০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আগ্নেয়াস্ত্রসহ এক দুস্কৃতী ও ভিন জেলার এক সশস্ত্র ডাকাত গ্রেফতার

ইমামা খাতুন
  • আপডেট : ১৪ জুলাই ২০২২, বৃহস্পতিবার
  • / 35

পুবের কলম প্রতিবেদক, বসিরহাটঃ ডাকাতিই পেশা বর্ধমানের বছর ত্রিশের যুবক আব্দুস সালাম মন্ডলের। বসিরহাটের মাটিয়া থানায় রাজাপুর এলাকায় ভাইয়ের শ্বশুরবাড়িতে  বেশ কয়েক বছর ধরে নাম আত্মগোপন করে বসবাস করত সে।

 

আরও পড়ুন: ফিলিস্থিনিদের সমর্থন, ভারতীয় ছাত্রকে গ্রেফতার করল মার্কিন প্রশাসন

উদ্দেশ্য ডাকাতি করে অর্থ উপার্জন করা। এই সূত্রে স্থানীয় এক কুখ্যাত দুষ্কৃতী শেখ হাস্মত আলীর সঙ্গে পরিচয় হয়। তারপর বসিরহাট পুলিশ জেলার বিভিন্ন থানায় এলাকায় একাধিক ডাকাতি, ছিনতাই, রাহাজানির সঙ্গে লিপ্ত হয়ে পড়ে।

আরও পড়ুন: বিজেপির বিরুদ্ধে পোস্ট করায় গ্রেফতার কংগ্রেস মুখপাত্র, ‘বাক স্বাধীনতায় আঘাত’ সরব হাত শিবির

 

আরও পড়ুন: ডোমজুড়ে নির্দল প্রার্থীর বাড়িতে হামলা,  প্রার্থীর স্বামীকে গ্রেফতারের অভিযোগ

বৃহস্পতিবার বসিরহাট থানার ফুলবাড়ি দন্ডীরহাট এলাকায় ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল। সেই সময় পুলিশের কাছে  গোপন সূত্রে খবর গেলে বসিরহাট থানার পুলিশ আধিকারিক সুরিন্দর সিং এর নেতৃত্বে একদল পুলিশ গিয়ে হাতেনাতে ওই দুই সশস্ত্র দুষ্কৃতীকে গ্রেফতার করে ।

 

তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি রিভলবার দু রাউন্ড গুলি আয়রন রড, গ্যাস কাটার, ভোজালি সহ একাধিক সরঞ্জাম। ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল। এর সঙ্গে বড়সড় চক্র আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।  আব্দুস সাত্তার মন্ডল এর বিরুদ্ধে বর্ধমানের বিভিন্ন থানা এলাকায় ডাকাতি, ছিনতাই, রাহাজানি অভিযোগ রয়েছে। ধৃত দুই দুষ্কৃতীকে এদিন বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আগ্নেয়াস্ত্রসহ এক দুস্কৃতী ও ভিন জেলার এক সশস্ত্র ডাকাত গ্রেফতার

আপডেট : ১৪ জুলাই ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম প্রতিবেদক, বসিরহাটঃ ডাকাতিই পেশা বর্ধমানের বছর ত্রিশের যুবক আব্দুস সালাম মন্ডলের। বসিরহাটের মাটিয়া থানায় রাজাপুর এলাকায় ভাইয়ের শ্বশুরবাড়িতে  বেশ কয়েক বছর ধরে নাম আত্মগোপন করে বসবাস করত সে।

 

আরও পড়ুন: ফিলিস্থিনিদের সমর্থন, ভারতীয় ছাত্রকে গ্রেফতার করল মার্কিন প্রশাসন

উদ্দেশ্য ডাকাতি করে অর্থ উপার্জন করা। এই সূত্রে স্থানীয় এক কুখ্যাত দুষ্কৃতী শেখ হাস্মত আলীর সঙ্গে পরিচয় হয়। তারপর বসিরহাট পুলিশ জেলার বিভিন্ন থানায় এলাকায় একাধিক ডাকাতি, ছিনতাই, রাহাজানির সঙ্গে লিপ্ত হয়ে পড়ে।

আরও পড়ুন: বিজেপির বিরুদ্ধে পোস্ট করায় গ্রেফতার কংগ্রেস মুখপাত্র, ‘বাক স্বাধীনতায় আঘাত’ সরব হাত শিবির

 

আরও পড়ুন: ডোমজুড়ে নির্দল প্রার্থীর বাড়িতে হামলা,  প্রার্থীর স্বামীকে গ্রেফতারের অভিযোগ

বৃহস্পতিবার বসিরহাট থানার ফুলবাড়ি দন্ডীরহাট এলাকায় ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল। সেই সময় পুলিশের কাছে  গোপন সূত্রে খবর গেলে বসিরহাট থানার পুলিশ আধিকারিক সুরিন্দর সিং এর নেতৃত্বে একদল পুলিশ গিয়ে হাতেনাতে ওই দুই সশস্ত্র দুষ্কৃতীকে গ্রেফতার করে ।

 

তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি রিভলবার দু রাউন্ড গুলি আয়রন রড, গ্যাস কাটার, ভোজালি সহ একাধিক সরঞ্জাম। ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল। এর সঙ্গে বড়সড় চক্র আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।  আব্দুস সাত্তার মন্ডল এর বিরুদ্ধে বর্ধমানের বিভিন্ন থানা এলাকায় ডাকাতি, ছিনতাই, রাহাজানি অভিযোগ রয়েছে। ধৃত দুই দুষ্কৃতীকে এদিন বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।