০৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

লোকসভা ভোটের আগেই কী তৃণমূলে ফিরছেন অর্জুন ? ভাগ্নের মন্তব্যে জল্পনা বাতাসে

মাসুদ আলি
  • আপডেট : ১৩ ফেব্রুয়ারী ২০২২, রবিবার
  • / 6

পুবের কলম ওয়েবডেস্ক : পুরভোটের টিকিট পেয়েই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করার পর বিস্ফোরক দাবি করলেন অর্জুন সিংহের ভাগ্নে আদিত্য সিং। রবিবার তৃণমূলের জেলা সদর দফতরে দলবদল করেন তাঁরা। শনিবারই ভাটপাড়া ও গারুলিয়া পৌরসভা থেকে মনোনয়ন পেশ করেছিলেন সুনীল সিং, আদিত্য সিং ও সৌরভ সিং।এদিন অর্জুন সিংয়ের ভগ্নিপতি তথা গত বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী সুনীল সিং বলেন, বিজেপিতে থেকে কাজ করতে পারছিলাম না। বিজেপিতে যোগদানের পর গত ২ বছরে এক রাতও ঘুমাতে পারিনি। তাই পরিবারের বাইরে বেরিয়ে তৃণমূলে ফিরে এলাম।

আদিত্য সিং বলেন, বিজেপির বারাকপুর সাংগঠনিক জেলার সভাপতির সঙ্গে কাজ করতে পারছিলাম না। অর্জুন সিংকে সব বলেছি। জেপি নড্ডাকেও বলেছি। বিজেপিতে যত কর্মী তার থেকে বেশি নেতা। সবাই নেতা হতে চায়।আদিত্য সিংয়ের ইঙ্গিতপূর্ণ মন্তব্য, একটা – দুটো বছর যেতে দিন না। দেখুন না কী হয়। প্রশ্ন উঠছে তাহলে কি তৃণমূলে ফেরার পথ তৈরি করছেন অর্জুন সিং?

আরও পড়ুন: কেন্দ্র আইন করলেও আঁচ লাগতে দেব না, সুতি থেকে ওয়াকফ নিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর

এদিন তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক ও জ্যোতিপ্রিয় মল্লিকের উপস্থিতিতে তৃণমূলে যোগদান করলেন নোয়াপাড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক সুনীল সিং, তাঁর ছেলে আদিত্য সিং। এছাড়াও তৃণমূলে ফিরে এলেন অর্জুন সিংয়ের ভাইপো সৌরভ সিং। সুনীল সিং ছিলেন নোয়াপাড়া বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়ক। গত বিধানসভা ভোটে তিনি বিজেপির হয়ে প্রার্থী হয়েছিলেন। অন্যদিকে সুনীল সিংয়ের ছেলে আদিত্য সিং বিজেপির যুব মোর্চায় ছিলেন। অর্জুন সিংয়ের ভাইপো সৌরভ সিং ছিলেন ভাটপাড়া পুরসভার প্রাক্তন পুর প্রধান। পুরভোটের আগে ওই তিন জন তৃণমূলে চলে আসায় স্বভাবতই ধাক্কা খেল গেরুয়া শিবির।

আরও পড়ুন: দক্ষিণ বারাসতের সমবায়ে সবুজ ঝড়

সুনীল সিং বলেন, ‘আমি তৃণমূলের সঙ্গে গদ্দারি করেছিলাম। বিজেপিতে গিয়েছিলাম কিন্তু সেখানে শান্তিতে ছিলাম না। তাই মূল স্রোতে ফিরে এলাম।’ এভাবে দলের হয়ে টিকিট পেয়েও ভোটের মুখে তা ছেড়ে দেওয়ায় বারাকপুরের সাংসদ অর্জুন এদিন অভিযোগ করেন, ‘‌এরা দলের সঙ্গে গদ্দারি করেছে। এরা আগে থেকে তৃণমূলের সঙ্গে বোঝাপড়া করে রেখেছিল বিজেপির সঙ্গে বেইমানি করার জন্য। এটা প্রমাণিত হয়েছে।’‌ তিনি জানান, ‘‌এটা রাজনৈতিক জীবনের সেটব্যাক। আমার ভাই রামভক্ত হনুমান ছিল। আমি সেটাই মেনে চলতাম। কিন্তু আজ খুবই আঘাত পেয়েছি। কিন্তু আরও শক্ত হয়েছি।’‌

আরও পড়ুন: জগন্নাথধামের মূর্তির কাঠ চুরি বিতর্ক, বহরমপুর থেকে পাল্টা জবাব মুখ্যমন্ত্রীর

