পরার দায়ে জলপাইগুড়ি জেলায় গ্রেফতার হলেন ১৭৫ জন। পাশাপাশি বিপর্যয় মোকাবিলা আইনে মামলা রজু করা হল ধূপগুড়িতে গ্রেফতার হওয়া ৩৫ জনের বিরুদ্ধে। জেলায় বাড়ছে করনা গ্রাফ। চিন্তিত স্বাস্থ্য দপ্তর থেকে প্রশাসন।  মাস্ক না পরায় পথচারীদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ গ্রহণ করল পুলিশ। শুধু গ্রেফতার নয়, বিপর্যয় মোকাবিলা আইনে মামলাও দেওয়া হচ্ছে। 

বুধবার দুপুরের পর থেকে জলপাইগুড়ি জেলা পুলিশের তরফে বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয় মাস্ক বিহীন মানুষদের বিরুদ্ধে। যারা মাস্ক না পরে করোনা বিধি অমান্য করে বাইরে বেরিয়েছিলেন তাদের সতর্ক করার পাশাপাশি গ্রেফতার করা হয়। এদিন জলপাইগুড়ি জেলায় অভিযান চালিয়ে ১৭৫ জনকে গ্রেফতার করা হয় বলে জানান জেলা পুলিশ সুপার। এমনকি ধূপগুড়ি থানা এলাকায় ৩৫ জনের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনে মামলা রুজু করেছে পুলিশ। রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাঞ বারবার মানুষকে সতর্ক করেছেন এবং করোনা বিধি পালনের জন্য অনুরোধ করেছেন। তার পরেও একশ্রেণীর মানুষের কর্নপাত  করেনি। তা জেলার ছবি থেকেই পরিষ্কার, অধিকাংশ মানুষ মাছ ছাড়াই রাস্তায় বের হচ্ছেন। আর এইসব নিয়ে পুলিশের বিরুদ্ধে উঠছিল নিষ্ক্রিয়তার অভিযোগ। 

জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, জেলাজুড়ে পুলিশ মাস্ক না পরে বাজারে আসা মানুষদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। ১৭৫ জন কে গ্রেফতার করা হয়েছে গোটা জেলায়। এমনকি জেলাজুড়ে মাইকিং করা হচ্ছে, মানুষকে সচেতন করার উদ্দেশ্যে। মাস্ক না পরলে আগামীদিনে এই ধরণের অভিযান চালাবে পুলিশ বলে জানা গেছে। 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মাস্ক পরছেন তো? শুধু জলপাইগুড়িতে গ্রেফতার ১৭৫ জন

আপডেট : ২৭ অক্টোবর ২০২১, বুধবার

শুভজিৎ দেবনাথ, জলপাইগুড়ি: মাস্ক না পরার দায়ে জলপাইগুড়ি জেলায় গ্রেফতার হলেন ১৭৫ জন। পাশাপাশি বিপর্যয় মোকাবিলা আইনে মামলা রজু করা হল ধূপগুড়িতে গ্রেফতার হওয়া ৩৫ জনের বিরুদ্ধে। জেলায় বাড়ছে করনা গ্রাফ। চিন্তিত স্বাস্থ্য দপ্তর থেকে প্রশাসন।  মাস্ক না পরায় পথচারীদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ গ্রহণ করল পুলিশ। শুধু গ্রেফতার নয়, বিপর্যয় মোকাবিলা আইনে মামলাও দেওয়া হচ্ছে। 

বুধবার দুপুরের পর থেকে জলপাইগুড়ি জেলা পুলিশের তরফে বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয় মাস্ক বিহীন মানুষদের বিরুদ্ধে। যারা মাস্ক না পরে করোনা বিধি অমান্য করে বাইরে বেরিয়েছিলেন তাদের সতর্ক করার পাশাপাশি গ্রেফতার করা হয়। এদিন জলপাইগুড়ি জেলায় অভিযান চালিয়ে ১৭৫ জনকে গ্রেফতার করা হয় বলে জানান জেলা পুলিশ সুপার। এমনকি ধূপগুড়ি থানা এলাকায় ৩৫ জনের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনে মামলা রুজু করেছে পুলিশ। রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাঞ বারবার মানুষকে সতর্ক করেছেন এবং করোনা বিধি পালনের জন্য অনুরোধ করেছেন। তার পরেও একশ্রেণীর মানুষের কর্নপাত  করেনি। তা জেলার ছবি থেকেই পরিষ্কার, অধিকাংশ মানুষ মাছ ছাড়াই রাস্তায় বের হচ্ছেন। আর এইসব নিয়ে পুলিশের বিরুদ্ধে উঠছিল নিষ্ক্রিয়তার অভিযোগ। 

জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, জেলাজুড়ে পুলিশ মাস্ক না পরে বাজারে আসা মানুষদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। ১৭৫ জন কে গ্রেফতার করা হয়েছে গোটা জেলায়। এমনকি জেলাজুড়ে মাইকিং করা হচ্ছে, মানুষকে সচেতন করার উদ্দেশ্যে। মাস্ক না পরলে আগামীদিনে এই ধরণের অভিযান চালাবে পুলিশ বলে জানা গেছে।