চেন্নাইয়ের পর আবু ধাবির লাইভ কনসার্ট পিছিয়ে দিলেন অরিজিৎ
- আপডেট : ৯ মে ২০২৫, শুক্রবার
- / 36
পুবের কলম, ওয়েব ডেস্কঃ ভারত-পাকিস্তানের মধ্যে বৃদ্ধি পাচ্ছে চাপানউতর। ভারত-পাক উত্তেজনার আবহে আবু ধাবির লাইভ কনসার্ট পিছিয়ে দিলেন অরিজিৎ সিং। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই সিদ্ধান্ত জানান গায়ক। তিনি লেখেন, ৯ মে আবু ধাবিতে কনসার্ট হওয়ার কথা ছিল। আপাতত সেটি পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন তারিখ খুব শীঘ্রই জানানো হবে। একইসঙ্গে গায়ক এও জানান, শ্রোতারা চাইলে টিকিট বাতিল করে টাকা ফেরত পেতে পারেন।
এর আগে চেন্নাইয়ের কনসার্ট বাতিল করেছেন অরিজিৎ সিং, এবার পিছিয়ে দিলেন আবু ধাবির লাইভ কনসার্ট। ইনস্টাগ্রামে অরিজিৎ লেখেন, ”বর্তমান পরিস্থিতির জন্য কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। ৯ মে আবু ধাবির এতিহাদ অ্যারেনায় লাইভ কনসার্ট হওয়ার কথা ছিল। সেই অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে। ধৈর্য রাখার জন্য ও পরিস্থিতি বোঝার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের থেকে ক্রমাগত ভালবাসা ও সমর্থন পেয়ে আমরা সত্যিই কৃতজ্ঞ। খুব শীঘ্রই কনসার্টের নতুন তারিখ জানানো হবে। সেই শোয়ের জন্য পূর্বে কেনা টিকিট বৈধ থাকবে। কিন্তু কেউ চাইলে ৭ দিনের মধ্যে টিকিট বাতিলের টাকা ফেরত নিতে পারেন।”
২৭ এপ্রিল চেন্নাইয়ে অরিজিৎ সিংয়ের কনসার্ট ছিল। তার আগে, ২২ এপ্রিল পহেলগাওঁয়ে জঙ্গি হামলায় মৃত্যু হয় ২৬ নিরীহ পর্যটকের। শোকের আবহে চেন্নাইয়ের কনসার্ট বাতিল করেন অরিজিৎ। সেই সময় শ্রেয়া ঘোষালও তাঁর সুরাতের কনসার্ট বাতিল করেছিলেন। ভয়াবহ জঙ্গি হামলা পরবর্তী আবহে নিজের অ্যালবম মুক্তিও স্থগিত রাকেন এপি ঢিলোঁ।