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

লোকসভা ভোটের আগেই কী তৃণমূলে ফিরছেন অর্জুন ? ভাগ্নের মন্তব্যে জল্পনা বাতাসে

আপডেট : ১৩ ফেব্রুয়ারী ২০২২, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক : পুরভোটের টিকিট পেয়েই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করার পর বিস্ফোরক দাবি করলেন অর্জুন সিংহের ভাগ্নে আদিত্য সিং। রবিবার তৃণমূলের জেলা সদর দফতরে দলবদল করেন তাঁরা। শনিবারই ভাটপাড়া ও গারুলিয়া পৌরসভা থেকে মনোনয়ন পেশ করেছিলেন সুনীল সিং, আদিত্য সিং ও সৌরভ সিং।এদিন অর্জুন সিংয়ের ভগ্নিপতি তথা গত বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী সুনীল সিং বলেন, বিজেপিতে থেকে কাজ করতে পারছিলাম না। বিজেপিতে যোগদানের পর গত ২ বছরে এক রাতও ঘুমাতে পারিনি। তাই পরিবারের বাইরে বেরিয়ে তৃণমূলে ফিরে এলাম।

আদিত্য সিং বলেন, বিজেপির বারাকপুর সাংগঠনিক জেলার সভাপতির সঙ্গে কাজ করতে পারছিলাম না। অর্জুন সিংকে সব বলেছি। জেপি নড্ডাকেও বলেছি। বিজেপিতে যত কর্মী তার থেকে বেশি নেতা। সবাই নেতা হতে চায়।আদিত্য সিংয়ের ইঙ্গিতপূর্ণ মন্তব্য, একটা – দুটো বছর যেতে দিন না। দেখুন না কী হয়। প্রশ্ন উঠছে তাহলে কি তৃণমূলে ফেরার পথ তৈরি করছেন অর্জুন সিং?

আরও পড়ুন: কেন্দ্র আইন করলেও আঁচ লাগতে দেব না, সুতি থেকে ওয়াকফ নিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর

এদিন তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক ও জ্যোতিপ্রিয় মল্লিকের উপস্থিতিতে তৃণমূলে যোগদান করলেন নোয়াপাড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক সুনীল সিং, তাঁর ছেলে আদিত্য সিং। এছাড়াও তৃণমূলে ফিরে এলেন অর্জুন সিংয়ের ভাইপো সৌরভ সিং। সুনীল সিং ছিলেন নোয়াপাড়া বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়ক। গত বিধানসভা ভোটে তিনি বিজেপির হয়ে প্রার্থী হয়েছিলেন। অন্যদিকে সুনীল সিংয়ের ছেলে আদিত্য সিং বিজেপির যুব মোর্চায় ছিলেন। অর্জুন সিংয়ের ভাইপো সৌরভ সিং ছিলেন ভাটপাড়া পুরসভার প্রাক্তন পুর প্রধান। পুরভোটের আগে ওই তিন জন তৃণমূলে চলে আসায় স্বভাবতই ধাক্কা খেল গেরুয়া শিবির।

আরও পড়ুন: দক্ষিণ বারাসতের সমবায়ে সবুজ ঝড়

সুনীল সিং বলেন, ‘আমি তৃণমূলের সঙ্গে গদ্দারি করেছিলাম। বিজেপিতে গিয়েছিলাম কিন্তু সেখানে শান্তিতে ছিলাম না। তাই মূল স্রোতে ফিরে এলাম।’ এভাবে দলের হয়ে টিকিট পেয়েও ভোটের মুখে তা ছেড়ে দেওয়ায় বারাকপুরের সাংসদ অর্জুন এদিন অভিযোগ করেন, ‘‌এরা দলের সঙ্গে গদ্দারি করেছে। এরা আগে থেকে তৃণমূলের সঙ্গে বোঝাপড়া করে রেখেছিল বিজেপির সঙ্গে বেইমানি করার জন্য। এটা প্রমাণিত হয়েছে।’‌ তিনি জানান, ‘‌এটা রাজনৈতিক জীবনের সেটব্যাক। আমার ভাই রামভক্ত হনুমান ছিল। আমি সেটাই মেনে চলতাম। কিন্তু আজ খুবই আঘাত পেয়েছি। কিন্তু আরও শক্ত হয়েছি।’‌

আরও পড়ুন: জগন্নাথধামের মূর্তির কাঠ চুরি বিতর্ক, বহরমপুর থেকে পাল্টা জবাব মুখ্যমন্ত্রীর