ভারতীয় কমান্ডারদের ‘পূর্ণ স্বাধীনতা’ সেনা প্রধানের

- আপডেট : ১১ মে ২০২৫, রবিবার
- / 89
পুবের কলম, ওয়েবডেস্ক: যুদ্ধবিরতির পরও সীমান্তের ওপার থেকে হামলা চালাচ্ছে পাকিস্তান। এই পরিস্থিতিতে সেনা কমান্ডারডের ‘পূর্ণ স্বাধীনতা’ দিলেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। ‘সীমান্তের ওপার থেকে কোনওরকম হামলা হলে তৎক্ষণাৎ যেন পালটা জবাব দেয় সেনা’, স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন সেনাপ্রধান।
শনিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে সংঘর্ষবিরতি ঘোষণা করা হয়। তারপরও ওপার থেকে ভারতের দিকে ধেয়ে এসেছে গুলি ও মর্টার। এই পরিস্থিতিতে রবিবার নিরাপত্তা পর্যালোচনায় পশ্চিম সীমান্তের সেনা কমান্ডারদের সঙ্গে বৈঠকে বসেছিলেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। বৈঠকে যুদ্ধবিরতির বিষয়ে কমান্ডারদের অবগত করানোর পাশাপাশি সেনাকে পূর্ণ স্বাধীনতা দেন তিনি। পাকিস্তান যদি কোনও রকমভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করলে তার যেন যোগ্য জবাব দেওয়া হয় তা জানিয়ে দেওয়া হয়।
সেনাবাহিনীর এক্স হ্যান্ডেলে একটি বিবৃতিতে বলা হয়েছে, সংঘর্ষবিরতির মধ্যেও ১০-১১ মে আকাশসীমা লঙ্ঘন করা হয়েছে। এই পরিস্থিতিতে পশ্চিম সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ১০ মে দুই দেশের ডিজিএমও-এর আলোচনায় যে সমঝোতা হয়েছে তা কোনওভাবে লঙ্ঘন হলে পাল্টা ব্যবস্থা নেওয়ার জন্য সেনা কমান্ডারদের পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে।
আগামী ১২ মে দুপুর ১২টায় বৈঠকে বসতে চলেছে ভারত ও পাকিস্তানের ডিজিএমও। অনুমান করা হচ্ছে, এই বৈঠকে উঠে আসতে পারে কাশ্মীর সমস্যার বিষয়। পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ জানিয়েছেন, মূলত তিনটি বিষয় নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসতে পারেন পাকিস্তানের প্রতিনিধিরা। সেখানে সিন্ধু জলচুক্তি এবং সন্ত্রাসবাদ দমনের প্রসঙ্গের পাশাপাশি কাশ্মীর সমস্যা নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে বলে দাবি পাক প্রতিরক্ষামন্ত্রীর। তবে ভারতের তরফে আলোচনার বিষয়বস্তু নিয়ে এখনও কোনও মন্তব্য প্রকাশ্যে আসেনি।
OPERATION SINDOOR
Consequent to the ceasefire and airspace violations on night of 10-11 May 2025, #GeneralUpendraDwivedi, #COAS reviewed the security situation with the Army Commanders of the Western Borders.
The #COAS has granted full authority to the Army Commanders for… pic.twitter.com/kyWGwePqN0
— ADG PI – INDIAN ARMY (@adgpi) May 11, 2025