০২ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আর্জেন্টিনায় ফুটবল মাঠে দাঙ্গা, মৃত এক

ইমামা খাতুন
  • আপডেট : ৭ অক্টোবর ২০২২, শুক্রবার
  • / 128

পুবের কলম ওয়েব ডেস্ক: ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে হাঙ্গামায় প্রায় ১৭৪ জনের মৃত্যুর রেশ এখনো কাটেনি। তারই মধ্যে ফের একবার ফুটবল মাঠের দাঙ্গা সামনে চলে এলো। যাতে আপাতত মৃত্যু হয়েছে একজনের। ঘটনাটি আর্জেন্টিনার ফুটবল লীগের একটি ম্যাচের।

 

আরও পড়ুন: FIFA U-20 World Cup: নকআউটে আর্জেন্টিনা, বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিলের

আর্জেন্টিনার রাজধানী শহর বুয়েনস এইরেসের কারমেলো জেরিলো স্টেডিয়ামে চলছিল বোকা জুনিয়ার্স এবং জিমনাসিয়া ওয়াই এসগ্রিমার মধ্যে ম্যাচটি। জিমনাসিয়ার হোম গ্রাউন্ড কারমেলো জেরিলো স্টেডিয়ামে প্রবেশ নিষেধ ছিল বোকা জুনিয়র্সের সমর্থকদের। কিন্তু স্টেডিয়ামের বাইরে অজস্র বোকা জুনিয়র্সের সমর্থক দাঁড়িয়েছিলেন যদি তাদের অনুমতি মেলে। ম্যাচটিতে তখনও পর্যন্ত কোনও গোল হয়নি। ঘরের দলের যা সমর্থন ছিল তা আসন সংখ্যা থেকে অনেক বেশি।

আরও পড়ুন: অক্টোবরেই কেরলে মেসিসহ বিশ্বজয়ী আর্জেন্টিনা, জানালেন ক্রীড়া মন্ত্রী

 

আরও পড়ুন: চিলির বিরুদ্ধে দুরন্ত জয় আর্জেন্টিনার

বাইরে থেকে সমর্থকরা ঢোকার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। খন্ড যুদ্ধ বেধে যায়। পরিস্থিতি সামলাতে পুলিশকে রাবার বুলেট এবং কাঁদানে গ্যাস ছুঁড়তে হয়। আর তাতেই অসুস্থ হয়ে পড়েন অনেকেই। এমনকি মাঠে গ্যাস ভরে যাওয়ায় ফুটবলাররাও অসুস্থ হয়ে পড়েন। কাঁদানে গ্যাস থেকে বাঁচতে অনেক সমর্থক মাঠে ঢুকে পড়েন। বহু মানুষ অসুস্থ হয়ে যান। একজনের মৃত্যুর খবরও এসেছে। যদিও আর্জেন্টিনার নিরাপত্তা বিষয়ক মন্ত্রী সার্জিও বেরনি জানিয়েছেন,’যিনি মারা গিয়েছেন,তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ।’

 

ম্যাচ রেফারি খেলা বন্ধ করে দিতে বাধ্য হন। তিনি জানিয়েছেন,’গ্যাস এতই ভরে গিয়েছিল যে আমাদের সকলের মাঠে ভীষণ অসুবিধা হচ্ছিল । পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাচ্ছিল, নিরাপত্তার বিন্দুমাত্র আশ্বাস ছিল না।’
বহু সমর্থক অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে বহু শিশুও রয়েছে। উল্লেখ্য আর্জেন্টাইন প্রিমিয়ার লিগের এই ম্যাচটি ছিল চ্যাম্পিয়নশিপ নির্ধারণের ম্যাচ।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আর্জেন্টিনায় ফুটবল মাঠে দাঙ্গা, মৃত এক

আপডেট : ৭ অক্টোবর ২০২২, শুক্রবার

পুবের কলম ওয়েব ডেস্ক: ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে হাঙ্গামায় প্রায় ১৭৪ জনের মৃত্যুর রেশ এখনো কাটেনি। তারই মধ্যে ফের একবার ফুটবল মাঠের দাঙ্গা সামনে চলে এলো। যাতে আপাতত মৃত্যু হয়েছে একজনের। ঘটনাটি আর্জেন্টিনার ফুটবল লীগের একটি ম্যাচের।

 

আরও পড়ুন: FIFA U-20 World Cup: নকআউটে আর্জেন্টিনা, বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিলের

আর্জেন্টিনার রাজধানী শহর বুয়েনস এইরেসের কারমেলো জেরিলো স্টেডিয়ামে চলছিল বোকা জুনিয়ার্স এবং জিমনাসিয়া ওয়াই এসগ্রিমার মধ্যে ম্যাচটি। জিমনাসিয়ার হোম গ্রাউন্ড কারমেলো জেরিলো স্টেডিয়ামে প্রবেশ নিষেধ ছিল বোকা জুনিয়র্সের সমর্থকদের। কিন্তু স্টেডিয়ামের বাইরে অজস্র বোকা জুনিয়র্সের সমর্থক দাঁড়িয়েছিলেন যদি তাদের অনুমতি মেলে। ম্যাচটিতে তখনও পর্যন্ত কোনও গোল হয়নি। ঘরের দলের যা সমর্থন ছিল তা আসন সংখ্যা থেকে অনেক বেশি।

আরও পড়ুন: অক্টোবরেই কেরলে মেসিসহ বিশ্বজয়ী আর্জেন্টিনা, জানালেন ক্রীড়া মন্ত্রী

 

আরও পড়ুন: চিলির বিরুদ্ধে দুরন্ত জয় আর্জেন্টিনার

বাইরে থেকে সমর্থকরা ঢোকার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। খন্ড যুদ্ধ বেধে যায়। পরিস্থিতি সামলাতে পুলিশকে রাবার বুলেট এবং কাঁদানে গ্যাস ছুঁড়তে হয়। আর তাতেই অসুস্থ হয়ে পড়েন অনেকেই। এমনকি মাঠে গ্যাস ভরে যাওয়ায় ফুটবলাররাও অসুস্থ হয়ে পড়েন। কাঁদানে গ্যাস থেকে বাঁচতে অনেক সমর্থক মাঠে ঢুকে পড়েন। বহু মানুষ অসুস্থ হয়ে যান। একজনের মৃত্যুর খবরও এসেছে। যদিও আর্জেন্টিনার নিরাপত্তা বিষয়ক মন্ত্রী সার্জিও বেরনি জানিয়েছেন,’যিনি মারা গিয়েছেন,তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ।’

 

ম্যাচ রেফারি খেলা বন্ধ করে দিতে বাধ্য হন। তিনি জানিয়েছেন,’গ্যাস এতই ভরে গিয়েছিল যে আমাদের সকলের মাঠে ভীষণ অসুবিধা হচ্ছিল । পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাচ্ছিল, নিরাপত্তার বিন্দুমাত্র আশ্বাস ছিল না।’
বহু সমর্থক অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে বহু শিশুও রয়েছে। উল্লেখ্য আর্জেন্টাইন প্রিমিয়ার লিগের এই ম্যাচটি ছিল চ্যাম্পিয়নশিপ নির্ধারণের ম্যাচ।