১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গ্রেফতারি পরোয়ানায় চোরের বদলে বিচারকের নাম! সাসপেন্ড সাব-ইন্সপেক্টর

পুবের কলম, ওয়েবডেস্ক:  আজব কাণ্ড! চুরির মামলায় গ্রেফতারি পরোয়ানা বিচারকের নামে! চোরের বদলে নাম লেখা হল বিচারকের। আর তার জেরেই সাসপেন্ড হতে হল এক সাব-ইন্সপেক্টরকে। এই ঘটনায় রীতিমত শোরগোল পড়ে গেছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফিরোজাবাদে। একটি চুরির মামলায় বিচারক পুলিশকে জামিন-অযোগ্য ধারায় পরোয়ানা জারি করার নির্দেশ দেন। আর তারপরেই ঘটে গন্ডগোল। পরোয়ানায় নেই কোনও চোরের নাম। বরং তার বদলে লেখা রয়েছে বিচারকের নাম। সেই বিচারকই চোরের বিরুদ্ধে পরোয়ানা জারি করার নির্দেশ দিয়েছিলেন।

আরও পড়ুন: নাগোর দোলায় স্ত্রীকে ছুরি দিয়ে খুন! বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে খুন স্বীকার স্বামীর

আরও পড়ুন: দিল্লি বিস্ফোরণ: উপত্যকাজুড়ে মসজিদ-মাদ্রাসায় তল্লাশি অভিযান পুলিশ-গোয়ান্দাদের

বিচারকের নাম নাগমা খান। নিম্ন আদালতের বিচারক। ভুলবশতঃ বিচারকের নাম লিখে সাসপেন্ড হয়েছেন সাব-ইন্সপেক্টর বানওয়ারি লাল। বিচারক এই ঘটনায় নিন্দা জানানোর পাশাপাশি গুরুতর ভুল বলে উল্লেখ করেছেন। তবে সাসপেন্ড হওয়া পুলিশ ধরতে পারেননি চোরকেও। উল্টে ভুল নাম লেখার খেসারত দিতে হয়েছে। শাস্তির খাঁড়া নেমে আসে তাঁর উপর।

আরও পড়ুন: ঘুটিয়ারীশরিফ থেকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার এক

এই ঘটনায় এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, “এই গুরুতর ভুল প্রকাশ্যে আসার পরেই ওই সাব-ইন্সপেক্টরের বিরদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে একটি বিভাগীয় তদন্তও শুরু হয়েছে।”

আরও পড়ুন: উত্তরপ্রদেশে টানা বৃষ্টিতে মৃত ৪৫ জন

ট্যাগ :
সর্বধিক পাঠিত

দুর্নীতি দমন আইন নিয়ে সুপ্রিম কোর্টের বিভক্ত মত; মামলা যাবে বৃহত্তর বেঞ্চে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গ্রেফতারি পরোয়ানায় চোরের বদলে বিচারকের নাম! সাসপেন্ড সাব-ইন্সপেক্টর

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  আজব কাণ্ড! চুরির মামলায় গ্রেফতারি পরোয়ানা বিচারকের নামে! চোরের বদলে নাম লেখা হল বিচারকের। আর তার জেরেই সাসপেন্ড হতে হল এক সাব-ইন্সপেক্টরকে। এই ঘটনায় রীতিমত শোরগোল পড়ে গেছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফিরোজাবাদে। একটি চুরির মামলায় বিচারক পুলিশকে জামিন-অযোগ্য ধারায় পরোয়ানা জারি করার নির্দেশ দেন। আর তারপরেই ঘটে গন্ডগোল। পরোয়ানায় নেই কোনও চোরের নাম। বরং তার বদলে লেখা রয়েছে বিচারকের নাম। সেই বিচারকই চোরের বিরুদ্ধে পরোয়ানা জারি করার নির্দেশ দিয়েছিলেন।

আরও পড়ুন: নাগোর দোলায় স্ত্রীকে ছুরি দিয়ে খুন! বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে খুন স্বীকার স্বামীর

আরও পড়ুন: দিল্লি বিস্ফোরণ: উপত্যকাজুড়ে মসজিদ-মাদ্রাসায় তল্লাশি অভিযান পুলিশ-গোয়ান্দাদের

বিচারকের নাম নাগমা খান। নিম্ন আদালতের বিচারক। ভুলবশতঃ বিচারকের নাম লিখে সাসপেন্ড হয়েছেন সাব-ইন্সপেক্টর বানওয়ারি লাল। বিচারক এই ঘটনায় নিন্দা জানানোর পাশাপাশি গুরুতর ভুল বলে উল্লেখ করেছেন। তবে সাসপেন্ড হওয়া পুলিশ ধরতে পারেননি চোরকেও। উল্টে ভুল নাম লেখার খেসারত দিতে হয়েছে। শাস্তির খাঁড়া নেমে আসে তাঁর উপর।

আরও পড়ুন: ঘুটিয়ারীশরিফ থেকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার এক

এই ঘটনায় এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, “এই গুরুতর ভুল প্রকাশ্যে আসার পরেই ওই সাব-ইন্সপেক্টরের বিরদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে একটি বিভাগীয় তদন্তও শুরু হয়েছে।”

আরও পড়ুন: উত্তরপ্রদেশে টানা বৃষ্টিতে মৃত ৪৫ জন