২০ অগাস্ট ২০২৫, বুধবার, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

শত্রু সেনার ড্রোন ছিনিয়ে আনবে অর্জুন, জোরকদমে চলছে তালিম

ইমামা খাতুন
  • আপডেট : ৩০ নভেম্বর ২০২২, বুধবার
  • / 45

পুবের কলম ওয়েব ডেস্কঃ ভারতীয় সেনার প্রশিক্ষণে এবার শত্রুপক্ষের ড্রোন ছিনিয়ে আনবে চিল। জোরকদমে তালিম চলছে অর্জুনের। শত্রু ড্রোনকে মোকাবিলা করতে নতুন উপায় বার করল ভারতীয় সেনা। তাদের হাতে এল প্রশিক্ষিত বাজ পাখী। প্রশিক্ষণপ্রাপ্ত এই চিলের নাম রাখা হয়েছে ‘অর্জুন’। শত্রুদের ড্রোন শিকার করার এই পন্থা প্রথম ব্যবহার করছে ভারতীয় সেনাবাহিনী।  এবার তাদের সামরিক অভিযানের জন্য কুকুরের পাশাপাশি প্রশিক্ষিত পাখীও ব্যবহার  করা হবে বলেই   সেনা সূত্রে খবর।এই ড্রোন সমস্যা সমাধানে এই প্রশিক্ষিত চিলেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা হবে বলে আশাবাদী সেনা।

 

আরও পড়ুন: কলকাতার আকাশে ড্রোন ঘিরে চাঞ্চল্য

ভারতীয় সেনা এই নতুন পদক্ষেপের নাম দিয়েছে ‘যুদ্ধ অভ্যাস’। একটা সময় চিল বা বাজপাখিদের গুপ্তচর হিসেবে কাজে লাগানো হত। শত্রুদের নজর এড়িয়ে তাদের মাধ্যমেই সঙ্কেত চালাচালি হত। যুদ্ধের সময় এই পদ্ধতি খুবই কাজে আসত।

আরও পড়ুন: গভীর রাতে কিয়েভে ড্রোন হামলা রাশিয়ার

উল্লেখ্য, উত্তরাখণ্ডের আওলিতে চলছে অর্জুনের প্রশিক্ষণ পর্ব। জম্মু – কাশ্মীর ও পঞ্জাব সীমান্তের প্রত্যন্ত এলাকার যেসব জায়গাগুলোকে পাকিস্তান অস্ত্রপাচারের করিডোর হিসেবে বেছে নেয় সেখানে অত্যন্ত ভালো কাজ দিতে পারে এই বাজপাখি।শত্রুদের ড্রোন দেখা মাত্রই ধ্বংস করবে অর্জুন। এমনটাই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাঁকে। অনেকদিন ধরেই পাকিস্তান সহ ভিন্ন দেশ থেকে ভারতে ভারতে অনুপ্রবেশকারী ড্রোন আটকানোর পাকাপাকি উপায় খুঁজছিলেন ভারতীয় সেনাকর্তারা।সেই জন্যই দীর্ঘদিন ধরে নানান উপায়ের কথা ভাবছিলেন তারা। আর তার পরেই অর্জুনের কথা মাথায় আসে। আর চিল দিয়ে শত্রুদের পাঠানও ড্রোন  ধ্বংস করার উপায় প্রাথমিক ভাবে সফল হয়েছে বলেই সূত্রের খবর।

আরও পড়ুন: হিটলারের বাড়িতে মানবাধিকার প্রশিক্ষণ!

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শত্রু সেনার ড্রোন ছিনিয়ে আনবে অর্জুন, জোরকদমে চলছে তালিম

আপডেট : ৩০ নভেম্বর ২০২২, বুধবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ ভারতীয় সেনার প্রশিক্ষণে এবার শত্রুপক্ষের ড্রোন ছিনিয়ে আনবে চিল। জোরকদমে তালিম চলছে অর্জুনের। শত্রু ড্রোনকে মোকাবিলা করতে নতুন উপায় বার করল ভারতীয় সেনা। তাদের হাতে এল প্রশিক্ষিত বাজ পাখী। প্রশিক্ষণপ্রাপ্ত এই চিলের নাম রাখা হয়েছে ‘অর্জুন’। শত্রুদের ড্রোন শিকার করার এই পন্থা প্রথম ব্যবহার করছে ভারতীয় সেনাবাহিনী।  এবার তাদের সামরিক অভিযানের জন্য কুকুরের পাশাপাশি প্রশিক্ষিত পাখীও ব্যবহার  করা হবে বলেই   সেনা সূত্রে খবর।এই ড্রোন সমস্যা সমাধানে এই প্রশিক্ষিত চিলেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা হবে বলে আশাবাদী সেনা।

 

আরও পড়ুন: কলকাতার আকাশে ড্রোন ঘিরে চাঞ্চল্য

ভারতীয় সেনা এই নতুন পদক্ষেপের নাম দিয়েছে ‘যুদ্ধ অভ্যাস’। একটা সময় চিল বা বাজপাখিদের গুপ্তচর হিসেবে কাজে লাগানো হত। শত্রুদের নজর এড়িয়ে তাদের মাধ্যমেই সঙ্কেত চালাচালি হত। যুদ্ধের সময় এই পদ্ধতি খুবই কাজে আসত।

আরও পড়ুন: গভীর রাতে কিয়েভে ড্রোন হামলা রাশিয়ার

উল্লেখ্য, উত্তরাখণ্ডের আওলিতে চলছে অর্জুনের প্রশিক্ষণ পর্ব। জম্মু – কাশ্মীর ও পঞ্জাব সীমান্তের প্রত্যন্ত এলাকার যেসব জায়গাগুলোকে পাকিস্তান অস্ত্রপাচারের করিডোর হিসেবে বেছে নেয় সেখানে অত্যন্ত ভালো কাজ দিতে পারে এই বাজপাখি।শত্রুদের ড্রোন দেখা মাত্রই ধ্বংস করবে অর্জুন। এমনটাই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাঁকে। অনেকদিন ধরেই পাকিস্তান সহ ভিন্ন দেশ থেকে ভারতে ভারতে অনুপ্রবেশকারী ড্রোন আটকানোর পাকাপাকি উপায় খুঁজছিলেন ভারতীয় সেনাকর্তারা।সেই জন্যই দীর্ঘদিন ধরে নানান উপায়ের কথা ভাবছিলেন তারা। আর তার পরেই অর্জুনের কথা মাথায় আসে। আর চিল দিয়ে শত্রুদের পাঠানও ড্রোন  ধ্বংস করার উপায় প্রাথমিক ভাবে সফল হয়েছে বলেই সূত্রের খবর।

আরও পড়ুন: হিটলারের বাড়িতে মানবাধিকার প্রশিক্ষণ!